HomeTECHOneplus 12|ফোনটি কিনলেই পাবেন ইন্সট্যান্ট ছাড় ৭ হাজার টাকা

Oneplus 12|ফোনটি কিনলেই পাবেন ইন্সট্যান্ট ছাড় ৭ হাজার টাকা

Oneplus সংস্থার Oneplus 12 এই ফোনটি ভারতের বাজারে দুটি স্টোরেজের সাথে পেশ করেছে। এই ফোনে রয়েছে একাধিক উন্নত প্রযুক্তির ফিচার। এই ফোনে থাকা ফিচার গুলি গ্রাহকদের অল্প সময়ের মধ্যেই মন জয় করে নিতে পেরেছে। ভারতের বাজারে ব্যাপক ভাবে চাহিদা রয়েছে এই ফোনের। এই ফোনে থাকছে- ৫৪০০mAh ব্যাটারি, ১০০ ওয়াটের সুপারভুক + ৫০ ওয়াটের এয়ারভুক চার্জার, রিফ্রেশ রেট- ১২০Hz, রেজ্যুলেশন- ৩১৬৮*১৪৪০ পিক্সেল। আসুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই ফোনে থাকা সমস্ত ফিচার সম্পর্কে সবিস্তারে জানি।

Oneplus 12
Oneplus 12

Oneplus 12 ফোনের দাম ও অফার

ভারতের বাজারে গ্রাহকরা Oneplus 12 ফোনটি কিনতে পারবেন দুই রকমের স্টোরেজের সাথে। বেশ মডেলের ভেরিয়েন্টে স্টোরেজ থাকছে ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং অন্যদিকে টপ মডেলের ফোনে স্টোরেজ থাকছে ১৬ জিবি Ram + ৫১২ জিবি রম। Oneplus সংস্থা নতুন ফোনটি এই দুই ধরনের স্টোরেজের সাথে ভারতের বাজারে পেশ করেছে। আসুন এবার দাম ও অফার গুলি সম্পর্কে জেনে নিই কোন ভেরিয়েন্টের ফোনের দাম কত।

১২ জিবি Ram + ২৫৬ জিবি রম যুক্ত বেশ মডেলের ফোনটির লঞ্চ দাম রাখা হয়েছে ৬৪,৯৯৯ টাকা।

১৬ জিবি Ram + ৫১২ জিবি রম যুক্ত টপ মডেলের মোবাইলের লঞ্চ দাম রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা

Oneplus সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দুই মডেলের ফোনেই লঞ্চ অফার থাকছে ইনস্ট্যান্ট ৭০০০ টাকার ডিসকাউন্ট। এই অফারটি পেতে হলে গ্রাহকদের কাছে থাকতে হবে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড তাহলেই অফারটি পাবেন। এছাড়াও থাকছে নো EMI এর ব্যাবস্থা ১২ মাস পর্যন্ত।

Oneplus 12
Oneplus 12

স্পেসিফিকেশন সবিস্তারে জানুন

ডিসপ্লে: এই ফোনে থাকছে ৬.৮২ ইঞ্চির একটি বড় স্ক্রিন, ডিসপ্লে টাইপ- oled, রিফ্রেশ রেট- ১২০, রেজ্যুলেশন- ৩১৬৮*১৪৪০ পিক্সেল (QHD+), ব্রাইটনেস- এই ফোনে ব্রাইটনেস পাওয়া যাবে ৪৫০০ নিটস, ফোনটি হাত থেকে পড়ে গেলে যাতে কোনো রকমের ক্ষতি না হয় তার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টস ২।

প্রসেসর: ফোনটিতে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন ৮ gen ৩ মোবাইল প্লাটফর্ম।

স্টোরেজ: মোবাইলটি দুটি স্টোরেজের সাথে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে প্রথম ফোনের স্টোরেজ হল- ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং দ্বিতীয় ফোনের স্টোরেজ হল- ১৬ জিবি Ram + ৫১২ জিবি রম।

কালার: ফোনটি তিন রকমের কালের সাথে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। 1. Silky Black, 2. Flowy Emerald, 3. Glacial White.

মেইন ক্যামেরা: ভারতের বাজারে লঞ্চ হওয়া ফোনে থাকছে তিনটি মেইন ক্যামেরার সেটআপ। পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে ৬৪ মেগা পিক্সেল, ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে ৫০ মেগা পিক্সেল, আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ৪৮ মেগা পিক্সেল, সেন্সর- Sony IMX581 সহ।

মেইন ক্যামেরা ফিচার: Portrait Mode, Hasselblad Camera for Mobile, Nightscape, Panorama, Dual-View Video, Movie Mode, Retouch, Focus Peaking, Master Mode, Dolby Vision, Tilt-Shift mode, Long Exposure, Video HDR, Filters, Smart Scene Recognition, Super Stable, Time-Lapse, Google Lens, Raw file, Video Nightscape, Raw Plus file, XPan Mode.

ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কল করার জন্য এই ফোনে থাকছে ৩২ মেগা পিক্সেল ক্যামেরা সেন্সর- Sony IMX615 এর সাথে।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Dual-View Video, Selfie HDR, Face unlock, Screen Flash, Time-Lapse, Nightscape Selfie.

ব্যাটারী: ইউজারারদের কথা মাথায় রেখে সংস্থা দীর্ঘমেয়াদী ব্যাটারী ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫৪০০ ব্যাটারি। এই ফোনটি দুই রকম ভাবে চার্জ করতে পারা যাবে একটি থাকছে ১০০ ওয়াটের সুপারভুক চার্জার। এবং অন্যদিকে থাকছে একটি ৫০ ওয়াটের ওয়ারলেস চার্জার।

অন্যান্য: অপারেটিং সিস্টেম- OxygenOS 14.0 based on Android14, Processor Brand- Qualcomm, Display Type- OLED, Sensors- Gyroscope, Infrared Sensor, Sensor Core, In-display Fingerprint Sensor, M-sensor Electronic Compass, Accelerometer, Flick-detect Sensor, Bluetooth 5.4, Wi-Fi 7, eSIM- No, Charge- 100W SUPERVOOC And 50W AIRVOOC, Battery- 5400 mAh.

বন্ধুরা আপনারা নিশ্চয় জানতে পারলেন Oneplus 12 ফোনে থাকা সমস্ত রকমের ফিচার সম্পর্কে। আপনারা যদি রীতিমত এই রকমের নতুন নতুন আপডেট পেতে চান তবে আপনারা আমাদের ওয়েবসাইট www.gyanpix.com এর সাথে যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments