HomeHISTORYIndependence Day 2024|প্রতিবছর ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস কেন

Independence Day 2024|প্রতিবছর ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস কেন

Independence Day 2024: ভারতবর্ষে স্বাধীনতা দিবস (Independence day) হিসেবে কেন ১৫ই অগাস্ট দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। ভারতের স্বাধীনতার (Independence) ইতিহাসের কথা সবিস্তারে জানুন আজকের এই আর্টিকেলের মাধ্যমে।

Independence Day 2024
Independence Day 2024

ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কেটে গেল ৭৭ বছর। ২০২৪ এই বছর ভারতীয়রা ৭৮ তম স্বাধীনতা দিবস (Independence day) পালন করতে চলেছে। ১৫ই অগাস্ট এই দিন ভারতের অলি, গলি সর্বত্রে বাঁজবে দেশাত্মবোধক গান, সেই সঙ্গে স্মরণ করা হবে ভারতীয় বীর বিপ্লবীদের। কিন্তু অনেক ভারতের জনগনের মনে প্রশ্ন উঠে আসে কেন ১৫ই অগাস্ট এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল স্বাধীনতা দিবস (Independence day) হিসেবে। (Independence Day 2024)

Independence Day 2024 ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস পালন করার কারণ জানুন

বন্ধুরা আমরা কম বেশি সকলেই জানি ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য বহু বীর বিপ্লবীকে বলিদান দিতে হয়েছিল। ভারতবর্ষে ব্রিটিশরা রাজত্ব করেছিল প্রায় ২০০ বছর। ২০০ বছর রাজত্ব করার পর পুনরায় ভারত আবার পূর্ন স্বাধীনতা লাভ করে। ব্রিটিশ রাজত্বের শাসন থেকে ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট ভারত স্বাধীনতা অর্জন করে মুক্তি পায়। এর পার থেকেই ১৫ই অগাস্ট এই দিনটিকে সবার মনে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর স্বাধীনতা উদযাপন করা হয়।

Independence Day 2024
Independence Day 2024

স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জহললাল নেহেরু। শপথ গ্রহণের পর জহরলাল নেহেরু লাল কেল্লার লাহোরি গেটের উপর প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেই থেকে প্রতি বছর ১৫ই অগাস্ট দিল্লির লাল কেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পাশাপাশি জাতির উদ্দেশে প্রধান মন্ত্রী ভাষণ দেন।

ভারতের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত গাওয়া, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের প্রতিটি রাজ্যে স্বাধীনতা দিবস পালন করা হয়। ১৫ই অগাস্ট এই দিন সরকারি অফিস, আদালত, এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে মিষ্টি বিতরণ করা হয়। শুধু সরকারি নয় কিছু কিছু বেসরকারী অফিস ও কল কারখানাতে ও এই দিন জাতীয় পতাকা উত্তলোন করা হয়। ১৫ই অগাস্ট একটি জাতীয় ছুটির দিন এই দিন সমস্ত রকমের কাজকর্ম ও পঠনপাঠন বন্ধ থাকে।

দিল্লির লাল কেল্লায় ১৫ই অগাস্ট ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলনের এর দৃশ্য, আনুষ্ঠানিক ভাবে তুলে ধরা হয় বিভিন্ন দূরভাষন চ্যানেলের সাহায্যে সম্প্রচারিত করা হয়। এই দিন প্রধানমন্ত্রীর লাল কেল্লার জাতীয় পতাকা উত্তোলন দেখার জন্য টিভির পর্দার সামনে অনেক মানুষ বসে থাকেন। এই বিশেষ দিনে ছোটো ছোটো ছেলে মেয়েরা স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের সাজপোশাক পরে। এবং অনেকেই আবার ক্ষুদিরাম বসু ও নেতাজী সুভাষ চন্দ্র বসু বীর বিপ্লবীদের মতো সেজে শোভাযাত্রা করে।

ব্রিটেনের রাজকোষে অবনতি ঘটে ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ হওয়ার কারনে। এই অবস্থায় ব্রিটেনের পক্ষে সবরকমের লাভের অসম্ভব হয়ে পড়েছিল। ব্রিটিশ সরকার তাদের সেনাবাহিনী ও ভারতের রাজনৈতিক অস্থিরতাকে সামাল দিতে অক্ষম হয়ে পড়ে। এই অবস্থায় ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন ভারত শাসন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কথা। ব্রিটিশ সরকার ঘোষণা করেন ১৯৪৭ সালের প্রথম দিকে যে তারা ভারতের শাসন ক্ষমতা ফিরিয়ে দিবে ১৯৪৮ সালের জুন মাসের মধ্যে।

ব্রিটিশ শাসনের হাত থেকে ভারত স্বাধীনতা পাওয়ার সময় যত এগিয়ে আস্তে থাকে, ততই বাংলা ও পাঞ্জাব এই দুই প্রদেশের মুসলমান ও হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধি পায়। দুই প্রদেশের দাঙ্গা রোধের জন্য ও ব্রিটিশ সরকারের অক্ষমতার জন্য সেই সময়ের ভারতের ভাইয়সর- লুইস মাউন্ট ব্যাটেন ভারতের ক্ষমতা হস্তান্তরের দিন এগিয়ে আনে সাত মাস। জওহরলাল নেহেরু, মহম্মদ আলী জিন্নাহ, ভীমরাও রামজী, অম্বেডকর, আবুল কালাম আজাদ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ প্রমুখ সকলে ১৯৪৭ সালের জুন মাসে ভারত দ্বিখন্ডিত করার প্রস্তাব মেনে নেন।

নতুন রাষ্ট্র পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের ১৪ই অগাস্ট।পাকিস্তান নামক নতুন রাষ্ট্রের করাচিতে প্রথম গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন- মহম্মদ আলি জিন্নাহ। ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট মধ্যেরাতে ভারত স্বাধীনের কথা সূচিত হয়। জওহরলাল নেহেরু তার ভাষণ প্রদান করে ভারতের স্বাধীনতা ঘোষনা করে ছিলেন। স্বাধীন ভারতে জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মাউনব্যাটেন। (Independence day 2024)

Independence Day 2024 বন্ধুরা আশা করছি আপনারা নিশ্চয় জানতে পেরেছেন প্রতিবছর কেন ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। আজকের প্রতিবেদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তার ফলে আপনার বন্ধুরা ও জানতে পারবে ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস সম্পর্কে। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments