HomeTECHInfinix Hot 50 5G|১০ হাজার টাকার কমে কিনুন দারুন ফিচার

Infinix Hot 50 5G|১০ হাজার টাকার কমে কিনুন দারুন ফিচার

ইনফিনিক্স সংস্থা তাদের Hot সিরিজের নতুন ফোন Infinix Hot 50 5G নামে ভারতের বাজারে লঞ্চ করলো। এই ফোনটি ভারতের গ্রাহকরা ১০ হাজার টাকার কম দামেই কিনতে পারবে। দুটি ভেরিয়েন্টের সাথে ভারতের মার্কেটে পেশ করা হয়েছে তবে টপ মডেলে থাকছে ৮ জিবি RAM + ১২৮ জিবি রম। মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ শক্তিশালী প্রসেসর যুক্ত করা হয়েছে। কম দামের এই ফোনে দেওয়া হয়েছে নতুন নতুন অত্যাধুনিক ফিচার। এই ফোনের ফিচার সম্পর্কে জানলে যে কোনো গ্রাহক ফোনটি কিনতে আগ্রহী হয়ে উঠবেন। আসুন তবে আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক এই ফোনে থাকা ফিচার গুলি সম্পর্কে সবিস্তারে।

Infinix Hot 50 5G

সেল অফার সম্পর্কে জানুন

ভারতের বাজারে লঞ্চ করা Infinix Hot 50 5G প্রথম ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ৪ জিবি RAM + ১২৮ জিবি রম এবং অন্য দিকে দ্বিতীয় ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ৮ জিবি RAM + ১২৮ জিবি রম। ভারতের গ্রাহকরা Infinix Hot 50 ফোনটি এই দুটি ভেরিয়েন্টের সাথে কিনতে পারবে।

প্রথম ভেরিয়েন্টের ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে ৯,৯৯৯ টাকায়।

দ্বিতীয় স্টোরেজের ফোনটি লঞ্চ করেছে ১০,৯৯৯ টাকায়।

ফোনটির প্রথম সেল শুরু হবে ৯ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় থেকে। অনলাইন সেল সাইট হল ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট এর মাধ্যমে ক্রয় করতে পারা যাবে।

দুটি ভেরিয়েন্টের ফোনের উপরে কিন্তু থাকছে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অফার ১ হাজার টাকার ছাড়। এই অফারটি চলবে সেলের দিন থেকে শুরু করে ১০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।

Infinix Hot 50 5G
Infinix Hot 50 5G

স্পেসিফিকেশন ফিচার গুলি সম্পর্কে জেনে নিন

ডিসপ্লে: এই ফোনে ৬.৭ ইঞ্চির HD প্লাস ডিসপ্লে যুক্ত করা হয়েছে। রেজ্যুলেশন- ১৬০০*৭২০ পিক্সেল, রিফ্রেশ রেট- ১২০Hz, দেওয়া হয়েছে।

প্রসেসর: মোবাইলটির দাম কম হলে ও কোম্পানী ফিচারের দিক দিয়ে কোনো কমতি রাখেনি। ফোনটিকে ইউজ করার সময় কোনো রকমের প্রবলেম না হয় তার জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর।

স্টোরেজ: Infinix Hot 50 5G ফোনটিতে থাকছে দুটি স্টোরেজের সেটআপ। প্রথম ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ৪ জিবি RAM + ১২৮ জিবি রম, এবং দ্বিতীয়টিতে থাকছে ৮ জিবি RAM + ১২৮ জিবি রম।

ব্যাটারি: Hot 50 5G ফোনটিকে একবার চার্জ করে দীর্ঘ সময় ধরে চালানোর জন্য দেওয়া হয়েছে ৫০০০mAh ব্যাটারি। চার্জের জন্য থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।

মেইন ক্যামেরা: ফোনটিতে থাকছে AI যুক্ত ডুয়েল ক্যামেরার সেটআপ। মেইন ক্যামেরা ৪৮ মেগা পিক্সেল সনি IMX582 ক্যামেরা প্লাস ডেপথ সেন্সর ক্যামেরা।

মেইন ক্যামেরা ফিচার: Portrait, Film, Video, Slow Motion, AI Cam, Pro, Super Night, Timelapse, Dual Video, AR Shot, Short Video, Sky Shop, Panorama, Documents.

ফ্রন্ট ক্যামেরা: এই ফোনে ৮ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে। এই ফ্রন্ট ক্যামেরার সাহায্যে ইউজাররা অপরের সাহায্য ছাড়াই নিজের ইচ্ছে ছবি তুলে পারে। এর পাশাপাশি দূরে থাকা বন্ধুদের সাথে ভিডিও কলের সাহায্যে একে অপরকে দেখতে পারে।

অন্যান্য: ১০ হাজার টাকার কম দামের ফোনে ও যুক্ত করা হয়েছে IP54 রেটিং। এই রেটিং এর সাহায্যে আপনার ফোনকে ধূলো ও স্ল্যাশ জলের হাত থেকে প্রতিরক্ষা করবে। এই ফোনটির সাইডে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেন্সর- Proximity Sensor, G-Sensor, Gyroscope(Software), E-Compass Light Sensor, অপারেটিং সিস্টেম-Android 14, Primary Clock Speed- 2.4 GHz, Processor Core- Octa Core.

আজকের এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরা Infinix Hot 50 5G ফোনটির সম্পর্কে আপনারা নিশ্চয় জানতে পেরেছেন। আপনারা যদি ফোন সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চান তবে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments