How To Set Facebook Page URL 2024:
How To Set Facebook Page URL 2024: Facebook- এর ২০২৪ সালে নতুন আপডেট আসার পারে অনেক ফেইসবুক পেজের ইউআরএল সেটআপ করতে পারেনা। ফেসবুকে ইউআরএল সেট করার নিয়মটি কিন্তু খুব সহজ একটি পদ্ধতি। আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ফেইসবুক পেজের URL সেট করতে হয়। ফেসবুক হলো একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এই প্লাটফর্ম থেকে অনলাইন এর মাধ্যমে আর্নিং করা যায়। পরবর্তী প্রতিবেদনে আমরা আলোচনা করবো ফেইসবুক থেকে কিভাবে প্রতি মাসে আয় করা যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফেইসবুক পেজে ইউআরএল সেট করবেন। (How To Set Facebook Page URL 2024)
আপনাদের প্রথমে জানিয়ে রাখি আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে সেক্ষত্রে আপনারা মোবাইলের মাধ্যমে ও কাজটি করতে পারবেন। মোবাইল দিয়ে কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখানো হবে। (How To Set Facebook Page URL 2024)
আরও পড়ুন:- redmi smart fire tv 32 inch 2024
কম্পিউটার এর মাধ্যমে কিভাবে ফেইসবুক পেজ ইউআরএল সেট করবেন?
- যে সকল বন্ধুরা কম্পিউটার এর মাধ্যমে ফেইসবুক পেজের ইউআরএল চেঞ্জ করতে চান তাদের জন্য এই পদ্ধতিটি।
- কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজার চালু করুন তারপর সার্চ বক্সে সার্চ করুন www.facebook.com
- এরপর আপনার ফেইসবুক account ওপেন করে ফেলুন।
- লগইন হওয়ার পরে আপনারা যে পেজটির ইউআরএল চেঞ্জ করতে চান সেটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য আপনার কম্পিউটারের ডান দিকে দেখুন একটি লোগো অথবা নিজের ছবি দেখতে পাবেন। তার উপরে ক্লিক করে পেজটিকে প্রথমে সিলেক্ট করে নিবেন।
- সিলেক্ট করার পারে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে। পেজের বাম দিকে দেখুন একটি সেটিং অপশন দেখতে পাবেন তার উপরে ক্লিক করুন।
- এরপর আবারো একটি নতুন পেজ খুলে আসবে বাম দিকের উপরে দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি। এই বামদিকের অপশন গুলি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। তারপরে দেখতে পাবেন পেজ সেটআপ নামে একটি অপসন তার উপরে ক্লিক করুন।
- ক্লিক করার পারে ডানদিকে পেজ সেটআপ নামে একটি পেজ আসবে প্রথমে আপনার পেজের নাম দেখতে পাবেন। ঠিক তার নিচে নাম বলে অপসন আছে তার ডান দিকে দেখুন ভিউ অপসন রয়েছে তার উপরে ক্লিক করুন।
- এরপর আবারো নতুন পেজ দেখতে পাবেন নাম ও Username দুটি অপসন। নিচের Username এ ক্লিক করে ইউআরএল চেঞ্জ করতে পারবেন।
মোবাইল দিয়ে কিভাবে Facebook URL চেঞ্জ করবেন?
যে সকল বন্ধুরা মোবাইল দিয়ে ফেসবুক পেজের URL চেঞ্জ করার কথা ভাবছেন এই পদ্ধতিটি তাদের জন্য।
- প্রথমে স্মার্টফোনে থাকা ক্রোম ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পরে সার্চ করুন www.facebook.com এরপর আপনার সামনে আবারো একটি পেজ ওপেন হয়ে আসবে এখানে আপনি আপনার ফেইসবুক account লগইন করে নিবেন।
- লগইন করার পরে মোবাইলের ডানদিকের উপরে তিনটি ডট দেখতে পাবেন তার ওপরে ক্লিক করুন। তারপরে একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে নিচের দিকে স্ক্রল করে আসুন দেখতে পাবেন ডেস্কটপ সাইট তার ওপরে ক্লিক করুন।
- ব্যাক করে ফেইসবুক account এ ফিরে আসুন। মোবাইলের ডান দিকে দেখুন নিজের ছবি বা লোগো দেখতে পাওয়া যাবে। সেই ছবিটির উপরে ক্লিক করে URL চেঞ্জ করতে চান সেই account সিলেক্ট করুন।
- সিলেক্ট করার পারে আপনার সামনে সেই account ওপেন হয়ে চলে আসবে। বামদিকে দেখুন লোগো দেখতে পাবেন তার ওপরে ক্লিক করুন।
- ক্লিক করার পরে একটি নতুন ভাবে পেজ খুলে আসবে। সেটিং নামে যে অপশনটি রয়েছে তার উপরে ক্লিক করুন।
- তার পরে আবারো একটি পেজ খুলে চলে আসবে। নিচের দিকে স্ক্রল করে চলে আসুন এবার পেজ সেটআপ অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে আবারো একটি নতুন পেজ আসবে। দ্বিতীয় নম্বরে Username নাম একটি অপসন পাবেন এখন থেকে আপনারা URL চেঞ্জ করতে পারবেন।
How To Set Facebook Page URL 2024: বন্ধুরা আশা করি আপনারা জানতে পারলেন যে facebook পেজের URL কিভাবে চেঞ্জ করতে হয়। আপনারা যদি URL চেঞ্জ করতে না পারেন বা আমাদের প্রতিবেদন থেকে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের টিম আপনাদের অবশ্যই হেল্প করবে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। (How To Set Facebook Page URL 2024)