Credit Card 2024: প্রায় সকল মানুষের মধ্যে বিগত কয়েক বছরের দৈনন্দিন জীবনে তুলনায় বদলে গেছে অনেক কিছু। কমবেশি সকলের খাওয়া দাওয়া,কেনাকাটা,দৈনন্দিন জীবনের পরিবর্তন এসেছে। দৈনন্দিন জীবনের পাশাপাশি লেনদেনের প্রক্রিয়াতে ও সুবিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভারতে নোট বন্দির পার থেকে ক্যাশলেস লেনদেনের উপরে কেন্দ্রীয় সরকার গুরুত্ব বেশি দিয়েছে। নগদ লেনদেন কমে বর্তমানে ক্যাশলেস লেনদেন এর পাশাপাশি প্লাস্টিক মানি কার্ডের ব্যবহার অনেক গুন বেড়েছে। অতীতের তুলনায় পরিসংখ্যান বলছে ক্রেডিট কার্ড মানুষের কাছে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। (Credit Card 2024)
আরও পড়ুন:- ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য কি জানুন
ক্রেডিট কার্ডের কথা শুনে লোভনীয় ও সহজ হলে ও ততটা সহজ নয় ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড মানুষের যতটা উপকারিতার লাগে ঠিক ততটাই খারাপ দিক ও রয়েছে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা যদি ঠিক মতো কার্ডের ব্যবহার নিজের নিয়ন্ত্রনে রাখতে না পারে। এর ফলে সেই ব্যক্তি ঋণের সাথে জর্জরিত হওয়ার সম্ভাবনা ও রয়েছে। অতীতের দিকে ফায়ার তাকালে দেখা যাবে অনেক পরিবার এই ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহার করতে না পারে আর্থিক অবস্থায় ভুগছেন। আপনি যদি একজন ক্রেডিট কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন তবে যে নিয়ম গুলি মাথায় রাখা উচিত।
ক্রেডিট কার্ডের বিল দ্রুত পরিশোধ করা উচিত (Credit Card 2024)
অনেক সময় ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ক্রেডিট কার্ডের খরচ করা বিল সময়ের মধ্যে পরিশোধ করেনা। বিল পরিশোধ না করে মাসের পর মাস ধরে বাকি রেখে দেন এর ফলে আপনার অজান্তেই আপনার মাথায় ঋণের বোঝা চাপতে শুরু করে। কার্ড ব্যবহার কারীদের মাথায় রাখা উচিত প্রতিটি সংস্থার ক্রেডিট কার্ডের ক্ষেত্রে খরচ করা টাকা পরিশোধের জন্য নির্দিষ্ট টাইম বেঁধে দেয়। সেই টাইমের মধ্যে যদি কোনো কারন বসত আপনি টাকা পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে।
ক্রেডিট কার্ডের বি আসর পরে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব বিল মিটিয়ে দিন। তাহলে আপনাকে আর কোনো রকমের জরিমানা গুনতে হবে না। ধরুন কোনো কারনবশত ক্রেডিট কার্ডের বিল একবার পরিশোধ করার মতো টাকা নেই। সেক্ষেত্রে ক্রেডিট কার্ডের সংস্থা গুলি নূন্যতম বিল মিটানোর জন্য সুবিধা প্রদান করে থাকে। আপনি সম্পূর্ণ বিল না মিটিয়ে নূন্যতম বিলটুকু অবশ্যই মিটিয়ে দিন। তাহলে আপনি বাড়তি সুদের হাত থেকে বাঁচতে পারবেন।
ক্রেডিট কার্ডে অটো ডেবিট রাখার সুবিধা কি
সব ক্রেডিট কার্ড সংস্থাই কিন্তু কার্ডের ব্যবহারকারীদের সুবিধার জন্য অটো ডেবিট পেমেন্টের সুবিধা প্রদান করে থাকে। অনেক ক্রেডিট কার্ড ব্যবহারকারী রয়েছেন যারা কাজের চেইপ সময়ের মধ্যে বিল পরিশোধ করতে ভুলে যান। এক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা যদি অটো পেমেন্ট Active করে রাখে, তবে নিজে থেকেই সেভিংস Account থেকে ক্রেডিট কার্ড পেমেন্ট হয়ে যাবে। বাড়তি ঋণের হাত থেকে বাঁচতে অবশ্যই অটো ডেবিট করে রাখা অত্যান্ত জরুরী।
ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা নেওয়া ঠিক নাকি ভুল
প্রত্যেক ক্রেডিট কার্ড সংস্থা গুলি কেনাকাটা খরচের পাশাপাশি নগদ টাকা তোলার বিকল্প রাস্তা দিয়ে থাকে। ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ টাকা না নেওয়ার বুদ্ধিমানের কাজ হবে। ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা তুললে সেই টাকার উপরে অনেক বেশি সুদ গুনতে হয়। যা সাধারণ লোনের তুলনায় অনেক গুন্ বেশি তাই নগদ টাকা তোলা থেকে এড়িয়ে চলুন।
ক্রেডিট কার্ড থেকে কত টাকা খরচ করছেন
প্রত্যেক ক্রেডিট কার্ড ব্যবহার কারীদের সতর্ক থাকা উচিত ক্রেডিট কার্ড ব্যবহার করার সময়। আপনি ক্রেডিট কার্ড সংস্থার কাছ থেকে কত টাকা ধার নিয়েছেন ভালোভাবে দেখে নিন। ধার নেওয়া সেই টাকা আপনি সময়ের মধ্যে পরিশোধ করে উঠতে পারছেন নাতো। একবারে পরিশোধ করতে না পারলে EMI করে নিন এতে বাড়তি সুদের হাত থেকে রক্ষা পাবেন। আপনি যদি ক্রেডিট কার্ড খরচ বেশি করে ফেলেন সেক্ষেত্রে ক্রেডিট কার্ড সংস্থার পক্ষ থেকে ফোন করে EMI এর পরামর্শ দিয়ে থাকে। (Credit Card 2024)
Credit Card 2024: বন্ধুরা ক্রেডিট কার্ড ব্যবহার করা খারাপ নয়। আপনি যদি একজন ক্রেডিট কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন তবে আজকের প্রতিবেদনে তুলে ধরা নিয়ম গুলি মেনে চলুন। এই নিয়ম গুলি মেনে ক্রেডিট কার্ড ব্যবহার অবলম্বন করলে আপনি সুরক্ষিত থাকবেন। এই প্রতিবেদনটি থেকে আপনি উপকৃত হলে বন্ধুদের গ্ৰুপে শেয়ার করে দিন। এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া গুলি ফলো করুন। ধন্যবাদ।