ভারতের বাজারে Realme সংস্থা আবারো নতুন দুটি ফোন Realme 13 5g এবং Realme 13 Plus 5g নামে লঞ্চ করেছে। ফোন দুটির প্রি-বুকিং শুরু হয়েছে আগামী মাসের ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে সেল শুরু হবে। এই ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরার সেটআপ, ৫০০০mAh ব্যাটারি, সহ নতুন নতুন একধিক ফিচার যুক্ত করা হয়েছে এই ফোনে। আসুন আজ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই Realme 13 ফোনে কি কি ফিচার যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:- Realme 13 Pro 5g ফোনের ফিচার ও দাম সম্পর্কে জানুন।
ভারতের বাজারে সেল কবে থেকে শুরু হবে এবং লঞ্চ দাম কত
Realme সংস্থার নতুন Realme 13 5G ফোনটি ভারতের বাজারে দুটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। প্রথম ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম এবং অন্যদিকে দ্বিতীয় ভেরিয়েন্টের মোবাইলের স্টোরেজ হল- ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম।
Realme 13 5G ফোনটির সেল এখনো শুরু হয়নি প্রি-বুকিং শুরু হয়ে গেছে। এই ফোনটির সেল শুরু করা হবে ৫ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২ টার সময় থেকে। ভারতের গ্রাহকরা যে সব অনলাইন ও অফলাইন সাইটে কিনতে পারবেন। যেমন- Realme সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট এর মাধ্যমে কিনতে পারবেন। এছাড়াও যদি অফলাইনে কিনতে চান সেক্ষেত্রে অনুমোদিত রিটেলারের কাছ থেকে কিনতে পারা যাবে।
প্রথম ভেরিয়েন্ট ৮ জিবি Ram + ১২৮ জিবি রম ফোনের লঞ্চ দাম ১৭,৯৯৯ টাকা।
দ্বিতীয় স্টোরেজ ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম মোবাইলের লঞ্চ দাম ১৯,৯৯৯ টাকা।
দুটি ভেরিয়েন্টের ফোনের উপরেই লঞ্চ সেল অফার দেওয়া হয়েছে ফ্ল্যাট ১০০০ টাকা। এর পাশাপাশি থাকছে গ্রাহকদের সুবিধার জন্য ১২ মাসের জন্য NO EMI এর সুব্যবস্থা।
আরও পড়ুন:- Realme C63 5g মোবাইল সম্পর্কে সবিস্তারে জানুন।
Realme 13 5G মোবাইলের সবিস্তারে স্পেসিফিকেশন সম্পর্কে জানুন।
ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। রেজ্যুলেশন- ২৪০০*১০৮০ পিক্সেল, ব্রাইটনেস- ৫৮০ নিটস, রিফ্রেশ রেট- ১২০Hz, রেইন ওয়াটার স্মার্ট টাচ সমর্থন করে।
প্রসেসর: মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। এছাড়া ও থাকছে অক্টা কোর , ৬ ন্যানো মিটার প্রসেসে।
ব্যাটারি: একটি শক্তিশালী ব্যাটারির সাথে Realme 13 ফোনটি লঞ্চ করা হয়েছে। ৬ মিনিট ফোনটি চার্জ করলে ইউজাররা ১ ঘন্টা পর্যন্ত গেম খেললে আনন্দ উপভোগ করতে পারবে। ফোনটি ৫০% চার্জ করতে সময় নিবে ৩০ মিনিট, ফুল চার্জে ৭ ঘন্টা পর্যন্ত গেম খেলা সম্ভব। এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০mAh ব্যাটারি ও খুব শীঘ্রই চার্জ করার জন্য ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।
স্টোরেজ: দুটি স্টোরেজের সাথে ফোনটি লঞ্চ করা হয়েছে। বেশ মডেলের ফোনে স্টোরেজ পোয়া যাবে ৮ জিবি RAM+ ১২৮ জিবি রম, এবং টপ মডেলের স্মার্টফোনে স্টোরেজ পাওয়া যাবে ৮ জিবি RAM + ২৫৬ জিবি রম। তবে টপ মডেলের ফোনে Dynamic RAM বাড়িয়ে 8GB + 10GB পর্যন্ত করতে পারবেন।
কালার: Dark Purple ও Speed Green এই দুই ধরনের কালারের সাথে Realme 13 5g ফোনটি ভারতের বাজারে পেশ করা হয়েছে।
রিয়েল ক্যামেরা: এই ফোনটিতে দুটি প্রধান ক্যামেরার সেটআপ দেওয়া হয়েছে। প্রধান মেইন ক্যামেরায় থাকছে ৫০ মেগা পিক্সেল OIS যুক্ত ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরায় থাকছে ২ মেগা পিক্সেল ক্যামেরা।
রিয়েল ক্যামেরার ফিচার: Portrait, Photo, Video, Slo-Mo, Street, Night, Time-Lapse, Pano, Dual-View Video, Movie, Pro, Hi-res, Tilt-Shift, Text Scanner.
ফ্রন্ট ক্যামেরা: ফ্রন্ট ক্যামেরার সাহায্যে ইউজাররা তাদের দূরে থাকা প্রিয়োজনদের সাথে ভিডিও কল করে দেখতে পারবে। মেইন ক্যামেরার সাহায্যে নিজের ফটো নিজেই তুলতে না পারলে ও সেলফি ক্যামেরার সাহায্যে নিজের ইচ্ছে মতো সেলফি তুলতে পারবে। তার জন্য এই ফোনে দেওয়া হয়েছে ১৬ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা ফিচার: Photo, Portrait, Video, Night, Time-Lapse, Pano, Dual-View Video.
অন্যান্য ফিচার: ফোনটি জল ও ধূলোর সাথে মোকাবিলা করার জন্য থাকছে IP64 রেটিং, Bluetooth 5.3, Sensors- Fingerprint Sensor, Proximity Sensor, Gyroscope, Magnetic Induction Sensor, Acceleration Sensor, Light Sensor, Type-C Port, Operating System- Android 14, Item Weight- 190g.
এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা Realme 13 5g ফোনের সম্পর্কে জানতে পেরে নিশ্চয় উপকৃত হয়েছেন। উপকৃত হয়ে থাকলে এই পোষ্টটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ও জানার সুযোগ করে দিন। টেক সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে চাইলে আমাদের gyanpix.com ওয়েবসাইটটি ফল করুন। ধন্যবাদ।