আমরা ভেবে থাকি ব্যবসা শুরু করতে প্রচুর পরিমানে অর্থ বিনিয়োগ করতে হয়। এমনটা কিন্তু মোটেই না আজ আমরা জানবো এমন একটা ব্যবসার কথা। এই ব্যবসার ক্ষেত্রে আপনারা মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করলেই শুরু করতে পারবেন। (Gift Business Idea)
বন্ধুরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে (Gift Business Idea) গিফট ব্যাবসার সম্পর্কে। অল্প পুঁজিতে শুরু করতে পারা যায় এই ব্যাবসা। তবে এই ব্যবসাটি সঠিক ভাবে করলে প্রচুর পরিমানে মুনাফা পাওয়া যায়। আপনারা যদি এই ব্যবসাটি করতে ইচ্ছুক থাকেন তবে আজকের এই প্রতিবেদনটি আপনাদের মূল্যবান সময় দিয়ে পড়ুন। এবং নিজেদেরকে বেকার না রেখে এই অল্প পুঁজির ব্যবসাটি শুরু করে নিজেদেরকে স্বনির্ভর করে তুলুন।
এই ব্যবসাটি শুরু করতে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে সর্বনিন্ম ৫ হাজার টাকা। ব্যবসাতে যত বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন তত নতুন নতুন প্রডাক্ট ক্রয় করতে পারবেন। এবং নতুন নতুন প্রডাক্ট দেখলে গ্রাহকদের ক্রয় করার আকর্ষণ ও বাড়বে।
আরও পড়ুন:- ফুচকা ব্যবসা কিভাবে শুরু করবেন?
গিফট প্রোডাক্ট কথা থেকে কিনবেন
আপনার বাড়ি যদি পশ্চিমবঙ্গের মধ্যে হয়ে থাকে তবে সেক্ষেত্রে কলকাতার বড় বাজার থেকে ক্রয় করতে পারেন। এছাড়া ও যদি আপনার বাড়ির নিকটতম এলাকায় কোনো পাইকারি বাজার থাকে। আপনারা সেখান থেকে ও ক্রয় করতে পারবেন।
বিক্রয় করার পদ্ধতি:-
প্রথমত এই ব্যবসাটি আপনারা বাড়ি থেকে শুরু করতে পারবেন। গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে পারলে সব থেকে বেশি মুনাফা পাওয়া যায়। যে কোনো মেলাতে ছোট একটি দোকান করে সেখানেও বিক্রি করতে পারবেন। এই পদ্ধতি গুলির মাধ্যমে যদি গিফট প্রোডাক্ট গুলি বিক্রি করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি আপনার ব্যবসাটিকে খুব শিগ্রই বড়ো করে নিতে পারবেন।
কিছু গিফট প্রোডাক্টের নাম (Gift Business Idea)
আপনাদের সামনে কিছু গিফট প্রোডাক্টের নাম তুলে ধরা হয়েছে। এই প্রোডাক্ট গুলিতে লাভের সংখ্যা বেশি পাওয়া যায়। কিছু কিছু প্রোডাক্ট আছে যে গুলি আপনারা মাত্র ৫ টাকায় কিনে ৪০-৫০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এছাড়াও এমন কিছু প্রোডাক্ট আছে যে গুলি ৫০-৭০ টাকায় কিনে খুব সহজেই বাজারে ২৫০-৩০০ টাকায় বিক্রয় করা যায়।
যেমন- MDF বোর্ডের তৈরী চাবির রিং ও Acrylic সিটের চাবির রিং, পাইকারি বাজারে ৫-১০ টাকায় কিনুন, এবং সেই রিং খুচরো বাজারে ৪০-৫০ টাকায় বিক্রি করুন। এছাড়াও MDF বোর্ড ও Acrylic সিটের তৈরী বিভিন্ন রকমের আইটেম পাবেন পাইকারি দোকানে। এই লাভোবান প্রোডাক্ট গুলি কিনুন এবং খুচরো বাজারে বিক্রি করে নিজের ভবিষ্যৎ তৈরী করুন।
আমরা নিশ্চিত যে আপনারা নিশ্চয় জানতে পেরেছেন মাত্র ৫ হাজার টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায়। এই ধরনের নতুন নতুন ব্যবসা সম্পর্কিত আর্টিকেল পেতে আমাদের gyanpix.com ওয়েবসাইটটি ফলো করুন। আপনার অত্যান্ত মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।