HDFC Credit Card Pin Genaret: আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড Apply করেছিলেন। এরপর আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে গিয়েছে ক্রেডিট কার্ড। এর আগে আপনি কখনো কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেননি। তাই আপনি বুঝে উঠতে পারছেন না ক্রেডিট কার্ডের পিন জেনারেট কিভাবে করবেন। আপনাদের টেনশেন নেওয়ার কোনো প্রয়োজন নেই আজকের প্রতিনিবদনে সবিস্তারে তুলে ধরা হয়েছে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের পিন জেনারেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য।
আরও পড়ুন:- ক্রেডিট কার্ড ব্যবহার করেন সাবধান হয়ে যান নইলে আপনি ও পড়তে পারেন বিপদে।
ক্রেডিট কার্ডের পিন জেনারেট করার জন্য নিজের কাছে থাকতে হবে একটি স্মার্টফোন। পিন জেনারেট করার সময় সাবধানে পিন জেনারেট করুন অন্য কোনো ব্যক্তি যাতে পিন জানতে না পারে। আপনারা বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে ক্রেডিট কার্ডের পিন জেনারেট করতে পারবেন। (HDFC Credit Card Pin Genaret)
My Card ফোনে কিভাবে ইনস্টল করবেন
HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের পিন জেনারেট করার জন্য প্রথমে নিজের স্মার্টফোনে My Card ইনস্টল করতে হবে। My Card App টি আপনারা প্লে ষ্টোরে নাও পেতে পারেন। আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছানো খামটি খুলুন তার মধ্যে পাবেন আপনার ক্রেডিট কার্ড ও ক্রেডিট কার্ডের নিয়মাবলী। সেখানে দেখতে পাবেন My Card Scan QR Code আপনার ফোনের Google Scan দিয়ে স্ক্যান করুন।
স্ক্যান করা হয়ে গেলে আপনার সামনে My Card এর প্রথম পেজটি খুলে যাবে। প্রথম পেজে আপনার কাছে চাইবে রেজিস্টার মোবাইল নাম্বার। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি OTP আসবে OTP দিয়ে সাবমিট করে দিন। সাবমিট করার পরে আপনার সামনে Data Privacy Consent নামে একটি পেজ ওপেন হয়ে আসবে। এখানে টিকমার্ক করে সাবমিট করে ফেলুন। তারপর আপনার সামনে মোবাইলে My Card ইনস্টল হয়ে খুলে যাবে।
ক্রেডিট কার্ডের পিন জেনারেট করার নিয়মাবলী
উপরের ফটোটি ফলো করুন ঠিক এই রকম ভাবে স্ক্যান কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে পেজটি খুলে যাবে। কার্ডের বাম দিকে ছোটো একটি বাক্স দেখতে পাবেন বক্সটি টিকমার্ক করুন। টিকমার্ক করার পরে আপনার কার্ডের শেষ চারটি সংখ্যা লিখুন এরপর নিচে অ্যাড প্রোডাক্ট এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে প্রোডাক্ট অ্যাড সাকসেসফুল হয়ে যাবে তারপর proceed অপশনে ক্লিক করুন।
এরপর আবারো আপনার সামনে আপনার কার্ডটি ওপেন হয়ে আসবে। কার্ডের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরের ছবির মতো আপনার সামনেও একটি নতুন পেজ আসবে এখানে অ্যাড নাউ এর উপরে ক্লিক করুন। এরপর ইনস্টল অপশনে ক্লিক করবেন তাহলে App টি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে।
ইনস্টল অপশনে ক্লিক করার পরে আপনার কার্ডের সমস্ত তথ্য আপনার সামনে খুলে আসবে। এখানে নীচের দিকে দেখুন পিন সেট নামে অপশন দেখতে পাবেন তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে নতুন পেজ খুলে আসবে। এখানে নিজের পছন্দ মতো চার সংখ্যার নম্বর দিন, নীচের অপশনে আবার নম্বরটি দিন। নাম্বার দেওয়ার শেষে আপনার কার্ডের শেষ তারিখ লিখুন এবং কার্ডের উল্টো দিকে থাকা তিন সংখ্যার সিভিভি নাম্বারটি দিন। নীচের বক্সে টিকমার্ক করে কন্টিনিউ অপশনে প্রেস করুন। এরপর আপনার মোবাইলে একটি OTP যাবে OTP নাম্বার দিয়ে সাবমিট করে দিন সাবমিট করে দেওয়ার পরে you have successfully set your pin নামে নতুন পেজ আসবে।
আপনারা নিশ্চয় জানতে পারলেন আজকের প্রতিবেদন থেকে কিভাবে HDFC Credit Card Pin Genaret করতে হয়। পিন জেনারেট করার সময় যদি আপনাদের কোনো সমস্যাই পড়েন অবশ্যই নীচের বক্সে কমেন্ট করে জানান। আপনারা রীতিমতো আপডেট পেতে www.gyanpix.com ফলো করুন। ধন্যবাদ।
আরও পড়ুন:- ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে পাথক্য গুলি কি কি
FAQ for HDFC credit card pin Genaret
ক্রেডিট কার্ড পিন কি?
ক্রেডিট কার্ড পিন (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) হল- চার সংখ্যা বিশিষ্ঠ নাম্বার। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে চার সংখ্যা বিশিষ্ঠ নাম্বার নিরাপত্তা কোড হিসেবে কাজ করে থাকে। যখন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করবেন তখন এই চার সংখ্যার নাম্বারটি প্রয়োজন হবে।
ব্যাঙ্ক শাখায় না গিয়ে HDFC ক্রেডিট কার্ডের পিন তৈরী করতে পারবো কি?
হ্যাঁ, আপনি ব্যাঙ্কের ব্রাঞ্চে না গিয়ে ও HDFC ক্রেডিট কার্ডের জন্য পিন তৈরী করতে পারবেন। যেমন- নেটব্যাঙ্কিং, ফোনব্যাঙ্কিং বা এটিএম পরিষেবা গুলির মাধ্যমে ক্রেডিট কার্ডের পিন তৈরী করতে সক্ষম হয়ে উঠবেন।
ক্রেডিট কার্ডের পিন তৈরির সময় সমস্যা হলে কি করা উচিত?
ক্রেডিট কার্ডের পিন তৈরী করার সময় যদি কোনো ব্যক্তি কোনো সমস্যাই পড়েন, সেক্ষেত্রে HDFC ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে সাহায্য নিতে পারেন। এই কাজটি করতে না পারলে আপনার নিকটতম HDFC ব্যাঙ্কে গিয়ে আপনার সমস্যার কথা জানান। তারা আপনাকে আপনার ক্রেডিট কার্ডের পিন তৈরী করতে সাহায্য করবে।