River Broken Samsherganj: সামশেরগঞ্জ ব্লকের ধূলিয়ান ও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু পরিবার গঙ্গা ভাঙ্গনের কবলে পড়েছে। এই গঙ্গা ভাঙনের কারনে শত শত পরিবার ভিটে মাটি হারিয়ে নিশ্য় হয়েছে। আপনারা নিশ্চয় শুনেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলের মধ্যেমে দেখেছেন গঙ্গা ভাঙনের চিত্র। আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গঙ্গা ভাঙনের কারনে বেশি ক্ষতি গ্রস্ত এলাকা গুলির সম্পর্কে।
আরও পড়ুন:- ধূলিয়ান শ্মশান ঘাটের ইতি কথা জানুন
ধূলিয়ান পৌর এলাকা ক্ষতিগ্রস্থ (River Broken Samsherganj)
বেশ কয়েক বছর থেকে নতুন ভাবে শুরু হয়েছে Samsherganj গঙ্গা ভাঙ্গন। গঙ্গা ভাঙনের কারনে শত শত বিঘা চাষের জমি গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে। এই কয়েক বছরে গঙ্গা ভাঙনের ক্ষয় ক্ষতি হলে ও ধূলিয়ান পৌর এলাকায় কোনো বাড়ি গঙ্গায় তলিয়ে যায়নি। এমনটাই শোনা যায় গঙ্গার তীরবর্তী অঞ্চলে বসবাস কারীদের কাছ থেকে।
আরও পড়ুন:- top youtuber in samsherganj
প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ক্ষয়ক্ষতি
ধূলিয়ান পৌর অঞ্চল গুলির তুলনায় প্রতাপগঞ্জ ও চাচন্ড গ্রাম পঞ্চায়েত অঞ্চল গুলিতে ব্যাপক হারে ক্ষয় ক্ষতি হয়েছে। প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রতাপগঞ্জ গ্রামে গঙ্গা ভাঙনের কবলে পরে পুরো গ্রামটায় গঙ্গার সাথে বিলীন হয়ে যায়। এই গঙ্গা ভাঙ্গনের কারনে চাষিরা হারিয়েছে তাদের শত শত বিঘা চাষাবাদ করার জমি। প্রতাপগঞ্জ গ্রামবাসীরা হারিয়েছে তাদের ভিটে মাটি চাষাবাদ জমির পরে আস্ত একটি গ্রামকে গ্রাস করেছে গঙ্গা। গ্রামবাসীরা তাদের ভিটে মাটি হারিয়ে তাদের এক মাত্র আশ্রয় নেওয়ার ঠিকানা সরকারি স্কুল। অনেক পরিবার রয়েছে যারা বাড়ির আসবাবপত্র গুলি ও সরানোর সময় টুকু ও পাননি।
প্রতাপগঞ্জ গ্রামে ছিল একটি শ্মশান রক্ষা কালী মন্দির। হিন্দু সমাজের মৃতদেহের শেষ কৃত্য করা হয় শ্মশান ঘাটে। প্রতাপগঞ্জ গ্রামে গড়ে উঠেছিল একটি শ্মশান ঘাট এই শ্মশান ঘাটের ও শেষ রক্ষা হয়নি। গঙ্গা ভাঙনের কারনে এই শ্মশানটিকে ও গ্রাস করেছে গঙ্গা।
বাসুদেবপুর ও কাঁকুড়িয়া অঞ্চলের মানুষ জনের ধূলিয়ান যাওয়ার সহজ রাস্তা ছিল এই প্রতাপগঞ্জ গ্রামের ভিতর দিয়ে। এই সব এলাকার মানুষ জন এই রাস্তা দিয়ে অল্প সময়ের মধ্যে ধূলিয়ান পৌঁছে যেতেন। এই রাস্তাটি বর্তমানে আর নেই গঙ্গা ভাঙনের কারনে রাস্তাটিও ভেঙ্গে পড়েছে গঙ্গায়। এই সব এলাকার মানুষ জনকে এখন ডাকবাংলা দিয়ে ঘুড়ে ধূলিয়ান বাজারে পৌঁছাতে হয়।
প্রতিবছর বর্ষার সময় গঙ্গার জল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গঙ্গার পার ভাঙ্গার তান্ডব শুরু হয়। ২০২৪ সালে ও ঠিক একই রকম চিত্র দেখা গেলো প্রতাপগঞ্জ ও চাচন্ড গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অঞ্চলে। গঙ্গার পার ভাঙা লক্ষ্য করা যায় বিশেষ করে ঝাড়খন্ড ও বিহারে অতিভারী বৃষ্টি হলে। এই দুই রাজ্যে অতিভারী বৃষ্টির কারনে ফারাক্কা বাঁধ প্রকল্প থেকে বেশি পারিমানে জল ছাড়তে বাদ্ধ হয়। এর জেরেই এই সব এলাকা গুলির মানুষ জন গঙ্গা ভাঙ্গনের কবলে পরে।
River Broken Samsherganj: আজেকের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে প্রতাপগঞ্জ ও চাচন্ড গ্রাম পঞ্চায়েতের গঙ্গা ভাঙ্গনের কবলে পড়া গ্রাম গুলির সম্পর্কে। ধন্যবাদ।