Fuchka Business
Fuchka Business: আজকের আর্টিকেলে আমরা জানবো Panipuri, Golgappa ব্যাবসা সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য। ভারতের সকল নাগরিকের কাছেই ফুচকা একটি পছন্দের খাদ্য এবং ফুচকার দোকান দেখবেন সব সময় ভিড় জায়গায় দেখতে পাওয়া যায়। আপনার কাছে যদি বড়ো ব্যাবসা করার মতো অর্থ না থাকে তাহলে আপনি ফুচকার ব্যাবসাটি শুরু করতে পারেন। এই ব্যবসাটি ছোটো করে শুরু করলে বেশি টাকা লাগেনা।
ব্যাবসা টিপস:(Fuchka Business)
পৃথিবীতে নানান ধরনের ব্যাবসা আছে। কিছু কিছু ব্যাবসাতে অধিক টাকা বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের তুলনায় মুনাফা খুব কম পাওয়া যায়। আবার কিছু কিছু ব্যবসা আছে এই ব্যাবসাগুলি অল্প বিনিয়োগ করে ভালো মুনাফা পাওয়া যায়। বড়ো বড়ো ব্যবসার তুলনায় অধিক মুনাফা পাওয়া যায় এই ছোটো ব্যাবসা গুলিতে। চলুন আজকে আমরা জানি এমন একটি ছোট ব্যবসার কথা। ব্যাবসাটি ছোটো হলেও প্রতিদিন এই ব্যাবসা থেকে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব। আপনার দৈনন্দিন জীবন যাপন স্বাছন্দে কাটাতে পারবেন। এই ব্যাবসাটি করে। ব্যাবসাটির নাম হল ফুচকার দোকান। ব্যাবসাটির নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন ব্যাবসাটি করে দিনে কত টাকা ইনকাম করা সম্ভব। বাজারে ফুচকার ব্যাপক পরিমানে চাহিদা রয়েছে। বিশেষ করে মেয়েরা এই ফুচকা খেতে বেশি ভালোবাসে। আপনারা এই ব্যাবসাটি সম্পর্কে জানতে সম্পূর্ণ পড়ুন তবেই আপনাদের জলের মতো সহজ হয়ে যাবে এই ব্যাবসা নিয়ে।
আরও পড়ুন:-Top Small Business Idea
ফুচকার দোকান:(Fuchka Business)
আমরা সকলেই জানি ফুচকা এক প্রকার টেস্টি খাবার। ফুচকার দোকান গুলি দেখতে পাওয়া যায় বেশি ভিড় জায়গায়। আপনি যদি ছোটো পরিবারের সদস্য হন আপনি ব্যাবসা করতে চাইছেন। কিন্তু ব্যবসায় বেশি টাকা বিনিয়োগ করার মতো ক্ষমতা নেই। সেক্ষেত্রে আপনি অল্প পুঁজি দিয়ে ফুচকার দোকান করতে পারেন।
ফুচকা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন- পানিপুরী, গোলগাপ্পা, বা ফুচকা। ফুচকার খরিদদারের কখনোই অভাব হয় না। এই ব্যবসাটি করতে চাইলে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, তবেই ব্যাবসাই সফল হতে পারবেন এবং বেশি বেশি ইনকাম করতে পারবেন। আপনি যদি একটি ফুসকার দোকান করতে চান সেক্ষেত্রে আপনাকে ফুচকা তৈরির সামগ্রিক গুলি ভালো মানের নিতে হবে। যেমন- তেল, ময়দা, সুজি এবং মশলা, সবজি ইত্যাদি। এই জিনিস গুলো আপনারা সবসময় পাইকারী দোকান থেকে নিবেন। তাহলে আপনাদের অর্থ ব্যায় খুব কম হবে। খুচরো দোকানে পণ্য গুলি কিনলে অর্থ ব্যায় বেশি হবে।
আরও পড়ুন:-5 Small Business Idea
ফুচকার সুস্বাদু ভালো হতে হবে?
ফুচকার সুস্বাদু ভালোমানের হতে হবে তাহলেই খদ্দেরের অভাব হবেনা। ফুচকার জল ও কিন্তু সুস্বাদু ভাবে তৈরী করতে হবে অনেকেই আবার টক,ঝাল,মিষ্টি,খুব পছন্দ করেন। দোকান করার জন্য একটি ভালো জায়গা বেশে নিতে হবে। সেখানে যাতে প্রতিদিন ভিড় থাকে যেমন- পার্ক, মুন্দির, ভিড় রাস্তার মোড় এই রকম একটি জায়গা বেছে নিতে হবে।
ফুচকা ব্যাবসা কত বিনিয়োগ করতে হবে?(Fuchka Business)
ফুচকা ব্যাবসা একটি অল্প পুঁজির ব্যাবসা। তিন থেকে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই টাকার মধ্যেই আপনি প্রজনীয় কাঁচা মাল ও আসবাব পাত্র ক্রয় করতে পারবেন। ফুচকার চাহিদা বেশি থাকলে একটি ফুচকা তৈরী করার অটোমেটিক মেশিন নিতে হবে। সেজন্য আপনাকে প্রায় ৪০-৮০ হাজার টাকা মতো খরচ করতে হতে পারে। এই অটোমেটিক মেশিন দিয়ে অল্প সময়ের মধ্যে অনেক ফুচকা তৈরী করতে পারবেন। তখন আপনি খদ্দেরের চাহিদা পূরণ করতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ বিষয় :-(Fuchka Business)
ফুচকা খদ্দেরকে দেওয়ার সময় হাতে গ্লাভস পরে থাকবেন।
ফুচকার জলে হাত না ডুবিয়ে একটি বড়ো চামচ ব্যাবহার করবেন।
সবসময় আসবাবপত্র পরিষ্কার রাখতে হবে তার পাশাপাশি দোকান ও পরিষ্কার রাখতে হবে।
হাতে গ্লাভস ছাড়া কোনো কাজ করবেন না।
ফুচকার জল তৈরী করার সময় নিজেই আগে খেয়ে দেখবেন জলের সঠিক টেষ্ট আছে কিনা। কোনো মশলা কম হলে কিন্তু ফুচকার টেষ্ট খুব ভালো হবে না।
খদ্দেরের সাথে সব সময় নম্র ভদ্রতার সাথে ব্যাবহার করবেন।
লাভের পরিমান:-(Fuchka Business)
ফুচকার ব্যাবসায় বিনিয়োগ বলতে ফুচকা তৈরী করার কাঁচা মাল ও মশলা। এছাড়া দোকান প্রথম খোলার সময় একটি কাঁচের বাক্স ও কিছু বাসনপত্র নিতে হবে। তাহলেই আপনি একটি ফুচকার দোকান খুলতে পড়বেন। দোকানে খদ্দের বাড়ানোর জন্য আশেপাশে থাকা দোকানের থেকে কম দামে ফুচকা বিক্রি করতে হবে। ধরুন পাশের দোকানে ১০ তাকে ৫টি ফুচকা দিচ্ছে আপনাকে সেখানে ৫তীর জায়গায় ৬টি ফুচকা দিতে হবে। আপনি অন্য দোকানের থেকে একটু লাভ কম করলেও বেশি বিক্রি করে বেশি ইনকাম করতে পারবেন। ফুচকার পাশাপাশি অন্যান্য মুখরোচক খাবার গুলি রাখতে পারবেন। তাহলে আপনার লাভের পরিমান আরো বেশি হবে।
আশা করছি আজকের এই ব্যাবসার আইডিয়াটি অবশ্যই ভালো লাগবে। আপনাদের কোনো কিছু জানার থাকলে নীচে কমেন্ট বক্সে জানান। এই ধরনের আপডেট পেতে আমাদের পোষ্ট গুলি দেখতে থাকুন।
FUCHKA BUSINESS এর FAQ
ফুচকা ব্যাবসা কি?
ফুচকা ব্যাবসা হলো অল্প টাকার মধ্যে বাজারের সেরা ব্যাবসা। এই ব্যাবসাটি আপনারা যে কোনো জায়গাতেই শুরু করতে পারবেন। বাজারে এই ব্যাবসার ব্যাপক পরিমানে চাহিদা রয়েছে।
ফুচকা ব্যাবসা কেন করবেন?
ফুচকা ব্যাবসা করার কয়েকটি মূল কারন হল-
১. ফুচকা ব্যাবসা করলে কখনোই লস হয়না।
২. এই ব্যবসাটি শুরু করতে বেশি টাকার প্রয়োজন হয় না। আপনারা চাইলে ৪-৫ হাজার টাকা দিয়েই এই ব্যাবসাটি প্রাথমিক ভাবে শুরু করতে পারবেন।
৩. এই ব্যাবসাটি করে আপনারা বড়ো বড়ো ব্যাবসাকেও ইনকামের দিক দিয়ে টেক্কা দিতে পারবেন।
ফুচকা ব্যাবসায় দিনে লাভ কত?
ফুচকা ব্যাবসা করে আপনারা দিনে প্রায় এক হাজার থেকে দেড় হাজার পর্যন্ত আয় করতে পারবেন। এর পাশাপাশি আপনারা বেশি আয় করতে চাইলে মুখরোচক আইটেম গুলি বাড়াতে পারেন। ফুচকার পাশাপাশি এই সমস্ত জিনিস গুলি বিক্রি করলে প্রতিদিন আয়ের পরিমান ও বাড়বে।