HomeTECHGoogle Pixel 9|IP68 রেটিং,4700mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে

Google Pixel 9|IP68 রেটিং,4700mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে

ভারতের বাজার কাঁপাতে গুগল টেক সংস্থা লঞ্চ করলো Google Pixel 9 মোবাইল। একই দিনে এর পাশাপাশি আরো তিনটি ফোন লঞ্চ করেছে সেগুলি হল- Google Pixel 9 Pro Fold, Google Pixel 9 Pro, Google Pixel 9 Pro XL এই ফোনগুলিতে থাকছে উন্নতমানের AI যুক্ত টেকনোলজি ফিচার। এই ফোনে ব্যাটারি দেওয়া হয়েছে ৪৭০০mAh, ১২ জিবি Ram + ২৫৬ জিবি রমের সাথে ভারতের বাজারে পেশ করা হয়েছে। আজকের প্রতিবেদনে জানতে পারবেন Google Pixel 9 ফোনে থাকা সমস্ত স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

Google Pixel 9
Google Pixel 9

Google Pixel 9 স্মার্টফোনের ভারতের বাজারে দাম ও সেল সাইট

Google Pixel 9 মডেলের ফোনটি একটি ভেরিয়েন্টের সাথে ভারতের বাজারে লঞ্চ করেছে। এই ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম।

ভারতের মার্কেটে এই ফোনটির লঞ্চ দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা।

ভারতের গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন গুগল টেক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ষ্টোর থেকে। এছাড়া ও কিনতে পারবেন অনলাইন ই-কমার্স ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে এবং অফলাইনে কিনতে পারবেন অনুমোদিত রিটেলারের কাছ থেকে।

Google Pixel 9
Google Pixel 9

Google Pixel 9 স্মার্টফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই স্মার্টফোনের ডিসপ্লেতে থাকছে ৬.৩ ইঞ্চির একটুয়া OLED ডিসপ্লে। রেজ্যুলেশন- ২৪২৪*১০৮০ পিক্সেল, স্মুথ ডিসপ্লে রিফ্রেশ রেট- ( ৬০- ১২০), ১৮০০ নিটস (HDR) এবং পিক ব্রাইটনেস ২৭০০ নিটস, কন্ট্রাস রেশিও ২,000,000:১, HDR সাপোর্ট। এই ফোনের স্ক্রিনকে প্রতিরক্ষা করার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টস ২ কভার গ্লাস যোগ করা হয়েছে।

প্রসেসর: মোবাইলটি সুন্দর ভাবে প্রসেসিং করার জন্য এই ফোনে থাকছে গুগল টেনসোর G৪ যুক্ত করা হয়েছে। ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে দেওয়া হয়েছে টাইটান ২ কপ্রসেসর।

স্টোরেজ: ভারতের বাজারে ফোনটি ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম এই একটি মডেলের সাথে পাওয়া যাবে।

কালার: চারটি কালারের সাথে ভারতের বাজারে ফোনটি পাওয়া যাবে। 1. Peony, 2. Porcelain, 3. Obsidian, 4. Wintergreen.

মেইন ক্যামেরা: এই ফোনে যোগ করা হয়েছে উন্নত মানের দুটি রিয়েল প্রধান ক্যামেরা। প্রধান ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল অক্টা পিডি ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরার ইমেজ সেন্সর সাইজ হল- ১/১.৩১ ইঞ্চি, অ্যাপারচার- F/১.৬৮। এবং অন্য প্রধান ক্যামেরাতে রয়েছে ৪৮ মেগা পিক্সেল কোয়াড পিডি আল্ট্রাওয়াইড ক্যামেরা। ইমেজ সেন্সর সাইজ- ১/২.৫৫ ইঞ্চি, F/১.৭ অ্যাপারচার।

মেইন ক্যামেরা ফিচার: Add Me, Night Sight, Portrait mode, Face Unblur, Macro Focus, Real Tone, Frequent Faces, Long Exposure, Top Shot, Action Pan, Astrophotography, Macro Focus Video, Cinematic Pan, Cinematic Blur, Astrophotography Timelapse, Night Sight Timelapse, Fused Video Stabilization.

সেলফি ক্যামেরা: সেলফি তোলার জন্য মোবাইলটিতে ১০.৫ মেগা পিক্সেল ডুয়াল পিডি ক্যামেরা সহ অটো-ফোকাস যুক্ত করা হয়েছে।

ব্যাটারি: এই ফোনের পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪৭০০mAh ব্যাটারি। এই ফোনের ৫৫% চার্জ করতে সময় লাগে ৩০ মিনিট। ফোনটি দ্রুত চার্জ করার জন্য দেওয়া হয়েছে ৪৫ ওয়াটের টাইপ- সি চার্জার।

অন্যান্য ফিচার: Operating system- Android 14, Safety- Car Crash Detection, Emergency SOS, Safety Check, Android Earthquake Alerts System, Emergency Location Service, Crisis alerts, Emergency contacts and medical info, Sensors- Barometer, Gyrometer, Ambient light sensor, Magnetometer, Proximity sensor, Accelerometer.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments