HomeVIDEO EDITING7 Best Video Editing App For Android (No Watermark)

7 Best Video Editing App For Android (No Watermark)

7 Best Video Editing App For Android

Best Video Editing App for Android
Best Video Editing App for Android

Best Video Editing App For Android: আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন। কিন্তু আপনারা সমস্যাই পারেন ওয়াটারমার্ক থাকার কারনে। বুঝতে পারছেন না কোন App টি আপনার জন্য উপযুক্ত। আশাকরি এই আর্টিকেল যদি শেষ পর্যন্ত পরেন তাহলে আপনাকে আর ওয়াটারমার্ক এর সমস্যাই পড়তে হবে না। ৭টি ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটর App এর কথা তুলে ধরা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক App গুলির নাম কি? 1. VN Video Editor App 2. Action Direction 3. Light Cut 4.Quck 5. Youcut 6. Videoleap 7. Vllo

বর্তমানে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারা যায়। আপনি যে কোনো জায়গাতে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন, খুব সহজেই রেন্ডার করতে পারা যায়। কিন্তু এখানে একটি বড়ো সমস্যাই পড়তে হয় কি সমস্যা? সমস্যা হলো প্লেস্টোর থেকে ভিডিও এডিটর App ইনস্টল করে ওয়াটারমার্ক এর সমস্যাই পড়তে হয়। এই ওয়াটারমার্ক সরাতে হলে BUY করতে হবে তা হলেই ওয়াটারমার্ক সরে যাবে।(Best Video Editing App For Android)


ভয় পাবেন না আমরা সকলের কথা ভেবে আজকের এই আর্টিকেলে ৭টি ওয়াটারমার্ক ছাড়া বিনামূল্যের ভিডিও এডিটর app এর কথা বলেছি। এই App গুলি দিয়ে ভিডিও এডিটিং করলে আপনার ভিডিওতে কোনো রকমের ওয়াটারমার্ক থাকবে না। আপনারা আমাদের সাথে যোগ দিন কারন- আমরা এই ওয়েবসাইট এর মাধ্যমে ভিডিও এডিটিং সম্পর্কিত নতুন নতুন আপডেট দিয়ে থাকি। আপনার ভিডিও এডিটিং কর্মজীবনকে আরো সুন্দর ও উজ্জ্বল করে তুলতে পারবেন। (Best Video Editing App For Android)

VN VIDEO EDITOR APP
VN VIDEO EDITOR APP

১. VN Video Editor App:

VN Video Editor App টি Android ফোনে ব্যাবহার করতে পারবেন ফ্রীতে। বিনামূল্যের ভিডিও এডিটর App এর মধ্যে সেরা একটি App এতে কোনো রকমের ওয়াটারমার্ক থাকে না। এই App টি আপনারা যখন ব্যাবহার করবেন তখন কোনো রকমের বিজ্ঞাপনের ঝামেলায় পড়তে হবে না। এই App এর মাধ্যমে আপনারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিট করতে পারবেন।

Action Direction
Action Direction

২. Action Direction:(Best Video Editing App For Android)

Android ভিডিও এডিটর এর মধ্যে Action Direction হল জনপ্রিয় একটি ভিডিও এডিটর App। আপনারা যখন Playstore থেকে Action Direction App টি ইনস্টল করবেন তখন লক্ষ্য করবেন। এই App টি প্রায় ১০ মিলিয়নের বেশি মানুষ ব্যাবহার করছেন। আমরা সকলে জানি এই App টি প্রিমিয়াম ভিডিও এডিটর App। তবে এই App টিকে বিনামূল্যে ও ব্যাবহার করা যায়,ওয়াটারমার্ক ছাড়াই। আপনারা যখন App টি চালু করবেন তখন আপনার কাছে জানতে চাইবে আপনি প্রিমিয়াম নিতে চান নাকি ফ্রীতে ব্যাবহার করতে চান। এই App টি ফ্রিতে ব্যাবহার করতে হলে বিজ্ঞাপন সামনে আসবে কয়েক সেকেন্ডের জন্য। বিজ্ঞাপন শেষ হলেই App টি আপনারা ব্যাবহার করতে পারবেন।

৩. Light Cut:

Light Cut এই ভিডিও এডিটর App এই App টি একেবারে ফ্রিতে ব্যাবহার করতে পারা যায়। Light Cut দিয়ে যখন ভিডিও এডিট করবেন খুব সহজেই এডিট করতে পারবেন। এই App দিয়ে ভিডিও এডিট করার সময় কোনো রকম বিজ্ঞাপনের সমুক্ষিন হতে হবে না। খুব অল্প সময়ের মধ্যে ভিডিও এডিট এর কাজ করা সম্ভব। এই App এ ফিচার গুলি পাবেন- ফিল্টার, ইফেক্ট, স্টিকার ইত্যাদি।

৪. Quck:(Best Video Editing App For Android)

Quck হল জলছাপ ছাড়া একটি চমৎকার ভিডিও এডিটর এই আপা দিয়ে বেসিক ভিডিও এডিট করতে পারা যায়। যারা ভিডিও এডিটিং এর জগতে প্রথম ভিডিও এডিটিং শিখতে চান তবে আপনার জন্য আখ App টি সুন্দর হবে। এই App টি ওপেন করার সময় একটি বিজ্ঞাপন দেখতে পাবেন। বিজ্ঞাপন শেষ হওয়ার পরেই ভিডিও এডিটিং এর কাজ করতে পারা যাবে।

Youcut
Youcut

৫. Youcut:

Youcut Android এর জন্য সবার জনপ্রিয় একটি বিনামূল্যের ভিডিও এডিটিং App। এই App এর মাধ্যমে ভিডিও এডিটিং করতে ভিডিও তে কোনো রকমের ওয়াটারমার্ক থাকে না। এই App টি একটি প্রিমিয়াম App তবে এটি ফ্রিতে ও ব্যাবহার করতে পারা যায়। এই App এ অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায় যা দিয়ে একটি ভিডিও কে আরো উন্নতমানের করা যায়। আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন,স্পিড কন্ট্রোল করা যায়, স্টিকার যুক্ত করা যায়। এই সব কিছু ব্যাবহার করার পরে ভিডিওকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা হয়।

৬. Videoleap:

Videoleap এই নামটি হয়ত অনেকেই অজানা, কারন এই App টি ভিডিও এডিটিং এর জগতে বিশাল বড়ো জায়গা করে নিয়েছে। এই App টি যখন প্লেস্টোর থেকে ইনস্টল করবেন তখন যদি আপনারা এর About চেক করেন তাহলেই জানতে পারবেন। Videoleap App টি কতটা পপুলার ও সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই App টি ব্যাবহার করলে ভিডিওর উপরে কোনো রকমের জলছাপ থাকে না। এই App এ যে ফিচার গুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল- ম্যাজিক এডিট, মিক্সচার, Freeze এই ফিচার গুলি দেখতে পাওয়া যায়।

৭. Vllo:(Best Video Editing App For Android)

Vllo ভিডিও এডিটর দিয়ে খুব সহজে যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারা যায়। তবে এই App টি ভিডিও এডিট এর জন্য ব্যাবহার করলে টাইম বাঁচানো যায়, এতে ওয়াটারমার্ক থাকে না। আপনারা ওয়াটারমার্কের চিন্তা ছেড়ে দিয়ে প্লেস্টোর থেকে ইনস্টল করে ব্যাবহার করতে পারেন। খুব সুন্দর সুন্দর গ্রাফিক টেম্পেলেট ছাড়া ও বিভিন্ন ধরনের ফিচার পাবেন।

Best Video Editing App For Android আশা করছি আজকের এই প্রতিবেদন থেকে নিশ্চয় জানতে পেরেছেন ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটিং App সম্পর্কে। ভিডিও এডিটিং সম্পর্কে আরো জানতে আমাদের ওয়েবসাইট টি ফলো করুন। আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমানে শেয়ার করুন তাদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments