HomeCAR & BIKECNG Bike Bajaj: বিশ্বের বাজারে প্রথম বাজাজ আনলো CNG বাইক?

CNG Bike Bajaj: বিশ্বের বাজারে প্রথম বাজাজ আনলো CNG বাইক?

CNG Bike Bajaj

CNG Bike Bajaj: বিশ্বের বাজারে প্রথম বাজাজ অটো CNG চালিত 125 সি সি বাইক লঞ্চ করল। বাইক প্রেমীদের মিলল অনেকটাই স্বস্তি এবার জ্বালানী খরচ কম হবে। এই বাইকে থাকছে সিলিন্ডার ও পেট্রোল ট্যাঙ্ক দুই রকম থাকছে। আপনারা যদি CNG বাইক সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান তবে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। বাজাজ কোম্পানির CNG বাইকে কি কি ফিচার রয়েছে চলুন দেখে নেওয়া যাক।

CNG Bike Bajaj
CNG Bike Bajaj

ভারতে তথা বিশ্বে প্রথম ভারতের পরিবহন মন্ত্রী নীতিন গডকরের হাত দিয়ে লঞ্চ হল বাজাজ কোম্পানির CNG বাইক। এই বাইকের নাম রাখা হয়েছে বাজাজ ফ্রিডম 125 CNG। এই বাইকে থাকছে পেট্রোলের জন্য দুই লিটারের একটি ট্যাঙ্ক এবং একটি দুই কেজি CNG সিলিন্ডার। CNG সিলিন্ডারটি থাকবে বাইকের সিটের নীচে। এবার থেকে বাইক প্রেমীদের বাধ্য হয়ে পেট্রোল চালিত বাইক কিনে পেট্রোলের জন্য গুনতে হবে না মোটা অঙ্কের টাকা। CNG মোটরসাইকেলে পেট্রোল চালিত বাইকের তুলনায় অনেক টাকা কম খরচ হবে বলে জানিয়েছে বাজাজ সংস্থা। (CNG Bike Bajaj)

Bajaj Freedom CNG 125cc বাইক কেন কিনবেন?

পেট্রোল এবং ডিজেলের তুলনায় CNG অনেক সস্তায় কিনতে পারবেন। কম খরচেই এবার হবে স্বপ্ন পূরণ প্রতিদিন বাইক নিয়ে রাইড করেন তাদের জন্য ব্যাপক লাভজনক হতে চলেছে CNG বাইক। পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে অবশ্যই CNG বাইক ব্যবহার করা উচিত। পেট্রোল ও ডিজেল ছাড়া এখন সরকার জোর দিচ্ছে অন্যান্য জ্বালানীর উপরে। (CNG Bike Bajaj)

bajaj freedom cng bike 125cc
bajaj freedom cng bike 125cc

Bajaj Freedom CNG 125cc বাইকের স্পেসিফিকেশন ও মাইলেজ :-

কালার:- Bajaj Freedom CNG 125cc বাইক পাঁচ রকম কালার সহ বাজারে লঞ্চ করেছে। 1.Caribbean 2. Ebony Black 3. Cyber White 4. Racing Red 5. Pewter Grey.

এই বাইকের স্পিডমিটার থাকছে ডিজিটাল এবং সম্পূর্ণ Bluetooth সংযোগ। বাইকে থাকছে একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক এবং একটি ২ কেজির CNG সিলিন্ডার। এতে থাকছে একটি টুগল সুইজ যার মাধ্যমে খুব সহজেই বাইক চালকরা পেট্রোল ট্যাঙ্ক থেকে CNG সিলিন্ডারে প্রবেশ করতে পারেন। বাজাজ সংস্থার দাবি অনুযায়ী ১ কেজি CNG তে মাইলেজ পাবেন ২০০ কিলোমিটার। পেট্রোল এবং CNG যোগ করে মাইলেজ পাওয়া যাবে প্রায় ৩৩০ কিলোমিটার। (CNG Bike Bajaj)

bajaj cng bike
bajaj cng bike

Bajaj Freedom CNG 125cc বাইকের দাম:-

বাজাজ অটো সংস্থা CNG বাইক তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। (CNG Bike Bajaj)

1. বাজাজ ফ্রিডম 125 সি সি Disc LED এই বাইকে রয়েছে। ইঞ্জিন- 124.58cc, ম্যাক্স পাওয়ার- 9.5ps@ 8000 (CNG) , ম্যাক্স Torque -9.7 nm @ 6000 (CNG) এই বাইকটির দাম রাখা হয়েছে প্রায় 1,10,000 টাকা।
2. বাজাজ ফ্রিডম 125 সি সি ড্রাম LED এই বাইকে থাকছে ইঞ্জিন – 124.58cc, ম্যাক্স পাওয়ার- 9.7@ 5000 (CNG), ম্যাক্স Torque -9.7 nm @ 6000 (CNG) এই বাইকের দাম প্রায় 1,05,000 টাকা।
3. এই তিটি মডেলের মধ্যে সব থেকে কম দাম হল বাজাজ ফ্রিডম 125 সি সি ড্রাম বাইকের। ইঞ্জিন – 124.58cc, ম্যাক্স পাওয়ার- 9.5ps@ 8000 (CNG), ম্যাক্স Torque -9.7 nm @ 5000 (CNG) এর দাম 95,000 টাকা।

অন্যান্য ফিচার:- বাজাজ ফ্রিডম 125 সি সি বাইকে ফিচারের দিক দিয়ে পাবেন- ডিজিটাল মিটার, Bluetooth কানেক্টিভিটি, LED হেড লাইট, পিছনের চাকা থাকছে ১৬ ইঞ্চির ইত্যাদি ফিচার আপনারা এই CNG বাইকে দেখতে পাবেন।

আপনারা নিশ্চয় জানতে পেরেছেন Bajaj Freedom CNG 125cc বাইক সম্পর্কে। এছাড়াও আপনারা যদি নতুন নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।

Bajaj Freedom CNG 125cc FAQs

CNG থেকে পেট্রোল মোডে কিভাবে পরিবর্তন করবেন?

CNG মোড থেকে পরিবর্তন করে পেট্রোল মোডে যাওয়ার জন্য আপনাদেরকে বাম হ্যান্ডেলের ডুগল সুইজটিকে প্রেস করতে হবে। তারপরেই আপনারা পেট্রোল মোডে যেতে পারবেন। আবার পুনরায় CNG মোডে ফিরে আস্তে আবারো সুইজটি প্রেস করুন।

CNG মোটরসাইকেল কিনলে বেনিফিট কি কি পাবেন?

CNG মোটরসাইকেল কিনলে যে বেনিফিট গুলি আপনারা পাবেন। পেট্রোল চালিত বাইকের তুলনায় CNG বাইকের জ্বালানী খরচ খুব কম হবে। পরিবেশ দূষণের হাত থেকে ও মুক্তি পাবেন।

বাজাজ ফ্রিডম CNG ১২৫ সিসি বাইকে কয়টি ট্যাঙ্ক আছে?

বাজাজ ফ্রিডম CNG ১২৫ সিসি বাইকে মূলত দুইটি ট্যাঙ্ক আছে। প্রথমটি হল দুই লিটার পেট্রোল চালিত ট্যাঙ্ক এবং দ্বিতীয়টি হল দুই কেজি বহন করতে পারা CNG সিলিন্ডার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments