HomeHISTORYjanmashtami|কৃষ্ণ জন্মাষ্টমী কেন পালন করা হয় বিস্তারিত জানুন

janmashtami|কৃষ্ণ জন্মাষ্টমী কেন পালন করা হয় বিস্তারিত জানুন

janmashtami: কৃষ্ণ জন্মষ্টমী বা জন্মষ্টমী হল- হিন্দু ধর্মের এক বিশাল উৎসব। এই উৎসবটি প্রতিবছর পালন করা হয় কিন্তু কেন পালন করা হয়। আপনাদের জানা না থাকলে আজকের এই প্রতিবেদনটি পড়ুন। আজকের এই প্রতিবেদনে সবিস্তারে তুলে ধরা হয়েছে কেন জন্মষ্টমী পালন করা হয়।

janmashtami
janmashtami

প্রতিবছর ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মষ্টমী বা জন্মষ্টমী পালন করা হয়। পুরাণ, ভাগবত, মহাভারত অনুযায়ী অষ্টমীতিথি, রোহিনী নক্ষত্র, বৃষ লগ্ন, যাদব বংশে মথুরার কারাগারে বুধবার মধ্যরাতে কৃষ্ণ জন্মগ্রহন করেন। কৃষ্ণ ভক্তরা প্রতিবছর এই তিথিতে উপবাস করে মধ্যরাতে শ্রী কৃষ্ণের পূজো করেন। কৃষ্ণের জীবনের কর্মকান্ড গুলি যেমন- নাট্য, গীতিনাট্য, কীর্তন, গান, যাত্রা, রাসলীলা, এবং কংস বধ ইত্যাদি। তার জীবনে ঘটা কর্মকান্ড গুলি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়।

বিশেষ করে বৃন্দাবন, মনিপুর, মথুরা এই সব জায়গায় ধুমধাম ভাবে অনুষ্ঠান গুলি পালিত হয়। বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় কৃষ্ণের বাল্যকালের দুষ্টু স্বভাব গুলি। তার জন্য বেশ কয়েকটি ছোটো ছোটো শিশুদের এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে হয়। তাদের মধ্যে একজনকে কৃষ্ণ সাজিয়ে উঁচুতে একটি মাখনের হাঁড়ি বেঁধে রাখে সেই হাঁড়ি ভেঙ্গে মাখন চুরি করার চেষ্টা করে।

অতি সংক্ষিপ্ত ভাবে জানুন কৃষ্ণের জীবনী (janmashtami)

বাসুদেব ও দেবকির অষ্টম পুত্র ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারি দিকে অন্যায় আর অত্যাচার মানুষের মধ্যে ছিলোনা কোনো স্বাধীনতা। চারি দিকে দিন দিন বেড়েই চলেছিল অশুভ শক্তির প্রভাব। এই অশুভ শক্তির বিনাশ ঘটাতে শ্রী বিষ্ণু কৃষ্ণ অবতার রূপে জন্ম নেন পৃথিবীতে।

শ্রী কৃষ্ণের জীবনের সব থেকে বড় শত্রু ছিল তার মামা কংস। মথুরার কারাগারে বুধবার মাঝরাতে জন্ম গ্রহণ করেন কৃষ্ণ। তার মামা কংস কৃষ্ণের জন্মের দিনই তাকে মেরে ফেলতে চেয়ে ছিলেন। তাই বাবা বাসুদেব কৃষ্ণের জন্মের পর সেই রাতে যমুনা নদী পার করে পালক পিতা নন্দ ও মাতা যশোদার কাছে রেখে আসেন।

janmashtami
janmashtami

কৃষ্ণ জন্মষ্টমী পালন করা হয় কীভাবে

হিন্দু ধর্মে পালিত হওয়া জন্মষ্টমী বৈষ্ণবদের কাছে একটি বিশেষ গুরুত্বপুন্য উৎসব। এই উৎসবটি বিভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন ভাবে পালন করে। পুরান শাস্ত্র অনুযায়ী রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে শ্রী বিষ্ণু জন্ম নেন কৃষ্ণ অবতার রূপে। কংসকে বধ করে অন্যায় অত্যাচার অধর্ম বিনাশ করার জন্যই কৃষ্ণ রুপির জন্ম গ্রহণ করেছিলেন।

জন্মাষ্টমীকে উপেক্ষা করে শ্রী কৃষ্ণের ছোট বেলার ঘটনা গুলিকে তুলে ধরা হয় রাসলীলার মাধ্যমে। এছাড়াও তার বাল্যকালে ঘটা বিভিন্ন কর্মকান্ড কান্ড গুলি তুলে ধরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা শ্রীকৃষ্ণের পুজো করেন এবং জন্মষ্টমী উপবাস পালন করেন।

জন্মষ্টমী তিথিতে সেই দিন মধ্যরাতে শ্রীকৃষ্ণের ছোটো ছোটো মূর্তি গুলিকে স্নান করিয়ে আবার কাপড়দিয়ে মুছিয়ে, সুন্দর ভাবে সাঁজিয়ে দোলনায় ঘুম পাড়ানো হয়। এরপর যারা উপবাস করেন তারা মিষ্টি ও খাদ্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করে থাকেন। যারা এই উপবাস করেন তাদের সমস্ত সমস্যা ও কষ্ট দূর হয় দৈনন্দিন জীবনে আগমন ঘটে সুখ ও সমৃদ্ধির।

janmashtami: আমরা আশাবাদী আপনারা আজকের এই প্রতিবেদন থেকে নিশ্চয় জানতে পেরেছেন কৃষ্ণ জন্মষ্টমী কেন পালন করা হয়। এই প্রতিবেনটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি পরিমানে শেয়ার করে দিন। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের প্রতিবেদনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments