HomeTECHRealme GT 6:ধামাকা অফার Realme GT 6 কিনলেই ৪০০০ ছাড়?

Realme GT 6:ধামাকা অফার Realme GT 6 কিনলেই ৪০০০ ছাড়?

Realme GT 6: ভারতের বাজারে Realme সংস্থা Realme GT 6 ফোনের উপরে দিচ্ছে ফ্লাট ৪০০০ টাকা ছাড়। এই ফোনটি জুন মাসের ২০ তারিখ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি দুই রকম কালার ও তিন রকমের স্টোরেজের সাথে পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে একাধিক আধুনিক প্রযুক্তির ফিচার। যেমন- ব্যাটারি- ৫৫০০ mAh, ৫০ মেগা পিক্সেল ট্রিপেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮এস gen চিপসেট, 120W SUPERVOOC চার্জার। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোথা থেকে কিনলে ৪০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনের দাম কত, স্পেসিফিকেশন কি কি আছে নীচের প্রতিবেদনে সবিস্তারে তুলে ধারা হয়েছে। (Realme GT 6)

Realme GT 6
Realme GT 6

Realme GT 6 ফোনের দাম ও অফার

ভারতের বাজারে Realme সংস্থা শুরু করেছে সামার সেল উপলক্ষে এই ফোনের উপরে থাকছে ফ্লাট ৪০০০ টাকা ছাড়। কোথা থেকে কিনলে পাওয়া যাবে এই ছাড় চলুন বিস্তারিত ভাবে জানা যাক। ৪০০০ টাকা ফ্লাট ছাড় পেতে চাইলে আপনাদের কিনতে হবে Realme সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ই-কমার্স ওয়েবসাইট Amazon ও ফ্লিপকার্ট এর মাধ্যমে। এই অফারটি চলবে সীমিত সময়ের জন্য কেবল মাত্র ২৫ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কোনো গ্রাহক ফোনটি বুকিং করে তবেই ৪০০০ টাকার ফ্লাট অফারটি পাবেন।

আসুন এবার জেনে নেওয়া যাক কোন মডেলের ফোনের দাম কত টাকা। ভারতের বাজারে পাওয়া যাবে তিন রকমের স্টোরেজের সাথে প্রথম মডেলটি হল- ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম । এই ফোনের দাম হল- ৪০,৯৯৯ টাকা, দ্বিতীয় মডেলটি হল- ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম। এই স্টোরেজের মডেলের দাম হল- ৪২,৯৯৯ টাকা এবং তৃতীয় মডেলটি হল- ১৬ জিবি Ram + ৫১২ জিবি রম। টপ মডেলের ফোনটি পাওয়া যাবে ৪৪,৯৯৯ টাকা।

অফার চলাকালীন প্রথম ফোনটি পাবেন ৩৬,৯৯৯ টাকা।

দ্বিতীয় ফোনটি পাবেন ৩৮,৯৯৯ টাকায়।

তৃতীয় ফোনটি পাবেন ৪০,৯৯৯ টাকায়।

Realme GT 6
Realme GT 6

Realme GT 6 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনের ডিসপ্লেতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে। ডিসপ্লে টাইপ- ফুল HD প্লাস Oled, GPU- Qualcomm Adreno 735, রেজ্যুলেশন- ২৭৮০*১২৬৪ পিক্সেল, রিফ্রেশ রেট- ১২০Hz, ব্রাইটনেস- ৬০০০ নিটস।

প্রসেসর: এই ফোনের ডিসপ্লেতে রয়েছে ৪ ন্যানো মিটার চিফ সহ Snapdragon 8s Gen 3 Chipset প্রসেসর।

স্টোরেজ: এই স্মার্টফোনে তিন রকমের স্টোরেজ রয়েছে প্ৰথম মডেলের স্টোরেজ হল- ৮ জিবি LPDDR5X Ram + ২৫৬ জিবি রম। দ্বিতীয় মডেলের ফোনে স্টোরেজ হল- ১২ জিবি LPDDR5X Ram + ২৫৬ জিবি রম এবং তৃতীয় মডেলের স্টোরেজ হল- ১৬ LPDDR5X জিবি Ram + ৫১২ জিবি রম।

কালার: এই স্মার্টফোনে রয়েছে দুই রকমের কালার। 1. Fluid Silver, 2. Razor Green

মেইন ক্যামেরা: এই ফোনে থাকছে ট্রিপেল মেইন ক্যামেরার সেটআপ। প্রধান ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল LYT-808 OIS ক্যামেরা, Aperture: f/1.69, FOV: 85 Degree, Sensor Size: 1/1.4 inch। দ্বিতীয় ক্যামেরা- 8MP Sony IMX355 ক্যামেরা, Aperture: f/2.2, FOV: 112 Degree, Sensor Size: 1/4 ইঞ্চি। তৃতীয় ক্যামেরা তে রয়েছে ৫০ মেগা পিক্সেল Samsung S5KJN5 ক্যামেরা, Aperture: f/2.0, Sensor Size: 1/2.8 inch, FOV: 49.5 ডিগ্রী।

মেইন ক্যামেরা ফিচার: portraits, Photos, night scenes, panorama, High Pixel, Professional Mode, Long Exposure Photo, Super Text, starry sky mode, Super Group Portrait, Super Text, Tilt-shift, time-lapse photography, Slo-mo video, multi-scene videos, videos, Movie mode.

ফ্রন্ট ক্যামেরা: ইউজাররা যাতে নিজেরাই নিজেদের ছবি তুলে পারে বা ভিডিও কলের মধ্যে অন্যের সাথে কথা বলতে পারে। এই জন্য থাকছে ৩২ মেগা পিক্সেল Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা। Aperture: f/2.45, FOV: 90 ডিগ্রী।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Photos, night scenes, portraits, videos, panorama, time-lapse photography, multi-scene videos.

ব্যাটারি: এই স্মার্টফোনে থাকছে ৫৫০০ mAh ব্যাটারি। ফোনটি চার্জ করার জন্য থাকছে ১২০ ওয়াটের সুপার VOOC চার্জার। এই চার্জারের সাহায্যে ইউজাররা ১০ মিনিটেই ৫০% চার্জ করে নিতে পারবে। এই ফোনে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে- ভিডিও- ২৪ ঘন্টা, MUSIC- ৮৪ ঘন্টা, ৮ঘন্টা, স্ট্যান্ডবাই- ৪৩৪ ঘন্টা।

অন্যান্য ফিচার: Sensors- Gyroscope sensor, Gravity sensor, Geomagnetic Sensor, Front and rear dual color temperature sensors, Front and rear dual light sensors, Support step counting function, AcceLeration sensor, Proximity sensor, Processor Brand- Snapdragon, USB Type- C Cable, Processor Core- Octa Core.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments