HomeNEW UPDATEAirtel New Recharge Plan 2024| Airtel Recharge Plan List

Airtel New Recharge Plan 2024| Airtel Recharge Plan List

Airtel New Recharge Plan 2024

জিওর পরে এবার এয়ারটেল এর বাড়লো রিচার্জ প্ল্যানের দাম। জুলাই মাসের ৩ তারিখ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে।

Airtel New Recharge Plan 2024
Airtel New Recharge Plan 2024

Airtel New Recharge Plan 2024: জিও সংস্থা তাদের রিচার্জ প্ল্যান বাড়ানোর ঘোষনার পরের দিন ঘোষনা করলো এয়ারটেল রিচার্জ প্ল্যান বাড়ানোর কথা। এয়ারটেল সংস্থার CEO সুলিন মিত্তল জানিয়েছেন তাদের প্রিপেড, ডেটা অ্যাড অন, পোস্টপেড প্ল্যান গুলির রিচার্জের দাম বাড়বে বলে। তবে প্রিপেড, ডেটা অ্যাড অন, পোস্টপেড সব মিলিয়ে মোট ১৯টি রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে। তার মধ্যে রয়েছে ১২টি প্রিপেড প্ল্যান, ডেটা অ্যাড অন প্ল্যান ৩টি, পোস্টপেড প্ল্যান ৪টি। আরো জানিয়েছেন প্রতিদিন প্রায় ৭০ পয়সা রিচার্জ প্ল্যানের দাম বাড়তে পারে বলে। এয়ারটেল সংস্থার দাবি তারা সকল গ্রহকের কথা মাথায় রেখে সামান্য দাম বাড়ানো হয়েছে রিচার্জ প্ল্যানের। এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানতে আগ্রহী থাকলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। নীচে দেওয়া হয়েছে নতুন এয়ারটেল রিচার্জ প্ল্যানের ছবি সহ লিস্ট। (Airtel New Recharge Plan 2024)

আরও পড়ুন:- Jio Recharge Plan List 2024

এয়ারটেল গ্রাহকদের ৩রা জুলাই থেকে কত বেশি টাকা দিয়ে করতে হতে পারে রিচার্জ দেখুন?

Airtel Recharge Plan List
Airtel Recharge Plan List

এক মাসের রিচার্জ প্ল্যান কত:-(Airtel New Recharge Plan 2024)

১. আগে ১৭৯ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পেতেন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ১০০ টি দৈনিক ম্যাসেজ ২৮ দিনের জন্য। তবে ২০২৪ সালের ৩ জুলাই থেকে ১৯৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে।

২. ২৬৫ টাকার রিচার্জের বিনিময়ে ইউজাররা পেতেন দৈনিক ১ জিবি ডেটা, ১০০ ম্যাসেজ ও ভয়েস কল আনলিমিটেড ২৮ দিনের জন্য। এখন এ রিচার্জ করতে হবে ২৯৯ টাকা দিয়ে।

৩. ২৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে পাওয়া যেত প্রতিদিন ১.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০ ম্যাসেজ, কথা বলার জন্য আনলিমিটেড কল ২৮ দিন পেতেন। এই রিচার্জ প্ল্যানটির পরিবর্তন করে ৩৪৯ টাকা করেছেন।

৪. ৩৫৯ টাকা দিয়ে ২৮ দিনের জন্য রিচার্জ করলে পেতেন উনলিমীটেড কল, দৈনিক ১০০ ম্যাসেজ, ২.৫ জিবি করে ডেটা। ৩ জুলাই থেকে দাম বেড়ে এই প্ল্যানের দাম হয়েছে ৪০৯ টাকা।

৫. ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল, দৈনিক ১০০ ম্যাসেজ পেতে আগে রিচার্জ করতে হত ৩৯৯ টাকা। আর এখন এই প্ল্যানে রিচার্জ করতে গ্রাহকদের গুনতে হচ্ছে ৪৯৯ টাকা।

দুই মাসের রিচার্জ প্ল্যান কত:-(Airtel New Recharge Plan 2024)

১. আগে ৫৬ দিনের জন্য ১.৫ জিবি ডেটা সহ রিচার্জ করতে গ্রাহকদের খরচ কাটে হত মাত্র ৪৭৯ টাকা। রিচার্জ প্ল্যান পরিবর্তন হওয়ার পরে এই প্ল্যানের রিচার্জের দাম এখন ৫৭৯ টাকা।

২. যে সকল গ্রাহকরা দৈনিক ২ জিবি ডেটা সহ ৫৬ দিনের জন্য আগে প্ল্যান রিচার্জ করতে হত ৫৪৯ টাকা। আরো পেতেন দৈনিক ১০০ টি ম্যাসেজ, ভয়েস কল আনলিমিটেড। ৩রা জুলাই থেকে এই প্ল্যান রিচার্জ করতে খরচ হবে ৬৪৯ টাকা।

Airtel New Recharge Plan 2024
Airtel New Recharge Plan 2024

তিন মাসের রিচার্জ প্ল্যান কত:-(Airtel New Recharge Plan 2024)

১. ৪৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে ইউজাররা পেতেন ৮৪ দিন সময়। তার সাথে থাকত মোট ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভোইসিক্ল, ম্যাসেজ ১০০টি করে প্রতিদিন। এই রিচার্জ করতে গেলে এখন বাড়তি টাকা দিতে হবে ৫০৯ টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন।

২. ৮৪ দিনের জন্য ৭১৯ টাকা প্ল্যানের রিচার্জটি করলে দৈনিক ১.৫ জিবি ডেটা, দৈনিক ম্যাসেজ ১০০টি, ভয়েস কল আনলিমিটেড। ৩ জুলাই থেকে এই প্লানের রিচার্জটি করতে পারবেন ৮৫৯ টাকা দিয়ে।

৩. ২ জিবি দৈনিক ডেটা সহ ৮৪ দিনের জন্য রিচার্জ করলে খরচ করতে হত ৮৩৯ টাকা। এই সেই রিচার্জ প্ল্যান বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ টাকায়।

এক বছরের রিচার্জ প্ল্যান:-(Airtel New Recharge Plan 2024)

১. আগে ১৭৯৯ টাকা রিচার্জ করলে পাওয়া যেত ২৪ জিবি ডাটা, তার সাথে আরো থাকতো আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ম্যাসেজ ১০০টি ৩৬৫ দিনের জন্য। আর এই রিচার্জ প্ল্যান জুলাই মাসের ৩ তারিখ থেকে ১৯৯৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে।

২. যে সকল ইউজাররা এক বছরের প্ল্যান রিচার্জ করতেন তাদেরকে গুনতে হত ২৯৯৯ টাকা। তার বিনিময়ে পেতেন দৈনিক ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে ম্যাসেজ। ৩ জুলাই থেকে রিচার্জ করলে ৩৫৯৯ টাকা দিতে হবে। তার মানে এক বছরে ৫৯৯ টাকা বেশি দিয়ে এই রিচার্জটি করতে হবে।

ডাটা অ্যাড অন :-(Airtel New Recharge Plan 2024)

১. ১ দিনের জন্য শুধু ডাটার প্রয়োজন হলে- ১৯ টাকা দিয়ে রিচার্জ করতে হত। এখন আর ১৯ টাকায় পাওয়া যাবে না তার পরিবর্তে ২২ টাকা দিয়ে রিচার্জ করতে হবে।

২. ২৯ টাকা দিয়ে রিচার্জ করলে এক দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যেত। ৩ জুলাই থেকে ৩৩ টাকা দিয়ে রিচার্জটি করতে হবে।

৩. পরিকল্পনা বৈধতা ৬৫ টাকার রিচার্জের বিনিময়ে ৪ জিবি ডেটা পাওয়া যেত। তবে নতুন রিচার্জ প্ল্যান মতে দাম ৭৭ টাকা করা হয়েছে।

পোস্টপেড রিচার্জ প্ল্যান :-(Airtel New Recharge Plan 2024)

১. একটি সংযোগ ৪০ জিবি ডেটা রোল ওভার, আনলিমিটেড কল, দৈনিক ১০০টি ম্যাসেজ, এছাড়া এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিবশন পাওয়া যেত ৩৯৯ টাকায় ১ মাসের জন্য। তবে এর দাম বেড়ে হয়েছে ৪৪৯ টাকা।

২. ৪৯৯ টাকা পোস্টপেড প্ল্যান রিচার্জ করলে পাওয়া যেত একটি সংযোগ ৭৫ জিবি ডেটা রোল ওভার। এর সঙ্গে পাওয়া যেত এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিবশন, amazon প্রাইম সাবস্ক্রিবশন, ডিসনে+হটস্টার সাবস্ক্রিবশন।এই প্ল্যানের দাম বেড়ে ৫৪৯ টাকায় পৌচ্ছেছে।

৩. দুটি সংযোগ পরিবারের জন্য ৫৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে পাওয়া যেত ১০৫ জিবি ডেটা রোল ওভার। এছাড়াও পাওয়া যেত প্রতিদিন ১০০ টি ম্যাসেজ, কল আনলিমিটেড। ৩ জুলাই থেকে এ রিচার্জের দাম দিতে হবে প্রতিটি গ্রাহককে ৬৯৯ টাকা।

৪. ৯৯৯ টাকার রিচার্জের বিনিময়ে পাওয়া যেত ৪টি সংযোগ পরিবারের জন্য। ১৯০ জিবি ডেটা রোল ওভার। এই রিচার্জটি ৩ জুলাই থেকে করতে চাইলে গুনতে হবে ১১৯৯ টাকা।

Airtel New Recharge Plan 2024

Airtel New Recharge Plan 2024 রিচার্জ প্ল্যান সম্পর্কে আশা করছি আপনারা সমস্ত বিবরন জানতে পেরেছেন। এই রকম নতুন নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments