CMF Buds Pro 2 Earbuds:
CMF Buds Pro 2 Earbuds: ভারতের বাজারে আসতে চলেছে CMF Buds Pro 2 ইয়ারবাডস। একই দিনে আরো লঞ্চ হতে চলেছে CMF সংস্থার CMF Phone 1 এবং CMF Watch Pro 2। আপনারা CMF Buds Pro 2 ইয়ারবাডস সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চাইলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
CMF Buds Pro 2 Earbuds: ভারতের বাজারে ১২ জুলাই থেকে পাওয়া যাবে CMF সংস্থার CMF Buds Pro 2 ইয়ারবাডস। এই ইয়ারবাডসটি চার রকম কার সহ ভারতের বাজারে আসতে চলেছে। ভারতের গ্রাহকরা এই ইয়ারবাডসটি কিনতে পারবেন ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে এছাড়া কিনতে পারবে CMF সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অনুমোদিত রিটেলার দোকান থেকে কিনতে পারা যাবে। এই ইয়ারবাডসে থাকছে এক গুচ্ছ ফিচার চলুন দেখে নেওয়া যাক সেই ফিচার গুলি কি কি?(CMF Buds Pro 2 Earbuds)
আরও পড়ুন:- Smart Watch Under 1000
আরও পড়ুন:- lava blazex 5g mobile
আরও পড়ুন:- INFINIX GT20 PRO
CMF Buds Pro 2 ফিচার:-
কালার:- CMF Buds Pro 2 ইয়ারবাডসটি ভারতের বাজারে চার রকম কালার সহ পাওয়া যাবে। যেমন- 1. Blue 2. Dark Grey 3. Light Grey 4. Orange.
সাউন্ড ফিচার:- CMF Buds Pro 2 ইয়ারবাডসে রয়েছে দুটি ড্রাইভার্স। প্রথম ড্রাইভার্সটি হল- ১১ মিলিমিটার এবং দ্বিতীয় ড্রাইভার্সটি হল- ৬ মিলিমিটার মাইক্রো প্লানার টুইটার।
নয়েস ক্যানসিল ফিচার:- নয়েস ক্যানসিল করার জন্য CMF Buds Pro 2- তে থাকছে ৫০ ডিবি হাইব্রিড একটিভ নয়েস ক্যানসিল ফিচার। এছাড়াও রয়েছে Transparency Mode সাপোর্ট, Frequency Range- 5000Hz, Number of Microphone- 3 Inch Bud.
ব্যাটারি:- CMF Buds Pro 2 ইয়ারবাড ব্যাটারি ক্যাপাসিটি হল- ৬০MAh এবং কেশ এর ব্যাটারি ক্যাপাসিটি হল- ৪৬০mAh। টাইপ সি কেবিলের মাধ্যমে চার্জ করতে পারা যাবে তবে ১০০% চার্জ করতে সময় লাগবে ৭০ মিনিট। ফুল চার্জ করলে শুধু বার্ডসের সাহায্যে প্রায় ৬ ঘন্টা পর্যন্ত ফোন কলে কথা বলতে পারা যাবে।
ক্যানেক্টিভিটি:- CMF Buds Pro 2 এই ইয়ারবার্ডের ক্যানেকশন রেঞ্জ হল- ১০ মিটার পর্যন্ত। এতে Bluetooth Version সাপোর্ট করে ৫.৩, ডুয়েল ক্যানেকশন করতে পারা যাবে।
CMF Buds Pro 2 ডাস্ট এন্ড ওয়াটার রেসিসটেন্স:-
হ্যাঁ জল ও ধূলোর হাত থেকে প্রতিরোধের জন্য CMF Buds Pro 2- তে থাকছে IP55 রেটিং।
অন্যান্য ফিচার:- Ear tips fit test, Find earbuds, In-ear detection, Low Lag Mode, LED charging status, Music, Call, Both earbuds: reject a call, Android 5.1 and above, SB-A to Type-C cable × 1, 2x earbuds, Ear tips in sizes S, M, L, 1x charging case, Bluetooth version: Bluetooth 5.3, Connection range:10 m, Case: 460 mAh, Buds: 60 mAh, Depth: up to 50 dB, Ultra Bass Technology 2.0, Google Fast Pair,
CMF Buds Pro 2 Earbuds: বন্ধুরা আপনারা নিশ্চয় জানতে পেরেছেন CMF Buds Pro 2 ইয়ারবার্ডের ফিচার গুলি সম্পর্কে। আপনাদের যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে বুঝতে বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানান। আমাদের টিম আপনাদের নিশ্চয় সাহায্য করবে। ধন্যবাদ।(CMF Buds Pro 2 Earbuds)
FAQ CMF Buds Pro 2
আপনার ডিভাইসের সাথে কিভাবে CMF Buds Pro 2 যুক্ত করবেন?
প্রথমে আপনার CMF Buds Pro 2 ইয়ারবার্ডের চার্জিং কেশ খুলুন। ইন্ডিকেটর LED চালু না হওয়া পর্যন্ত পেয়ারিং বোতামটি টিপে ধরে রাখুন। তার পরে আপনার ডিভাইসের Bluetooth চালু করুন আপনার ডিভাইসের তালিকা থেকে CMF Buds Pro 2 এর উপরে প্রেস করুন। দেখবেন তার পরেই আপনার ডিভাইসের সাথে যুক্ত হয়ে যাবে।
CMF Buds Pro 2 আমি কিভাবে চার্জ করব?
CMF Buds Pro 2 চার্জ করা খুব সহজ পদ্ধতি। চলুন জেনে নিই কিভাবে চার্জ করবেন। প্রথমে আপনার ইয়ারবাড গুলিকে চার্জিং কেশের মধ্যে রাখুন। তারপর দেখতে পাবেন চার্জিং ইন্ডিকেটর স্ট্যাটাস। এটিকে চার্জ করার জন্য আপনাদের ব্যবহার করতে হবে টাইপ সি কেবিন। একটি চার্জারের সাথে টাইপ সি কেবিনটিকে সংযুক্ত করে চার্জ করতে পারবেন।
CMF Buds Pro 2 কি?
CMF Buds Pro 2 হল একটি উন্নত মানের ওয়্যারলেস ইয়ারবাড যা চমৎকার সাউন্ড পারফমেন্স করে। এতে একটি দীর্ঘ জিবি ব্যাটারি লাগানো আছে, নয়েস বাতিল করতে সক্ষম এবং এই ইয়ারবাডে রয়েছে একটি মসৃন নকশা।
নয়েস কিভাবে বাতিল করে?
CMF Buds Pro 2-এ ব্যবহার করা হয়েছে মাইক্রোফোন ANC প্রযুক্তি শব্দ শনাক্ত করতে এবং শব্দ তরঙ্গ তৈরি করে। যার ফলে নয়েস Cancel করে একটি শান্ত ও আরাম দায়ক শব্দ প্রদান করে।