HomeTECHBest 5G Smartphone Under 20000|বাজারের সেরা ৫টি মোবাইল|

Best 5G Smartphone Under 20000|বাজারের সেরা ৫টি মোবাইল|

Best 5G Smartphone Under 20000

Best 5G Smartphone Under 20000

Best 5G Smartphone Under 20000: আপনি ২০ হাজার টাকার মধ্যে বাজারের সেরা 5G স্মার্ট ফোন কিনবো বলে খুঁজছেন? আপনি ঠিক জায়গায় এসেছেন। আমরা আজকের আর্টিকেলে তুলে ধরেছি বাজারের সেরা স্মার্ট ফোনের তালিকা। এই সব ফোনগুলি দামি দামি ফোনের সঙ্গে পাল্লা দিতে পারে।

আমরা আজ আপনাদের এমন ৫টি স্মার্ট ফোনের খোঁজ দিতে যাচ্ছি সেগুলির দাম ২০ হাজার টাকার মধ্যেই থাকবে। কম দাম বলে নিশ্চয় আপনি ভাবছেন, এই ফোনের মধ্যে ফিচারের ঘাটতি রয়েছে। না আপনি এটা ভুল করেও এটা ভাববেন না। কম টাকার মধ্যেই এবার সাধ পূরণ করুন। ২০ হাজার টাকার কমেও পেয়ে যাবেন অতুলনীয় ফিচারের সাথে 5G স্মার্ট ফোন। এই ফোন গুলির দাম কম হলেও বাজারের দামি দামি ফোনকে ও টেক্কা দিতে পারে।

Best 5G Smartphone Under 20000: টাকার কম দামের 5G স্মার্ট ফোন গুলির তালিকা:

Vivo T3 5G

1. Vivo T3 5G (Crystal Flake, 128 GB):

Vivo কোম্পানীর যে সমস্ত স্মার্টফোন গুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল Vivo T3 5G Crystal Flake, 128 GB এই ফোনটির দাম ২০ হাজার টাকার থেকে ও কম। দাম মাত্র ১৯,৯৯৯ টাকা।

এই স্মার্টফোনের ফিচার গুলি কি কি?

১. ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 6.67 ইঞ্চি ডিসপ্লে সাইজ।
২. রেজুলেশন 2400*1080 পিক্সেলস
৩. ক্যামেরা দুর্দান্ত। এই স্মার্ট ফোনে আছে রেয়াল ক্যামেরা 50 মেগা পিক্সেল + 2 মেগা পিক্সেল এছাড়াও রয়েছে 16 মেগা পিক্সেল ফন্ট ক্যামেরা।
৪. প্রসেসর ব্র্যান্ড: Dimensity 7220 Processor
৫. ব্যাটারি থাকছে 5000 MAh

Best 5G Smartphone Under 20000:

2. Realme P1 5G (Phoenix Red, 256GB)

Realme P1 5G স্মার্ট ফোনে আপনারা উন্নতমানের ফিচার গুলি পাবেন।

১. এই ফোনটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এবং প্রসেসর ব্র্যান্ড: Dimensity 7250 Processor
২. স্ক্রিন সাইজ 6.67 ইঞ্চি রিফ্রেশ রেট 120Hz Brightens 600 Nits
৩. 8GB RAM এবং 256 GB ROM পরে বাড়িয়ে 2TB পর্যন্ত করা সম্ভব।
৪. 50 মেগা পিক্সেল + 2 মেগা পিক্সেল রিয়্যাল ক্যামেরা এবং ফন্ট ক্যামেরা 16 মেগা পিক্সেল।
৫. ব্যাটারী 5000 MAh

Best 5G Smartphone Under 20000:

3. Poco X6 5G (Mirror Black, 256 GB)

Poco X6 একটি শক্তিশালী স্মার্ট ফোন। এই ফোনে গেম খেলার সময় কোনো রকমের হ্যাংক হবে না।

১. এই ফোনটির ৩টি কালার পাবেন- 1. Mirror Black, 2. Snowstorm White, 3. Skyline Blue
২. এই ফোনটির দাম মাত্র ১৮,৯৯৯ টাকা তবে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি EMI এর মাধ্যমে নিতে পারবেন। তাছাড়াও যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে একেবারে টাকা কাটান সেক্ষেত্রে এক্সট্রা ক্যাশ ব্যাক পাবেন।
৩. এই ফোনে মোট চারটি ক্যামেরা আছে পিছনের ক্যামেরা তিনটি -64MP + 8MP+2MP সামনে একটি ক্যামেরা রয়েছে 16MP।

4. Redmi Note 13 5G (Best 5G Smartphone Under 20000)

Redmi Note 13 5G ফোনটির তিনটি কালার রয়েছে – 1. Prism Gold, 2. Stealth Black, 3. Arctic White

প্রথমে আমরা জেনেনিবো এই ফোনের মূল্য কত?

মোবাইলটি আপনারা কম দামেই পেয়ে যাবেন। মূল্য মাত্র 18,999 টাকা এবার আমরা জানবো এই ফোনে ফিচার গুলি কি কি ?

১. 8GB RAM/256GB ROM পেয়ে যাবেন।
২. অতুলনীয় ক্যামেরা রয়েছে ফোনে রিয়াল ক্যামেরা 108 মেগা পিক্সেল।
৩. ব্যাটারী- 5000 MAh
৪. অপারেটিং সিস্টেম – Android 13 এবং Processor:Mediatek Dimensity 6080 6nm Octa-core 5G processor for high

5. Techno Pova 6Pro 5G (meteorite Grey 8GB+256GB)

Techno Pova 6Pro 5G ফোনটি কিনলে আপনাদের কোথায় লাভ হবে। কম দামের মধ্যে অন্য কোম্পানিরা এই রকম ফিচার যুক্ত মোবাইল বাজারে নিয়ে আসতে পারে না। মোবাইলটি কিনার আগে একবার দেখে নেওয়া যাক কি কি ফিচার আছে।

এই মোবাইলটির দুইটি কালার বাজারে লঞ্চ করেছে। 1.meteorite Grey, 2.Comet Green.

মোবাইল কিনার সময় আমরা যে বিষয় গুলি নজরে রাখি :-
১. মোবাইল RAM/ ROM, প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা।

বিশেষ ফিউচার:
১.RAM 8GB ROM 256GB
২. Processor MediaTek Dimensity 6080 প্রসেসর।
২. Amoled যুক্ত ফুল এইচডি ডিসপ্লে।
৩. রিয়েল ক্যামেরা 108 মেগা পিক্সেল, ও ফন্ট ক্যামেরা 32 মেগা পিক্সেল।
৪. ব্যাটারি 6000MAh

আশা করছি আজকের এই আর্টিকেল সম্পূর্ণ পড়ার পরে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। Best 5G Smartphone Under 20000 টাকার মধ্যে ভালো মোবাইল কোনটি। নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments