HomeTECHInfinix Note 40 Pro+ 5G Vs Motorola Edge 40|দুটি ফোনের তুলনা

Infinix Note 40 Pro+ 5G Vs Motorola Edge 40|দুটি ফোনের তুলনা

বন্ধুরা আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানবো Infinix Note 40 Pro Plus 5G এবং Motorola Edge 40 এই দুটি ফোনের মধ্যে তফাৎ কি কি রয়েছে। আপনারা যদি এই দুটি ফোনের মধ্যে একটি ফোন কিনার কথা ভেবে থাকেন তবে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন। Infinix Note 40 Pro Plus ফোনে থাকছে ১০৮ মেগা পিক্সেল OIS সুপার Zoom ক্যামেরা, স্প্ল্যাশ জল ও ধূলোর হাত থেকে প্রতিরোধের জন্য থাকছে IP53 রেটিং। অন্যদিকে Motorola Edge 40 ফোনে রয়েছে ৪৪০০mAh ব্যাটারি, ১৪৪Hz রিফ্রেশ রেট, জল প্রতিরোধের জন্য থাকছে IP68 রেটিং। আসুন সবিস্তারে জেনে নিই দুটি ফোনের দাম ও স্পেসিফিকেশন ও অন্যান্য ফিচার গুলি সম্পর্কে।

Infinix Note 40 Pro Plus 5G
Infinix Note 40 Pro Plus 5G

Infinix Note 40 Pro Plus 5G মোবাইলের দাম

ভারতের বাজারে ইনফিনিক্স সংস্থা Infinix Note 40 Pro Plus 5G এই ফোনটি একটি স্টোরেজের সাথে ভারতের বাজারে লঞ্চ করেছে। ফোনটিতে স্টোরেজ থাকছে ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম।

১২ জিবি Ram + ২৫৬ জিবি রম যুক্ত এই ফোনের দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা।

Motorola Edge 40 ফোনের দাম

motorola সংস্থা Motorola Edge 40 এই মডেলের ফোনটি ভারতের মার্কেটে একটি ভেরিয়েন্টের সাথেই লঞ্চ করেছে। এই মোবাইলে স্টোরেজ দেওয়া হয়েছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম।

৮ জিবি Ram + ২৫৬ জিবি রম যুক্ত মোবাইলটির লঞ্চ দাম রয়েছে ২৬,৯৯৯ টাকা।

Motorola Edge 40
Motorola Edge 40

Note 40 Pro Plus ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Note 40 Pro Plus ফোনে থাকছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন সহ ফুল HD প্লাস LTPS কার্ভ এমোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট- ১২০Hz, রেজ্যুলেশন- ২৪৩৬*১০৮০ পিক্সেল, ব্রাইটনেস- পিক ব্রাইটনেস ১৩০০ নিটস।

প্রসেসর: মোবাইলটিতে থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ ৫জি প্রসেসর।

স্টোরেজ: Infinix Note 40 Pro Plus 5G এই ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম।

মেইন ক্যামেরা: Note 40 Pro Plus ফোনে থাকছে তিনটি ক্যামেরার সেটআপ। প্রধান ক্যামেরা হল- ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা ও দ্বিতীয় প্রধান ক্যামেরাটি হল- ২ মেগা পিক্সেল এবং প্রধান তৃতীয় ক্যামেরাটি হল- ২ মেগা পিক্সেল ক্যামেরা।

মেইন ক্যামেরা ফিচার: Super Night, Film, Timelapse, Video, AI Cam, Dual Video, Portrait, AR Shot, Documents, Short Video, Pro, Slow Motion, Panorama, Super Macro, Sky Shop.

ফ্রন্ট ক্যামেরা: Note 40 Pro Plus ফোন ইউজাররা যাতে সুন্দর কোয়ালিটির সেলফি ফটো তুলতে পারে এবং বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলতে পারে। তার জন্য এই ফোনে থাকছে ৩২ মেগা পিক্সেল ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Beauty, Portrait, Film Mode, Timelapse, AR Shots, Video Recording, HDR, AI Cam, Super Night, Wide Selfie, Short Video.

কালার: দুই রকম কালারের সাথে ভারতের বাজারে পাওয়া যাবে Note 40 Pro Plus ফোনটি। 1. Obsidian Black, 2. Vintage Green.

ব্যাটারি: Infinix Note 40 Pro Plus 5G ফোনের পাওয়ার ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪৬০০ ব্যাটারি। এই ফোনে চার্জার থাকছে ১০০ ওয়াটের ম্যাক্স চার্জার। এবং ইউজাররা ২০ ওয়াটের ওয়্যারলেস Mag Charging চার্জার এর মাধ্যমে চার্জ করতে পারবে।

Motorola Edge 40 মোবাইলের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে থাকছে ৬.৫৫ ইঞ্চির স্ক্রিন ফুল HD প্লাস ৩ডি কার্ভ pOLED ডিসপ্লে। পিক ব্রাইটনেস ১২০০ নিটস, রেজ্যুলেশন- ২৪০০*১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট- ১৪৪।

প্রসেসর: এই মোবাইলটি যাতে ইউজাররা ব্যাবহার করার সময় কোনো রকমের অসুবিধা না হয়। তার জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি শক্তিশালী মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর।

স্টোরেজ: এই মোবাইলে থাকছে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি রম।

মেইন ক্যামেরা: এই ফোনে থাকছে দুটি মেইন ক্যামেরার সেটআপ। প্রধান ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় প্রধান ক্যামেরাটি হল- ১৩ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

মেইন ক্যামেরা ফিচার: Portrait, Night Vision, 360° Panorama, Timer, HDR, Active photos, Watermark, Auto Smile Capture, Auto Night Vision, Live Filters, Slow motion, Timelapse, Macro.

ফ্রন্ট ক্যামেরা: এই স্মার্টফোনে ভিডিও কল ও সেলফি তুলার জন্য থাকছে ৩২ মেগা পিক্সেল ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Portrait, Dual Capture, Timelapse, Timer, Face Beauty, Selfie Photo Mirror, Watermark, HDR, Live Filters, Quick Capture.

ব্যাটারি: ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনে থাকছে ৪৪০০ ওয়াটের ব্যাটারি। এই ফোনে থাকছে ৬৮ ওয়াটের Turbo Power চার্জার এবং ১৫ ওয়াটের ওয়ারলেস চার্জার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments