শাওমি সংস্থা নতুন ৪জি স্মার্টফোন কিনুন মাত্র ৭ হাজার টাকায়। শাওমি সংস্থা ভারতের বাজারে ৪জি স্মার্টফোন Redmi A3x নামে আবারো লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি দুটি স্টোরেজের সাথে পেশ করেছে। এই ফোনে থাকছে ৫০০০mAh ম্যাসিভ ব্যাটারি, ৫০০ নিটস ব্রাইটনেস, স্ক্রিনকে সুরক্ষিত রাখার জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস। এছাড়া ও অনেক ফিচার রয়েছে এই ৪জি স্মার্টফোনটিতে আসুন জেনে নেওয়া যাক ফিচার গুলি সম্পর্কে।
ভারতের মার্কেটে Redmi A3x স্মার্টফোনের দাম
ভারতের মার্কেটে Redmi A3x ৪জি স্মার্টফোনটি দুটি স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। প্রথম ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ৩ জিবি Ram + ৬৪ জিবি রম এবং দ্বিতীয় ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ৪ জিবি Ram + ১২৮ জিবি রম। এই দুই ধরনের স্টোরেজের সাথে ভারতের বাজারে মোবাইলটি পাওয়া যাবে।
ভারতের গ্রাহকরা ফোনটি কিনতে পারবে শাওমি সংস্থা অফিসিয়াল ওয়েবসাইট ষ্টোর থেকে। এছাড়া ও কিনতে পারা যাবে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে।
৩ জিবি Ram + ৬৪ জিবি রম এই স্টোরেজের স্মার্টফোনটির ভারতে বাজারে দাম হল- ৬,৯৯৯ টাকা।
৪ জিবি Ram + ১২৮ জিবি রম এই ফোনটির দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা।
Redmi A3x স্মার্টফোনের স্পেসিফিকেশন বিস্তারিত ভাবে জানুন
ডিসপ্লে: এই ফোনের ডিসপ্লেতে থাকছে ৬.৭১ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে। রেজ্যুলেশন-১৬৫০*৭২০ পিক্সেল, রিফ্রেশ রেট- ৯০Hz, ৫০০ নিটস ব্রাইটনেস। এই ফোনের ডিসপ্লেতে রঙের গভীরতা থাকছে- ৮ বিট, এছাড়াও ডিসপ্লেতে থাকছে কর্নিং গোরিলা গ্লাস।
প্রসেসর: এই স্মার্টফোনে থাকছে অক্টা কোর প্রসেসর। প্রথম ঘড়ির গতি- ১.৮ GHz.
স্টোরেজ: এই মোবাইলে থাকছে দুটি স্টোরেজ। প্রথম মোবাইলটিতে স্টোরেজ পাওয়া যাবে ৩ জিবি Ram + ৬৪ জিবি রম এবং দ্বিতীয় মোবাইলে স্টোরেজ পাওয়া যাবে- ৪ জিবি Ram + ১২৮ জিবি রম।
কালার: ভারতের বাজারে ফোনটি তিনটি কালারের সাথে পাওয়া যাবে। 1. Midnight Black, 2. Aurora Green, 3. Moonlight White.
মেইন ক্যামেরা: এই মোবাইলে রয়েছে দুটি ৮ মেগা পিক্সেল AI ডুয়াল ক্যামেরা সেটআপ।
মেইন ক্যামেরা ফিচার: Portrait Mode, HDR Mode, Watermark, Photo Mode, Timelapse, Video Mode, Film Filters, Palm Shutter, Timed Burst, Voice Shutter, Google Lens.
ফ্রন্ট ক্যামেরা: ভিডিও কল ও সেলফি তোলার মতো কাজ গুলি খুব সহজে করতে পাড়ার জন্য থাকছে ৫ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি: এই মোবাইলটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০mAh ব্যাটারি। এর সাথে থাকছে একটি ১০ ওয়াটের চার্জার।
অন্যান্য ফিচার: Bluetooth 5.4, Network Supports- 4G/3G/2G, supports dual 4G, Security- Al face unlock, Side fingerprint sensor, USB Type- C, Operating System- Android 14, Sensors- Accelerometer, Virtual proximity sensor, Electronic compass, Virtual ambient light
sensor,