Cmf Phone 1 Launch:
Cmf Phone 1 Launch: Cmf Phone 1 ফিনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে ১২ জুলাই। দুই রকম স্টোরেজ ও চার রকম কালার সহ লঞ্চ হতে চলেছে CMF Phone 1। এই ফোনে থাকছে দুটি মেইন ক্যামেরা ৫০ মেগা পিক্সেল প্লাস ২ মেগা পিক্সেল, 5000 mAh ব্যাটারি, ধূলা ও জলের হাত থেকে প্রতিরক্ষা করার জন্য থাকছে IP52, এছাড়া ও আরো রয়েছে একাধিক ফিচার। তাহলে এবার চলুন এই মোবাইল সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।(Cmf Phone 1 Launch)
ভারতের বাজারেও এবার পাওয়া যাবে CMF Phone 1। নাথিং সংস্থানের সাব-ব্র্যান্ড হল CMF এই সাব ব্র্যান্ডের প্রথম ফোনটির নাম রাখা হয়েছে CMF Phone 1। এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার গ্রাহকদেরকে চমকে দেওয়ার মতো। (Cmf Phone 1 Launch)
Cmf Phone 1 Launch ভারতের বাজারে লঞ্চ ডেট:-
ভারতের বাজারে CMF Phone 1 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে ১২ জুলাই দুপুর ১২টার সময়।
CMF Phone 1 ভারতের গ্রাহকরা কিভাবে কিনবেন:-
এবার থেকে ভারতের গ্রাহকরা CMF Phone 1 5G মোবাইলটি কিনতে পারবেন অনলাইন ই- কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট এর মাধ্যমে। এছাড়া ও কিনতে পারা যাবে CMF Phone 1 সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
ভারতের বাজারে CMF Phone 1 ফোনের দাম কত?
Cmf Phone 1 Launch: আপনাদের আগেই বলা হয়েছে দুই রকম স্টোরেজের সাথে বাজারে আস্তে চলেছে CMF Phone 1। ভারতের গ্রাহকরা বেশ মডেলটি কিনতে পারবেন ১৫,৯৯৯ টাকায়। বেশ মডেলের ফোনে স্টোরেজ থাকছে 6 GB RAM + 128 GB ROM। আপনাদের কাছে HDFC, AXIS বাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড থাকলে ১২ জুলাই সেলের প্রথম দিন পেয়ে যাবেন ইনস্টান্ট ১০০০ টাকা ছাড়। আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলে এই ফোনটি আপনারা EMI এর মাধ্যমে কিনতে পারবেন তার জন্য আপনাদেরকে কোনো বেশি টাকা দিতে হবেনা। অপর দিকে টপ মডেলটি গ্রাহকরা কিনতে পারবে ১৭,৯৯৯ টাকায় এই মডেলেও পাওয়া যাবে ইনস্টান্ট ১০০০ টাকা ছাড়। এই ফোনে স্টোরেজ থাকছে 8 GB RAM + 128 GB ROM।(Cmf Phone 1 Launch)
আরও পড়ুন:- Motorola G85 5G Mobile
আরও পড়ুন:- Oppo F27 Pro Plus 5G Phone
CMF Phone 1 ফোনের বিবরণ:-
ডিসপ্লে:- ৬.৬৭ ইঞ্চি সুপার এমোলেড LTPS ডিসপ্লে থাকছে CMF Phone 1। রেজ্যুলেশন- 2400*1080, রেজ্যুলেশন টাইপ – FULL HD PLUS, রিফ্রেস রেট- 120Hz, ব্রাইটনেস- 2000 nits peak , এছাড়া ও থাকছে HD গেম সাপোর্ট।
প্রসেসর:- CMF Phone 1 এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300 5G প্রসেসর। অক্টা কোর- প্রসেসর, প্রথম ঘড়ির গতি- 2.5GHz, দ্বিতীয় ঘড়ির গতি- 2GHz, এবং তৃতীয় ঘড়ির গতি- 2GHz।
স্টোরেজ:- CMF Phone 1 বেশ মডেলের স্টোরেজ হল- 6 GB RAM + 128 GB ROM এবং দ্বিতীয় টপ মডেলটির স্টোরেজ হল- 8 GB RAM + 128 GB ROM তবে 8 GB বুস্ট করে 16 GB পর্যন্ত করা সম্ভব। মাইক্রো কার্ডের সাহায্যে 2TB পর্যন্ত স্টোরেজ করতে সক্ষম।
ব্যাটারি:- CMF Phone 1 স্মার্টফোনটিতে ব্যাটারী থাকছে 5000 mAh। চার্জ ব্যাকআপের জন্য থাকছে একটি 33 ওয়াট ফাস্ট চার্জার। ১০০% চার্জ করলে দেখা যাবে ইউটিউব ভিডিও ২২.৬ ঘন্টা পর্যন্ত, Music- ৪৫.৪ ঘন্টা, ভয়েস কল- ৪৩.৬ ঘন্টা, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারা যাবে- ১৫.৬ ঘন্টা পর্যন্ত।
মেইন ক্যামেরা:- CMF Phone 1 এই ফোনে থাকছে দুটি মেইন ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা- ৫০ মেগা পিক্সেল সোনি REAR ক্যামেরা। মাইক্রো ক্যামেরা- ২ মেগা পিক্সেল।
মেইন ক্যামেরা ফিচার:- 50MP Ultra HD, Night Mode, Live Photo, Action Mode, HDR Video, Panorama, Beauty, Portrait Mode, Lenticular, Timelapse, Expert Mode, Advanced HDR, Slo-Motion.
ফ্রন্ট ক্যামেরা:- CMF Phone 1 এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা ফিচার:- Live Photo, Portrait Mode, Night Mode, Timelapse, Advanced HDR, HDR Video, Beauty.
কালার:- CMF Phone 1 স্মার্ট ফোনটি ভারতের বাজারে চার রকম কালার সহ পাওয়া যাবে। 1. BLACK 2. BLUE 3. ORANGE 4. LIGHT GREEN
অন্যান্য ফিচার:- অপারেটিং সিস্টেম- Android 14, সিম কার্ড সাইজ- ন্যানো সিম, মোবাইলের ওজন- 197 গ্রাম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Bluetooth Version- v5.3, Wi-Fi Version- Wi-Fi 6, 33 ওয়াট ফাস্ট চার্জার, ধূলা ও জলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য থাকছে IP52 Resistance , ডুয়েল- 5G সিম।
Cmf Phone 1 Launch: আমরা আশা করছি যে আপনারা CMF Phone 1 5G এই স্মার্টফোনের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন। আপনার যদি মোবাইল সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চান তবে আমাদের ওয়েবসাইট টি ফলো করতে থাকুন। ধন্যবাদ।
FAQ Cmf Phone 1 5G:
Cmf ফোন ১ 5g ফোনের প্রতিযোগী ফোন কি কি?
Cmf ফোন ১ একই রকম বাজেটের মধ্যে যে ফোন গুলিকে টেক্কা দিতে চলেছে যেমন- POCO X6, OnePlus Nord CE 4 Lite, এবং Realme Narzo 70 Pro, এই সকল ফোন গুলির স্টোরেজ মোটামুটি একই রকম। তবে Cmf ফোন ১ এই ফোন গুলিকে পিছনে ফেলতে পারে বলে জানা যাচ্ছে।
Cmf ফোন ১ গেম খেলার জন্য উপযুক্ত কি:
Cmf ফোন ১ এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300 5G প্রসেসর এবং সর্বোচ্চ ৮ জিব পর্যন্ত RAM তাই এই ফোনটি গেম খেলার জন্য উপযুক্ত।
Cmf ফোন ১ ফোন ভারতের বাজারে পাওয়া যাবে কখন?
Cmf ফোন ১ ফোনটি ভারতের বাজারে ১২ জুলাই ২০২৪- এ লঞ্চ করা হবে।