HomeNEW UPDATECredit Card And Debit Card-দুটি কার্ডের মধ্যে পার্থক্য কি?

Credit Card And Debit Card-দুটি কার্ডের মধ্যে পার্থক্য কি?

Credit Card And Debit Card

Credit Card And Debit Card

Credit Card And Debit Card বর্তমানে ডিজিটাল যুগে প্রায় মানুষের কাছেই রয়েছে। কারো কারো কাছে রয়েছে আবার ক্রেডিট ও ডেবিট দুই ধরনের কার্ড। এই কার্ড গুলি নিজেদের কাছে থাকলেও অনেকেই জানেন না কার্ড গুলি কোথায় কোথায় ব্যাবহার করতে পারবেন। Credit Card And Debit Card মধ্যে পার্থক্য কি? কোন কার্ডটি আপনাকে বেশি সাহায্য করতে পারে? কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? কার্ড ব্যাবহার কারীদের এই সব প্রশ্নের উত্তর জানা জরুরী। আজকের প্রতিবেদনে আপনারা সমস্ত কিছু জানতে পারেবন।

এই দুই কার্ড নিজেদের কাছে থাকলে নগদ ক্যাশ পকেটে যদি না থাকে তাহলেও আপনারা কেনাকাটা করতে পারবেন। কেনাকাটার পারে পাওনা টাকা নগদ না মিটিয়ে এই কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। শুধু বিল পেমেন্ট নয় যে কোনো সময় আপনার টাকার প্রয়োজন হলে ব্যাঙ্কে না গিয়ে ATM থেকে থেকেই চটজলদি হাতে ক্যাশ করতে পারবেন এই কার্ড দিয়ে। Credit Card And Debit Card

এই কার্ড দুটি বাইরে থেকে দেখতে অবিকল একই রকম। কার্ড গুলিকে আধুনিক ভাষায় বলা হয় প্লাষ্টিক মানি। কার্ড দুটি দেখতে একই রকম হলে ও কাজ গুলি ভিন্ন ভিন্ন। কার্ড গুলি পাওয়ার নিয়ম ও আলাদা আলাদা।

What Is Debit Card

ডেবিট কার্ড কি? (What Is Debit Card)

সহজ কথা বলতে গেলে ধরুন কোনো কিছু কেনাকাটা করার পরে কার্ড দিয়ে পাওনা টাকা পরিশোধ করলে। নিজের ব্যাঙ্ক Account থেকে সঙ্গে সঙ্গে টাকা কেটে নিলে বুঝবেন সেটি আপনার ডেবিট কার্ড। কেনাকাটা করার পাশাপাশি ডেবিট কার্ডের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন। সেভিংস Account ডেবিট কার্ড থাকলে সেই কার্ড দিয়ে নিজের ব্যাঙ্কের ATM থেকে মাসে পাঁচ বার ও অন্য ব্যাঙ্কের ATM থেকে তিন বার ফ্রিতে টাকা তুলতে পারবেন। এর বেশি ATM থেকে টাকা তুলে কিছু টাকা ব্যাঙ্ক থেকে চার্জ করবে। সেই টাকা আপনার জমানো সেভিংস Account থেকে কেটে নিবে।

What Is Credit Card

ক্রেডিট কার্ড কি? (What Is Credit Card)

ক্রেডিট কার্ড হলো ঠিক ডেবিট কার্ডের উল্টোটা। ক্রেডিট বাংলা বলতে বোঝায় ধার বা ঋণ নেওয়া চলুন বিস্তারিত ভাবে জেনে নিই। ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন আপনার সেভিংস Account এ যত পরিমান টাকা থাকবে ততটাই খরচ করতে পারবেন। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সেভিংস Account এর প্রয়োজন হয় না। সেভিংস Account এর সাথে ক্রেডিট কার্ডের কোনো লিঙ্ক নেই। ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড দেওয়ার সময় একটা ক্রেডিট লিমিট দেয়। এই লিমিট পর্যন্ত আপনারা খরচ করতে পারবেন। কোনো কিছু কেনাকাটার পরে ক্রেডিট কার্ড দিয়ে বিল মিটালে ক্রেডিট লিমিট থেকে টাকাটা কেটে নিবে, সেভিংস Account থেকে নয়। ক্রেডিট কার্ড ব্যাবহার কারীর টাকা ব্যাঙ্ক মেটায়। ক্রেডিট কর্ডের বিল জেনারেট হওয়ার পরে ১৫ থেকে ২০ দিনের মধ্যে খরচ করা টাকা ব্যাংকে জমা করতে হবে। আপনার মনে একই প্রশ্ন উঠতে পারে- তাহলে ব্যাঙ্কের লাভ কোথায়? ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অনেক সময় ব্যাঙ্কের দেওয়া টাইমের মধ্যে খরচ করা টাকা জমা করতে পারেন না। তখন ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী বিলের সাথে চড়া সুদ দিতে হয়। ক্রেডিট কার্ড দিয়ে ও ATM থেকে টাকা তুলতে পারবেন। তবে ATM থেকে টাকা তুললে মোটা অঙ্কের চার্জ দিতে হয়। ক্রেডিট কার্ড দিয়ে EMI করে ও জিনিস কেনাকাটা করতে পারবেন।

Credit Card And Debit Card ব্যাবহার কোনটা করবেন?

Credit Card And Debit Card: অনলাইনে কেনাকাটা হোক বা অফলাইন কেনাকাটা হোক ডেবিট কার্ড সব জায়গাতেই ব্যাবহার করতে পারেবন। ব্যাঙ্কে সেভিংস Account খুললেই ব্যাঙ্কের তরফ থেকে ডেবিট কার্ড দেয়। আবার অনেকেই ডেবিট কার্ড নিতে চাই না। এই ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্কে না গিয়ে ATM থেকে টাকা তুলতে পারবেন। অপর দিকে দামি দামি জিনিস কিনার সময় বেশি ক্রেডিট কার্ড ব্যাবহার করা হয়। কারন আপনি চাইলে ক্রেডিট কার্ড দিয়ে দামি জিনস কিনার সময় EMI এর সুবিধা পাবেন। এছাড়াও অনলাইন এ ক্রেডিট কার্ড দিয়ে দ্রব্য কিনলে REWORD, ও POINT বেশি পাওয়া যায়। ক্রেডিট কার্ডের খরচ করা টাকা সময়ের মধ্যে দিতে না পারলে মোটা অঙ্কের সুদ দিতে হয়। তার পাশাপাশি ক্রেডিট স্কোর খারাপ হয়ে যায়। ফলে পরবর্তীতে কোথাও লোন নিলে অসুবিধা হয়। তাই ক্রেডিট কার্ড ব্যবহার কারীদের সব সময় মাথায় রাখা উচিত খরচ করা বিল সময়ের মধ্যেই মিটিয়ে দেওয়া ভালো। তাহলে আপনার সিভিল স্কোরের উপর কোনো রকম প্রভাব পারবেনা। সিভিল স্কোর ভালো থাকবে তখন লোন নিতে কোনো অসুবিধা হবে না। যে কোনো ব্যাঙ্ক বা কোম্পানী লোন দিতে রাজি হবে।

Credit Card And Debit Card বার্ষিক ফি?

সাধারনত যারা ডেবিট কার্ড ব্যাবহার করেন তাদের জন্য ব্যাঙ্ক থেকে একটা বার্ষিক ফি চার্জ করে। কিন্তু অনেক ব্যাঙ্ক আবার ডেবিট কার্ডের বার্ষিক চার্জ করে না।


অপর দিকে ক্রেডিট কার্ড ব্যবহার করীদের কার্ডের উপর নির্ভর করে বার্ষিক চার্জ নেই। সাধারনত ৫০০ বা তার অধিক বার্ষিক চার্জ করেন। লাইফ টাইম ফ্রি কার্ডের ক্ষেত্রে বার্ষিক মেম্বার চার্জ দিতে হয় না। আবার অনেক ব্যাঙ্ক তাদের বার্ষিক চার্জ ফ্রি করে দেয়। কারন এক বছরে পর্যাপ্ত পরিমানে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করলেই এই অফারটি পাবেন।

Credit Card And Debit Card হারিয়ে গেলে কি করবেন?

Credit Card And Debit Card যেটাই হোক না কেন যদি হারিয়ে যায়। সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের দেওয়া ব্লক করার নাম্বারটিতে ফোন করে ব্লক করুন। ব্লক কমপ্লিট হয়ে যাওয়ার পারে ও যদি আপনার টাকা উঠে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে তার জন্য দায়ী ব্যাঙ্ক কতৃপক্ষ। সেই টাকা আপনাকে ব্যাঙ্ক কতৃপক্ষ ফিরিয়ে দিতে বাধ্য হবেন। কিন্তু কার্ড হারিয়ে গেলে যদি ব্লক না করেন আর সেই কার্ডে টাকা উঠলে তার দায়ী কিন্তু আপনি নিজেই। এছাড়াও মনে রাখুন- UPIরেজিস্ট্রেশন করার সময় ডেবিট কার্ডের প্রয়োজন হয়। ডেবিট কার্ড হারিয়ে গেলে ও UPI বন্ধ হয়না না। কার্ড হারিয়ে যাওয়ার পরে যদি আপনি ভাবেন আপনার UPI নিরাপদ নয়। তখন আপনি ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে UPI বন্ধ করতে পারবেন। আপনি যদি সেটা করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে কথা বলে বন্ধ কারাতে হবে।

শেষ কথা

আপনারা আজকের প্রতিবেদন থেকে আশা করছি জানতে পেরেছেন Credit Card And Debit Card কেন আলাদা। এই প্রতিবেদনটি পড়ার পড়ে নিশ্চয় আপনারা বেছে নিতে পারবেন আপনার জন্য সঠিক কার্ড কোনটি। এই সম্পর্কে আরো জানার থাকলে কমেন্ট করে জানান। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments