HomeTECHRealme NARZO 70 Turbo 5g|কম বাজেটে দারুন ফিচার?

Realme NARZO 70 Turbo 5g|কম বাজেটে দারুন ফিচার?

Realme NARZO 70 Turbo 5g ফোনটির সেল শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২ টার সময় থেকে। ফোনটি তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। এটি একটি শক্তিশালী গেমিং স্মার্টফোন ইউজাররা স্মুথ ভাবে এই ফোনে গেম খেলতে পারবে। ফোনটিতে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর যুক্ত করা হয়েছে। এই ধরনের একাধিক উন্নতমানের টেকনোলজি যুক্ত করা হয়েছে। আসুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই, কি কি নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে Realme NARZO 70 Turbo 5g ফোনে।

Realme NARZO 70 Turbo 5g
Realme NARZO 70 Turbo 5g

Realme NARZO 70 Turbo 5g ফোনের দাম

NARZO 70 Turbo ফোনটির দাম রাখা হয়েছে বাজেট ফ্রেন্ডলির মধ্যেই। NARZO 70 Turbo ফোনটি তিনটি ভেরিয়েন্টের সাথে ভারতের বাজারে পাওয়া যাবে। প্রথম ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ পাওয়া যাবে ৬ জিবি RAM + ১২৮ জিবি রম, দ্বিতীয়টিতে পাওয়া যাবে ৮ জিবি RAM + ১২৮ জিবি রম এবং তৃতীয়টিতে থাকছে ১২ জিবি RAM + ২৫৬ জিবি রম।

৬ জিবি RAM + ১২৮ জিবি রম যুক্ত ভিরিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা, ৮ জিবি RAM + ১২৮ জিবি রম এই ফোনের দাম ১৭,৯৯৯ টাকা এবং টপ ভেরিয়েন্টের ১২ RAM + ২৫৬ জিবি রম মোবাইলের দাম ২০,৯৯৯ টাকা।

Realme NARZO 70 Turbo 5g
Realme NARZO 70 Turbo 5g

Realme NARZO 70 Turbo 5g মোবাইলের স্পেসিফিকেশন

ডিসপ্লে: ডিসপ্লেতে থাকছে ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন, রিফ্রেশ রেট ১২০Hz, ২০০০ পিক ব্রাইটনেস, রেজ্যুলেশন- ১০৮০* ২৪০০ ফুল এইচ ডি প্লাস।

চিপসেট: এই ফোনে চিপসেট থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর।

স্টোরেজ: ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টের সাথে। প্রথম ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ৬ জিবি RAM + ১২৮ জিবি রম, দ্বিতীয় ফোনে ৮ জিবি RAM + ১২৮ জিবি রম, তৃতীয় ফোনে থাকছে ১২ জিবি RAM + ২৫৬ জিবি রম।

ক্যামেরা: ৫০ মেগা পিক্সেল AI মেইন ক্যামেরা থাকছে ও ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ক্যামেরা ফিচার: Photo, Portrait, Slow Motion, Night, Video, Professional, Street, High Definition, Panoramic view, Tilt-shift, Dual-view Video, Movie Mode, Super Text, Google Lens.

ব্যাটারি: দীর্ঘ সময় ধরে চার্জ ক্ষমতা ধরে রাখতে পারে তার জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০mAh ব্যাটারি। এছাড়া ও দ্রুত চার্জের জন্য থাকছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার।

অন্যান্য ফিচার: Sensors- Proximity Sensor, Acceleration Sensor, Flicker sensor, Light Sensor, Gyro-meter, In-display Fingerprint Sensor, Magnetic Induction Sensor, Operating System- Android 14, USB Type-C Cable, Bluetooth 5.4, 45W Fast Charge.

আমরা আশাবাদী আজকের এই প্রতিবেদনে তুলে ধরা Realme NARZO 70 Turbo 5g ফোনের সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন। এই ধরনের নতুন নতুন তথ্য পেতে চোখ রাখুন আমাদের gyanpix.com ওয়েবসাইটে। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments