HomeVIDEO EDITING২০২৪ সালের ৫টি সেরা app (Best Mobile Video Editing App)

২০২৪ সালের ৫টি সেরা app (Best Mobile Video Editing App)

Best Mobile Video Editing App

Best Mobile Video Editing App

মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান কিন্তু কোন App দিয়ে ভিডিও এডিটিং করবেন বুঝতে পারছেন না। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি Best Mobile Video Editing App ৫টি সেরা মোবাইল ভিডিও এডিটিং app. আমি আশা করছি আজকের আর্টিকেল সম্পূর্ণ পরলে আপনি বেছে নিতে পারবেন আপনার জন্য কোন app টি উপযুক্ত।

বর্তমানে বিভিন্ন প্লাটফর্মে ভিডিও উপলোড করার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি ভিডিও করতে ভালোবাসেন এবং ভালো রকমের ভিডিও এডিট করতে চান মোবাইল দিয়ে তবে প্রচুর Android ভিডিও এডিটিং App রয়েছে। তার মধ্যে সেরা ৫টি App আপনাদের সামনে তুলে ধরেছি।

Best Mobile Video Editing App ৫টি কি কি?

১. Kinemaster
২. Filmora
৩. power director
৪. vn video editor app
৫. inshot

Best Mobile Video Editing App Kinemaster :-

মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার কথা ভাবলে যে নামটি সবার আগে আসে সেটি হলো কাইনমাস্টার। কাইনমাস্টার App এর মাধ্যমে আপনি প্রোফেশনাল ভাবে ভিডিও এডিট করতে পারবেন। আপনি যদি ভিডিও শুট করার সময় সবুজ পর্দা ব্যাবহার না করেন। তবুও আপনি খুব সহজেই ভিডিও ব্যাকগ্রাউন্ড অপসারণ করতে পারবেন। এর বিশেষ ফিচার গুলি হল- text animation, music add, pan and zoom, filter, graphic, ai style, speed control, transition এছাড়া আরও অনেক ফিচার রয়েছে। kinemaster দিয়ে যদি ভিডিও এডিটিং করেন ভিডিও এক্সপোর্ট করার পারে ভিডিওর উপরে ওয়াটারমার্ক পাবেন। এই ওয়াটারমার্ক সরাতে চাইলে kinemaster buy করতে হবে। তবেই এক্সপোর্ট করা ভিডিওর উপরে কোনো ওয়াটারমার্ক থাকবে না।

Best Mobile Video Editing App vn video editor app :-

আপনি যদি ওয়াটারমার্ক এর সমস্যায় থাকেন তাহলে আপনি vn video editor app টি ব্যাবহার করতে পারেন। ভিডিও এক্সপোর্ট করার পারে কোনো রকমের ওয়াটারমার্ক থাকে না। ওয়াটারমার্ক না থাকায় vn video editor app টি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ ফিচার গুলি হল- আপনারা সব ধরনের ইফেক্ট পাবেন ভিডিওতে ব্যাবহার করার জন্য। যেমন- slide effect, shake in ifeect, drop effect ইত্যাদি। এই ফিচার গুলি ছাড়াও আরও অনেক ফিচার পাবেন। এই app দিয়ে আপনারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। তার জন্য আপনাকে এই app তীর টুল গুলি সম্পর্কে ভালো ভাবে জানতে হবে।

Best Mobile Video Editing App Filmora:-

Filmora Android and Windows এর জন্য খুব সুন্দর একটি ভিডিও এডিটিং app. এই app এ ভিডিও এডিটিং এর সমস্ত রকম টুল পাবেন। আপনি চাইলে এই app দিয়ে প্রোফোশনাল ভিডিও এডিট করতে পারবেন।

আরও পড়ুন:- Video Editing Tips In Bangla

নিজেদের ইচ্ছে মতো স্টিকার অ্যাড করতে পারবেন, ভিডিওকে ফ্রীজ করতে পারা যায়, অডিও adjust করতে পারবেন, ভিডিওতে অত্যাধুনিক অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। টেকনিক্যালের দিক দিয়ে অন্য্ app এর তুলনায় Filmora app টি অনেক এগিয়ে রয়েছে। এই app এর মাধ্যমে ভিডিও এডিট করার সময় একটি ওয়াটারমার্ক দেখতে পাওয়া যায়। সেই ওয়াটারমার্কটি হটাতে চাইলে কোম্পানির কাছ থেকে ক্রয় করতে হবে। ক্রয় করার পরেই ওয়াটারমার্ক আপনা আপনি সরে যাবে।

Best Mobile Video Editing App Power Director :-

পাওয়ার ডিরেক্টর app টি মোবাইল এর পাশাপাশি কম্পিউটার ও ল্যাপটপ এ ব্যাবহার করতে পারবেন। এটি একটি Ai যুক্ত ভিডিও এডিটর app. এই app এ যে ফিচার গুলি পাবেন। Ai speech to text, Ai Motion Tracking, Graphics, Animation Ai Image Genaret এগুলি ছাড়াও আরও অনেক অপশন পাবেন। এটি একটি পেইড ভার্সন app. এই আপা দিয়ে ভিডিও ভিডিও এডিট করে গ্যালারিতে সেভ করার পরে একটি ওয়াটারমার্ক দেখতে পাওয়া যায়। ওয়াটারমার্ক যদি মুছে ফেলতে চান তবে সাবস্ক্রিবশন ভার্সন নিতে হবে। তবেই আপনার ভিডিওর উপরে কোম্পানির কোনো ওয়াটারমার্ক দেখাবেনা।

Best Mobile Video Editing App Inshot:-

inshot app দিয়ে মোবাইল এ ভিডিও এডিট করতে পারবেন। এই app দিয়ে খুব সুন্দর ভাবে শর্ট ভিডিও এডিট করতে পারবেন। আরো একটি বিশেষ ফিচার হলো ভয়েস চেঞ্জ। আপনার নিজের ভয়েসকে চেঞ্জ করে বিভিন্ন রকমের ভয়েস করা যায়। তাই এই app টিকে কার্টুন ভিডিও এডিট করার জন্য ও অনেকেই ব্যাবহার করে। অন্যান্য ভিডিও এডিট app দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারা যায় না কিন্তু ইনশট app দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। এছাড়াও সলিড কালার, গ্রাডিয়ান কালার, কাট আউট, মাস্কিং, ভয়েস ইফেক্ট, ভিডিওতে ব্যাবহার করতে পারবেন।

আজকের প্রতিবেদন থেকে নিশ্চয় আপনারা জানতে পারলেন ৫টি সেরা মোবাইলে ভিডিও এডিটিং করার app সম্পর্কে। আপনার বন্ধুদের সাথে আজকের আর্টিকেলটি শেয়ার করে তাদেরকে ও জানার সুযোগ করে দিন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানান। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments