HomeTECHHonor 200 5G:ভারতের মার্কেটে Honor 200 5G লঞ্চ ডেট জানা গেল

Honor 200 5G:ভারতের মার্কেটে Honor 200 5G লঞ্চ ডেট জানা গেল

বন্ধুরা আপনারাকি জানেন Honor সংস্থার এই সিরিজের Honor 200 5G এবং Honor 200 Pro ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে ১৮ জুলাই দুপুর ১২ টার সময়। শপিং সাইট ই-কমার্স ওয়েবসাইট Amazon এবং হোনোর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট। এই ফোনে থাকছে তিনটি মেইন ক্যামেরার সেটআপ, এছাড়া ও ফ্রন্ট ক্যামেরা থাকছে ৫০ মেগা পিক্সেল। ব্যাটারি- ৫২০০mAh, ৬.৭ ইঞ্চি স্ক্রিন সাইজ, স্নাপড্রাগপন Gen প্রসেসর, চার রকম কালার সহ ভারতের বাজারে আসতে চলেছে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এই নতুন সিরিজের ফোনে কি কি চমৎকার ফিচার থাকছে।

Honor 200 5G
Honor 200 5G

Honor 200 5G ভারতের বাজারে লঞ্চ

ই-কমার্স সংস্থা Amazon এর মাধ্যমে জানা যায় Honor সংস্থার নতুন সিরিজের ফোন ১৮ জুলাই লঞ্চ হবে বলে। এই ফোনে থাকছে গ্রাহকদেরকে চমক দেওয়ার মতো এক গুচ্ছ ফিচার। ভারতের বাজারে ক্যামেরার দিক দিয়ে এগিয়ে রয়েছে যে সব সংস্থা গুলি- ভিভো, অপ্পো, অনপ্লাস এই সংস্থার স্মার্টফোন। তবে টেক বিশেষজ্ঞরা মনে করছে এই ফোনে যে ক্যামেরার মান রয়েছে তাতে অন্য কোম্পানিদের কেও প্রতিযোগিতার মুখে আনতে পারে বলে দাবি।

Honor 200 5G
Honor 200 5G

ভারতের বাজারে স্পেসিফিকেশন ও বিস্তারিত ফিচার

ডিসপ্লে: Honor 200 5G মোবাইলে থাকছে একটি ৬.৭ ইঞ্চির একুয়াল – ডেফথ কোয়াড কার্ভ স্ক্রিন, রিফ্রেশ রেট- ১২০, রেজ্যুলেশন- ২৬৬৪*১২০০, ব্রাইটনেস- ৪০০০ নিটস, স্ক্রিন গ্লাস- অ্যালুমিনোসিলিকেট গ্লাস,

প্রসেসর: Honor 200 মোবাইলটি যাতে সুন্দর ভাবে কাজ করে তার জন্য থাকছে ন্যানো মিটার প্রসেসর সহ স্ন্যাপড্রাগন যেনপ্রসেসর।

কালার: কালারের কথা বললে এই ফোনে থাকছে চার রকমের কালার- 1. Moonlight White, 2. Black, 3. Coral Pink, 4. Emerald Green.

স্টোরেজ: Honor সংস্থার নতুন ফোনটি তিন রকমের স্টোরেজ সহ লঞ্চ হতে চলেছে। প্রথমটি হল- 8GB RAM+256GB ROM| দ্বিতীয়টি- 12 GB RAM + 256 GB ROM এবং তৃতীয়টি হল- 8 GB RAM + 512 GB ROM.

মেইন ক্যামেরা: Honor সংস্থার এই নতুন সিরিজের ফোনে থাকছে তিনটি মেইন ক্যামেরার সেটআপ। মেইন ক্যামেরা- ৫০ মেগা পিক্সেল f/1.95 aperture, OIS, ৫০ মেগা পিক্সেল টেলিফোটো ক্যামেরা- f/2.4 aperture, OIS, আলট্রা ওয়াইড ১২ মেগা পিক্সেল ক্যামেরা f/2.2 aperture.

মেইন ক্যামেরা ফিচার: মেইন ক্যামেরা তে ভিডিও রেজুলেশন থাকছে- ৩৮৪০*২১৬০, Rear Flashlight- Rear single LED flash, ভিডিও শুট করার সময় এই ফোনের সাহায্যে 4k ভিডিও রেকডিং করতে পারবেন, Zoom Mode- Digital zoom 50x, ফটো রেজুলেশন- ৮১৯2*৬১৪৪ পিক্সেল, Capture Mode- Photo, Portrait art style, Time-lapse, Moving Photo, Super Wide Angle, AI photography, Night shot, Aperture, Multi-Video, Pro mode, Panorama, Video, Slow-Mo, Multi-Video, HDR, Filter, Super Macro, Night video, SOLO Cut, Timer, Capture smiles.

ফ্রন্ট ক্যামেরা: এই ফোনে ফ্রন্ট ক্যামেরা থাকছে ৫০ মেগা পিক্সেল এই ক্যামেরার সাহায্যে ইউজাররা খুব সহজেই নিজেই নিজের ফটো তুলতে পারবে এবং ভিডিও কল করতে পারবে।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেজুলেশন থাকছে- ৩৮৪০*২১৬০, ফটো রেজুলেশন- ৮১৯২*৬১৪৪ পিক্সেল,ফ্রন্ট ক্যামেরাতেও 4k ভিডিও রেকডিং করতে পারা যাবে। Capture Mode- Portrait, Filter, Time-lapse, Moving Photo, Mirror reflection, Capture smiles, Timer, Multi-Video, Night, Gesture control.

ব্যাটারী: এই মোবাইলে থাকছে ৫২০০mAh Lithium polymer battery (Silicon-Carbon Battery). ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে ১০০ ওয়াটের সুপার চার্জার।

অন্যান্য ফিচার: অপারেটিং সিস্টেম- Magic OS 8.0 (Based on Android 14), Earjack- USB Type-C, USB- USB Type-C, USB 2.0, Fingerprint Sensor- Supported, Gravity Sensor- Supported, Gyroscope- Supported, Wi-Fi Direct- Supported, Wi-Fi Frequency- 2.4GHz and 5GHz.

Honor 200 5G ফোনটির বিবরণ উপরের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আপনারা আজকের প্রতিবেদনটি পড়ে জানতে পেরেছেন এই ফোনে কি কি ফিচার আছে। আপনারা যদি আরো নতুন নতুন আপডেট পেতে আগ্রহী থাকেন তবে আমাদের ওয়েবসাইট এর সাথে যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ।

Honor 200 5G Smartphone-এর FAQ

Honor 200 5G মোবাইলের ডিসপ্লে ফিচার গুলি কি কি?

Honor 200 5G মোবাইলের ডিসপ্লে ফিচার গুলি হল- এই ফোনে থাকছে ৬.৭ ইঞ্চির কোয়াড কার্ভ স্ক্রিন, রেজুলেশন- ২৬৬৪*১২০০, রিফ্রেশ রেট- ১২০Hz.

Honor 200 5G ফোনে 4k ভিডিও রেকডিং করতে পারব কি?

আপনারা নিশ্চয় এই ফোনের মাধ্যমে 4k ভিডিও রেকডিং করতে পারবেন। এই ফোনের ভিডিও রেকডিং রেজুলেশন হল- ৩৮৪০*২১৬০, মেইন ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ও 4k ভিডিও রেকডিং করেত পারা যাবে।

Honor 200 5G ফোনে ফাস্ট চার্জ করা সম্ভব কি?

Honor 200 5G ফোনে ফাস্ট চার্জ করা করতে পারবে তার জন্য এই ফোনে থাকছে একটি ১০০ ওয়াটের সুপার ফাস্ট চার্জার। যার মাধ্যমে ইউজারের অল্প সময়ের মধ্যে ফুল চার্জ করে উঠতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments