HomeTECHIqoo Z9s 5g|৫৫০০mAh ব্যাটারি সহ Z9s ভারতের বাজারে লঞ্চ হল

Iqoo Z9s 5g|৫৫০০mAh ব্যাটারি সহ Z9s ভারতের বাজারে লঞ্চ হল

Iqoo সংস্থা আবারো Z সিরিজের স্মার্টফোন লঞ্চ করে এই সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে ফেললো। ২১ অগাস্ট ২০২৪ ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো Iqoo সংস্থার Iqoo Z9s 5g এবং Iqoo Z9s Pro নামে দুটি স্মার্টফোন। এই নতুন ফোনটি ভারতের বাজারে দুটি কালার ও তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। বন্ধুরা আপনারা আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন Iqoo সংস্থার নতুন ফোনটিতে কি কি ফিচার রয়েছে।

Iqoo Z9s 5g
Iqoo Z9s 5g

ভারতের বাজারে Iqoo Z9s 5g ফোনটির লঞ্চ দাম ও সেলের তারিখ জানুন

ভারতের মার্কেটে লঞ্চ হওয়া Iqoo সংস্থার Z সিরিজের নতুন মোবাইলটি তিনটি স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। প্রথম স্টোরেজের ভেরিয়েন্টের ফোনে থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম ও ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং অন্যদিকে তৃতীয় ভেরিয়েন্টের মোবাইলে স্টোরেজ দেওয়া হয়েছে ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম। এই ফোনের সেল শুরু হবে ২৯ অগাস্ট ২০২৪ দুপুর ১২ টার সময় থেকে।

Iqoo Z9s 5g এই ফোনটি দুই ধরনের কালারের সাথে ভারতের গ্রাহকরা কিনতে পারবেন। 1. Onyx Green, 2. Titanium Matte.

প্রথম ভেরিয়েন্টের ৮ জিবি Ram + ১২৮ জিবি রম ফোনের লঞ্চ দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা।

দ্বিতীয় ভেরিয়েন্টের ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম স্টোরেজের সাথে পেশ করা মোবাইলের দাম হল- ২১,৯৯৯ টাকা।

১২ জিবি Ram + ২৫৬ জিবি রম যুক্ত এই স্টোরেজের ফোনটির দাম হল- ২৩,৯৯৯ টাকা।

তিনটি ভেরিয়েন্টের ফোনেই কিন্তু থাকছে একচেটিয়া ভাবে ২০০০ টাকার লঞ্চ অফার। এই অফারটি পেতে গ্রাহকদের কাছে থাকতে হবে ICICI এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, তবেই এই অফারটির জন্য যোগ্য গ্রাহক হয়ে উঠবেন। ২০০০ টাকার ইনস্ট্যান্ড ডিসকাউন্ট এর পাশাপাশি থাকছে ৬ মাসের NO EMI এর সুব্যবস্থা।

Iqoo Z9s 5g
Iqoo Z9s 5g

Iqoo Z9s 5g ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Iqoo Z9s 5g এই স্মার্টফোনটিতে থাকছে ৬.৭৭ ইঞ্চির 3D কার্ভ এমোলেড ডিসপ্লে। রেজ্যুলেশন- ২৩৯২*১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০Hz, পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ১৮০০ নিটস।

প্রসেসর: সুন্দর ভাবে প্রসেসিং করার জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ ৫জি প্রসেসর। এছাড়া ও এই ফোনে যুক্ত করা হয়েছে ৪ ন্যানো মিটার প্রসেস টেকনোলজি। ফোনটি ব্যবহার করার সময় ইউজাররা যাতে কোনো রকমের সমস্যার সমুক্ষীন না হয়।

স্টোরেজ: ভারতের বাজারে নতুন লঞ্চ হয় Iqoo সংস্থার ফোনটিতে থাকছে তিন রকমের স্টোরেজ। প্রথম ফোনটিতে দেওয়া হয়েছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম এবং অপরদিকে দ্বিতীয় ফোনটিতে দেওয়া হয়েছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম, এই ফোনের টপ মডেলে স্টোরেজ দেওয়া থাকছে ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম।

ক্যামেরা: এই ফোনে দেওয়া হয়েছে দুটি মেইন রিয়েল ক্যামেরার সেটআপ। প্রধান ক্যামেরায় থাকছে ৫০ মেগা পিক্সেল OIS ক্যামেরা সনি IMX883, এবং দ্বিতীয় ক্যামেরায় থাকছে ২ মেগা পিক্সেল বোকেশ ক্যামেরা। এই স্মার্টফোনে ভিডিও কল ও সেলফি ফটো তোলার জন্য ১৬ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে।

মেইন ক্যামেরা ফিচার: Photo, 50 MP, Panorama, Portrait, Time-lapse, Video, Supermoon, Slo-mo, Ultra HD Document, Live photo, Pro.

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Live Photo, Photo, Video, Night, Portrait.

ব্যাটারি: Z9s ফোন ব্যবহারকারীরা যাতে একবার ফুল চার্জ করে দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারে। এই কথা মাথায় রেখে এই ফোনে দেওয়া হয়েছে একটি শক্তিশালী ৫৫০০mAh ব্যাটারি। কম সময়ের মধ্যে দ্রুত চার্জ করার জন্য ইউজাররা পাবেন ৪৪ ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি একবার ফুলচার্জ করলে- ১০.৪৭ ঘন্টা গেম খেলতে পারা যাবে, ২২.৫১ ঘন্টা সোশ্যাল মিডিয়া, ২০.৩৫ ঘন্টা ভিডিও প্লেব্যাক, ৯৭.৮৫ ঘন্টা music প্লেব্যাক করা সম্ভব।

অন্যান্য: Z9s ফোনটি ধূলো ও জলের হাত থেকে প্রতিরক্ষা করার জন্য থাকছে IP64 রেটিং। Sensor- In-display Optical fingerprint sensor, Gyroscope sensor, Accelerometer, Proximity Sensor, E-compass, Ambient light sensor, Wifi 6, Bluetooth 5.4, Type-C, Rear flash.

ভারতের বাজারে আশা Iqoo সংস্থার নতুন ফোনটির সম্পর্কে অবশ্যই আপনারা জানতে পারলেন। আপনারা যদি আরো এই রকমের প্রতিবেদন পড়তে চান তবে চোখ রাখুন www.gyanpix.com ওয়েবসাইটে। প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের গ্ৰুপে বেশি বেশি পরিমানে শেয়ার করে দিন ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments