EPFO UAN Number: একজন ব্যক্তির UAN নম্বর একবারেই তৈরী হয় এর বেশি হয় না। আপনি যদি কোনো কোম্পানির চাকরিজীবী হন এবং সেই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যুক্ত হন সেক্ষেত্রে ও আপনার UAN নম্বর পরিবর্তন হবে না। অনেক সময় দেখা যায় বহু সংখ্যক চাকরিজীবীর কোনো না কোনো কারনের জন্য UAN নম্বর তৈরী করা হয়না। সেক্ষেত্রে আপনারা এখন বাড়িতে বসেই অ্যাক্টিভেট করুন EPFO UAN নম্বর। আপনার কাছে একটি android মোবাইল থাকলেই এই কাজটি করে নিতে পারবেন। কয়েকটি সেটিং ফলো করলেই এই কাজটি করতে সক্ষম হবেন। চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কিভাবে EPFO UAN নম্বর অ্যাক্টিভেট করতে হয়।
আপনি যদি কোনো কোম্পানির কাজে কর্মরত হন, তবে আপনার নিশ্চয় একটি EPFO Account থাকবে। প্রতিটি চাকরিজীবীর কর্মজীবন শেষ হওয়ার পরে যাতে তাদের অবসর জীবন সুরক্ষিত থাকে তার জন্য তৈরী করা হয় EPFO Account। প্রতিমাসে চাকরিজীবীদের বেতন থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে EPFO Account জমা করা হয়। কোনো চাকরিজীবী ইচ্ছে করলে কর্মরত অবস্থায় এই থেকে টাকা তুলে নিতে পারবে। UAN নম্বর হল EPFO Account এর সব থেকে গুরুত্ব পুন্য বিষয়।
বাড়িতে বসে EPFO UAN Number কিভাবে তৈরী করবেন
প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।
তারপর আপনাকে সার্চ বক্সে EPFO সার্চ করতে হবে তার পরে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিন।
ওপেন করার পরে আপনার সামনে একটি পেজ খুলে আসবে। পেজটির উপরের বামদিকে তাকালেই দেখতে পাবেন সার্ভিস নামে একটি অপশন। সেই সার্ভিস অপশন এর উপরে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাবেন ফর এমপ্লয়ীজ এই অপশনটির উপরে ক্লিক করুন।
নিচের দিকে একটু স্ক্রল করে আসলেই দেখতে পাবেন Member UAN/ Online Service (OCS/OTCP) এই অপশনটির উপরে ক্লিক করুন।
ক্লিক করার পরে ডানদিকে নীচের অংশে দেখতে পাবেন know Your UAN অপশনটির উপরে ক্লিক করুন।
তারপরে আপনার সামনে নতুন পেজ আসবে এই পেজে মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ফিলাপ করতে হবে। তারপরে আপনার ফোনে একটি OTP আসবে আবারো OTP ফিলাপ করতে হবে।
UAN নম্বর তৈরী করতে চাইলে এই সহজ পদ্ধতিটি অনুসরণ করলেই হবে।
EPFO UAN Number অ্যাক্টিভেট করার পদ্ধতি
know Your UAN অপশনটির ঠিক উপরে দেখতে পাবেন Active Now অপশনটির উপরে ক্লিক করুন।
নতুন পেজটি আসার পরে এই পেজে নিজের ব্যক্তিগত ডিটেলস ও মোবাইল নম্বর, ক্যাপচা কোড দিয়ে নীচের বক্সটি টিকমার্ক করার পরে গেট অথোরাইজেশন পিন এর উপরে ক্লিক করুন।
এরপর আপনার ফোনে একটি OTP আসবে সেই OTP নম্বরটি দিয়ে আই অ্যাগ্রি অপশনটির উপরে ক্লিক করুন।
আই অ্যাগ্রি অপশনটির উপরে ক্লিক করলেই আপনার UAN নম্বরটি অ্যাক্টিভেট হয়ে যাবে।
বন্ধুরা আশা করছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন নিজেদের EPFO UAN Number বাড়িতে বসেই কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। আপনারা এই ধরনের নতুন নতুন প্রতিবেদনের আপডেট পেতে পেতে চান ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।