HomeTECHInfinix Note 40x|108MP ক্যামেরা ভারতের বাজারে লঞ্চ কবে হবে

Infinix Note 40x|108MP ক্যামেরা ভারতের বাজারে লঞ্চ কবে হবে

ইনফিনিক্স সংস্থা তাদের নোট সিরিজের নতুন Note 40x 5G ফোনটির লঞ্চের তারিখ প্রকাশ্যে এনেছে। ৫ই আগস্ট ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে ইনফিনিক্স সংস্থার Infinix Note 40x 5G মোবাইল। এই ফোনে থাকছে ১০৮ মেগা পিক্সেল AI ক্যামেরা সহ তিনটি প্রধান ক্যামেরার সেটআপ, রেজ্যুলেশন- ১৯২০*১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট- ১২০Hz, ব্যাটারি- ৫০০০mAh ব্যাটারি, ১২ জিবি Ram, ২৫৬ জিবি রম। লঞ্চের তারিখ প্রকাশ্যে আসার সাথে সাথে কিছু স্পেসিফিকেশন ফিচার ও প্রকাশ করেছে। আসুন দেখে নেওয়া যাক এই ফোনে থাকছে কি কি স্পেসিফিকেশন ও দাম কত।

Infinix Note 40x
Infinix Note 40x

ভারতের মার্কেটে লঞ্চের তারিখ

ভারতের বাজারে Infinix Note 40x 5G ফোনটি লঞ্চ হবে ৫ই আগস্ট ২০২৪। এই তথ্য জানা গিয়েছে ইনফিনিক্স সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। মোবাইলটি একটি স্টোরেজের সাথে ভারতের বাজারে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ইনফিনিক্স সংস্থা ইউজারারদের কথা মাথায় রেখে এই ফোনের ফিচারের তুলনায় দাম অনেক কম রেখেছে।

ভারতের গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবে ১৬,৯৯৯ টাকায়।

Infinix Note 40x
Infinix Note 40x

ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে থাকছে ৬.৭৮ ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট- ১২০Hz, রেজ্যুলেশন- ১৯২০*১০৮০ পিক্সেল, রেজ্যুলেশন টাইপ- ফুল HD প্লাস, ডিসপ্লে টাইপ- ফুল HD প্লাস LTPS, ব্রাইটনেস- পিক ব্রাইটনেস ১৩০০ নিটস, এছাড়া ও এই ফোনে থাকছে HD গেম সাপোর্ট।

প্রসেসর: ফোনটি ইউজাররা যাতে স্মুথ ভাবে ব্যবহার করতে পারে। সেই জন্য এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর।

স্টোরেজ: ফোনটি একটি স্টোরেজের সাথে ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। এই ফোনটিতে থাকবে ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম। MicroSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে ১টিবি পর্যন্ত করা সম্ভব।

মেইন ক্যামেরা: এই মোবাইলে থাকছে তিনটি মেইন ক্যামেরার সেটআপ। প্রধান ক্যামেরাটি হল- ১০৮ মেগা পিক্সেল Ai যুক্ত ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটি হল- ৮ মেগা পিক্সেল এবং তৃতীয় ক্যামেরাটি হল- ২ মেগা পিক্সেল।

মেইন ক্যামেরা ফিচার: Portrait, Super Night, Film, AI Cam, Video, AR Shot, Dual Video, Panorama, Pro, Short Video, Super Macro, Slow Motion, Timelapse, Panorama,  Documents, Sky Shop.

ফ্রন্ট ক্যামেরা: ভিডিও কল ও সেলফি তুলার মতো কাজ গুলির জন্য থাকছে এই মোবাইলে ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Beauty, Portrait, Film Mode, AI Cam, Timelapse, AR Shots,  HDR, Super Night, Wide Selfie, Short Video, Video Recording.

ব্যাটারি: এই স্মার্টফোনে থাকছে ৫০০০mAh ব্যাটারি।

অন্যান্য ফিচার: অপারেটিং সিস্টেম- Android Q Android 14 with XOS 14, Sensors- In-Display Fingerprint Sensor, Fingerprint, Gyroscope, G-Sensor, Light Sensor, X-Axis Linear Motor, Proximity Sensor,  Bluetooth Version- v5.3, Network Support- 5G, Processor Core- Octa Core.

বন্ধুরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে Infinix Note 40x ফোনের সবিস্তারে ফিচার সম্পর্কে। আপনি যদি প্রতিবেদনটি সম্পূর্ণ পড়েন তবে নিশ্চয় জানতে পারবেন। আপনারা যদি সবার আগে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments