Infinix GT 20 Pro Gaming Phone:
Infinix GT 20 Pro Gaming Phone: ইনফিনিক্স সংস্থা ভারতের বাজারে লঞ্চ করেছে GT ২০ প্রো নামে শক্তিশালী গেমিং স্মার্টফোন। গেম প্রেমীদের জন্য এই ফোনটি উত্তম মনে করছে ইনফিনিক্স সংস্থা। কারন ইউজাররা গেম খেলার সময় কোনো রকমের অসুবিধা হবে না, এই ফোনটি একেবারে স্মুদ ভাবে কাজ করে। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক গেমিং স্মার্টফোনটিতে কি কি ফিচার রয়েছে। (Infinix GT 20 Pro Gaming Phone)
Infinix GT 20 Pro Gaming Phone ভরতে লঞ্চ করার আগে বেশ কয়েকটি দেশে লঞ্চ করে ছিল। সে দেশ গুলিতে গেম প্রেমী ইউজারদের যথেষ্ট পরিমানে মন জয় করেনিতে পেরেছে ইনফিনিক্স GT ২০ প্রো স্মার্টফোনটি। এখন ভারতের বাজারেও পাওয়া যাচ্ছে ইনফিনিক্স GT ২০ প্রো স্মার্টফোন। তবে ইনফিনিক্স সংস্থার দাবি যে ভারতের বাজারে ব্যাপক পরিমানে চাহিদা রয়েছে ইনফিনিক্স GT ২০ প্রো স্মার্টফোনের। দুই রকম স্টোরেজ ও তিন রকম কালার সহ পাওয়া যাচ্ছে ভারতের বাজারে। এই ফোনে থাকছে একটি এক্সট্রা ডেডিকেট গেমিং ডিসপ্লে চিপস। এছাড়াও আরো থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ আল্টিমেট প্রসেসর, ব্যাটারি ৫০০০ mAh, রিফ্রেশ রেট- বেজেল লেস ১৪৪Hz, ডুয়েল স্পিকার। (Infinix GT 20 Pro Gaming Phone)
আরও পড়ুন:- Nothing CMF Phone 1
আরও পড়ুন:- Redmi 13 5G Mobile
Infinix GT 20 Pro গেমিং ফোনের স্পেসিফিকেশন:-
ডিসপ্লে:- Infinix GT 20 Pro মোবাইলে থাকছে ৬.৭৮ ইঞ্চি এমোলেড ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট- বেজেল লেস ১৪৪ Hz, পিক ব্রাইটনেস- ১৩০০ নিটস, রেজ্যুলেশন- ২৪৩৬*১০৮০, রেজ্যুলেশন টাইপ- ফুল এইচ ডি প্লাস।
প্রসেসর:- Infinix GT 20 Pro ফোনে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ আলটিমেট ৪ ন্যানো মিটার প্রসেসর। এছাড়াও এই ফোনে থাকছে গেমিং পারফমেন্সের জন্য ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপস। প্রসেসর কোর- অক্টা কোর।
কালার:- Infinix GT 20 Pro মোবাইলটি ভারতের বাজারে গ্রাহকরা তিটি কালারে পাবেন – 1. Mecha Blue , 2. Mecha Orange, 3. Mecha Silver.
স্টোরেজ:- Infinix GT 20 Pro এই ফোনে থাকছে দুই ধরনের স্টোরেজ। প্রথমটিতে স্টোরেজ থাকছে – 8 GB RAM + 256 GB ROM, RAM Type- UFS 3.1/ LPDDR5X এবং দ্বিতীয়টিতে স্টোরেজ থাকছে- 12 GB RAM + 256 GB RAOM, RAM Type- UFS 3.1/ LPDDR5X.
ব্যাটারী :- Infinix GT 20 Pro ফোনটিতে সুন্দর ভাবে গেম পারফমেন্স করার জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি দুর্দান্ত শক্তিশালী ৫০০০ ব্যাটারি। চার্জ ব্যাকআপের জন্য থাকছে ৪৫ ওয়াটের একটি চার্জার। যার সাহায্যে ইউজাররা অল্প সময়ের মধ্যে মোবাইলটি চার্জ করে নিতে পারে।
রিয়েল ক্যামেরা:- আপনারা Infinix GT 20 Pro ফোনে পাবেন তিনটি রিয়েল ক্যামেরা সেটআপ। রিয়েল ক্যামেরা- ১০৮ মেগা পিক্সেল Ois, ২ মেগা পিক্সেল depth ক্যামেরা, প্লাস ২ মেগা পিক্সেল macro ক্যামেরা।
রিয়েল ক্যামেরা ফিচার:- Portrait, Night, AI Scene Recognition, Portrait, Pro Mode, HDR, Super Macro, Dual Video, Sky Shop, Super Night, AI Cam, Panorama, Beauty, AR Space, Document, Slow Motion.
ফ্রন্ট ক্যামেরা:- ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকছে একটি ৩২ মেগা পিক্সেল ক্যামেরার। এর মাধ্যমে ইউজাররা ভিডিও কল ও সেলফি তুলতে পারবে, এর পাশাপাশি ভিডিও রেকডিং ও করতে পারবে।
ফ্রন্ট ক্যামেরা ফিচার:- Super Night, Wide Selfie, Filters, Effects, Video Mode, Portrait, Beauty, Timelapse, AI Cam, Frames.
অন্যান্য ফিচার:- অপারেটিং সিস্টেম- Android 14, Pixel works X5 Turbo Display Chip, UFS 3.1 Storage, 45W Fast Charger, Dedicated Gaming Display Chip, Dual Speaker, Display Fingerprint, Water & Dust IP54 Resistance, SIM Size- Nano Sim, Wi-Fi Version- WiFi 6.
বন্ধুরা আমরা আশা করি আপনারা নিশ্চয় জানতে পেরেছেন Infinix GT 20 Pro Gaming Phone সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমাদের টিম আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে।
FAQ Infinix GT 20 Pro Gaming Phone
Infinix GT 20 Pro Phone গেম প্রেমীদের জন্য জনপ্রিয় কেন?
Infinix GT 20 Pro Phone গেম প্রেমীদের জন্য জনপ্রিয় হওয়ার বেশ কয়েকটি কারন রয়েছে। যেমন – এই ফোনে থাকছে উচ্চ রেজ্যুলেশন-২৪৩৬*১০৮০ দ্রুত কাজ করার জন্য রিফ্রেশ রেট- ১৪৪Hz, মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ আলটিমেট প্রসেসর, এছাড়া ও গেম খেলার জন্য থাকছে ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপস।
Infinix GT 20 Pro Mobile ওয়াটারপ্রুফ কি?
Infinix GT 20 Pro মোবাইলটি ফুল ওয়াটারপ্রুফ নয় কিছু স্তরের জল প্রতিরোধ করতে সক্ষম। এই ফোনে রয়েছে একটি IP54 রেটিং এর মানে হালকা স্প্ল্যাশ, বৃষ্টির জল এবং ধূলোর হাত থেকে মোবাইলটিকে রক্ষা করতে পারে।
Infinix GT 20 Pro মোবাইলে নিরাপত্তা পাবেন কি কি?
বিশেষ করে Infinix GT 20 Pro এই মোবাইলে যে সব নিরাপত্তা গুলি পাওয়া যাবে। যেমন- FINGERPRINT, G-SENSOR, LIGHT SENSOR, E-COMPASS, MOTOR, INFRARED PORT, GYROSCOPE, PROXIMITY SENSOR.