HomeTECHHow To Delete Instagram Account|ইনস্টাগ্রাম Account ডিলিট

How To Delete Instagram Account|ইনস্টাগ্রাম Account ডিলিট

How To Delete Instagram Account: আপনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম প্লাটফর্মে একটি আপনার নামে Account তৈরী করেছেন। আপনি চাইছেন সেই ইনস্টাগ্রাম Account টিকে আর ব্যবহার না করে পার্মানেন্ট ভাবে বন্ধ করে দিতে। আপনি বুঝে উঠতে পারছেন না ইনস্টাগ্রাম Account টিকে কিভাবে ডিলিট করতে হয়। ইনস্টাগ্রাম Account তৈরী করার পরে ইনস্টাগ্রাম Account ডিলিট করা আদোকি সম্ভব অনেকের মনে এই প্রশ্ন রয়েছে। কথায় আছে জন্ম নিলে মৃত্যু অনিবার্য ঠিক একই রকম ইনস্টাগ্রাম এর ক্ষেত্রে ও Account তৈরী করে Account ডিলিট ও করতে পারবেন। আসুন আজকের এই প্রতিবেদন থেকে আমরা শিখে নিই ইনস্টাগ্রাম Account পার্মানেন্ট ভাবে বন্ধ কি করে করতে হয়।

How To Delete Instagram Account
How To Delete Instagram Account

android ফোন ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম account এর সেটিং এ গিয়ে ইনস্টাগ্রাম account ডিলিট করতে পারবেন। কোনো ব্যক্তি যদি ভাবেন আমি পার্মানেন্ট ভাবে ডিলিট না করে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। ডিঅ্যাক্টিভেট করে রাখা ইনস্টাগ্রাম account কে পুনরায় অ্যাক্টিভেট করা সম্ভব। কিন্তু অপরদিকে পার্মানেন্ট ভাবে ডিলিট করা ইনস্টাগ্রাম Account কে পুনরায় অ্যাক্টিভেট করা সম্ভব নয়।

Instagram Account ডিঅ্যাক্টিভেট এবং পার্মানেন্ট ডিলিট করার পদ্ধতি (How To Delete Instagram Account)

How To Delete Instagram Account
How To Delete Instagram Account

উপরের ফটোটি ফলো করুন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে আপনার ফোনে থাকা ইনস্টাগ্রাম app টিকে ওপেন করুন। আপনার মোবাইলের নীচের ডানদিকে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করুন। তারপরে নতুন ভাবে আপনার প্রোফাইলটি আপনার সামনে খুলে যাবে। এবার মোবাইলের ডানদিকের উপরের দিকে তিনটি দাগ দেখতে পাবেন তার উপরে ক্লিক করুন।

Instagram Account Delete
Instagram Account Delete

তিনটি দাগের উপরে ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে। এই নতুন পেজের প্রথমে Account Center নামে অপশন দেখতে পাবেন তার উপরে প্রেস করুন। এরপরে আবারো একটা নতুন ভাবে পেজ খুলে যাবে এই পেজের Personal Details এই অপশনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে Personal Details নামে একটি পেগ খুলবে। এই পেজের সব শেষের Account ownership And Control অপশনের উপরে ক্লিক করুন।

Account ownership And Control নামে পেজ আসবে এখানে দুটো অপশন পাবেন, নীচের Deactivation Or Deletion এর উপরে প্রেস করুন। আপনি যতগুলি ইনস্টাগ্রামে account অ্যাড করে রাখবেন সমস্ত account আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা যে account টিকে ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন সেই account এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে Deactivate Account এবং Delete Account অপশন চলে আসবে।

delete instagram account
delete instagram account

আপনারা যদি কিছু দিনের জন্য আপনার account কে বন্ধ রাখতে চান সেক্ষেত্রে প্রথম Deactivate Account টিকে সিলেক্ট করুন। এবং পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চাইলে দ্বিতীয় Delete Account টিকে সিলেট করুন। সিলেট করার পারে নিচে Continue অপশনের উপরে ক্লিক করলে আপনার account পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে।

How To Delete Instagram Account: আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে ইনস্টাগ্রাম account পার্মানেন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করতে হয়। প্রতিবেদনটি ভালো লাগলে আপনার প্রিয়োজনদের সাথে শেয়ার করুন। মোবাইল সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments