ভারতের বাজারে মটোরোলা সংস্থার জি সিরিজের Moto g45 5g নামে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। দুইটি ভেরিয়েটের সাথে ভারতের বাজারে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ইউজাররা যাতে স্ল্যাশ জলের হাত থেকে মোবাইলটি বাঁচাতে পারে জন্য এই ফোনে দেওয়া হয়েছে IP52 রেটিং। এই ফোনে থাকছে একাধিক উন্নতমানের প্রযুক্তির ফিচার। আসুন তবে দেরি না করে আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক এই ফোনে থাকা স্পেসিফিকেশন সম্পর্কে।
Moto g45 5G ফোনের ভারতের বাজারে লঞ্চ ডেট কবে দেখুন
মটোরোলা সংস্থার পক্ষ থেকে জানা যায় ভারতের বাজারে ২১ অগাস্ট দুপুর ১২ টার সময় লঞ্চ করা হবে। লঞ্চ সাইট হল- মটোরোলা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট এর মাধ্যমে লঞ্চ করা হবে বলে জানা যায়।
Moto g45 5G স্মার্টফোনের কালার ও ডিজাইন সম্পর্কে জানুন
মটোরোলা সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয় ভারতের বাজারে ফোনটি তিনটি কালারের সাথে পেশ করা হবে বলে। ব্রিলিয়ান্ট ব্লু , ব্রিলিয়ান্ট গ্রীন, এবং ভিভা মেজেন্টা এই তিন রকমের কালার সহ ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে। এছাড়াও এই মোবাইলে দেওয়া হয়েছে সফ্ট ট্যাক্টিল সেন্সেশন অফ ভেগান লেদার যুক্ত করা হয়েছে।
ফোনটির বামদিকের সাইডে দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট, তার উপরে রয়েছে ভলিউম বাটন। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি মেইন ক্যামেরা, এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির স্ক্রিন।
Moto g45 5g স্মার্টফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লে টাইপ- এলসিডি, রিফ্রেশ রেট- ১২০Hz, রেজ্যুলেশন- ১৬০০*৭২০ পিক্সেল। এই ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩।
প্রসেসর: এই ফোনে প্রসেসর দেওয়া হয়েছে ইউজারদের চাহিদার তুলনায় অনেক বেশি শক্তিশালী। স্ন্যাপড্রাগন ৬s Gen প্রসেসর যুক্ত করা হয়েছে।
স্টোরেজ: ভারতের গ্রাহকরা দুটি স্টোরেজের সাথে ফোনটি কিনতে পারবেন। ৪ জিবি র্যাম + ১২৮ জিবি রম এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি রম। স্টোরেজ ১২৮ জিবি থেকে এর মাধ্যমে বাড়িয়ে ১ টিবি পর্যন্ত করতে পারা যাবে।
মেইন ক্যামেরা: এই স্মার্টফোনে থাকছে দুটি রিয়েল প্রধান ক্যামেরার সেটআপ। প্রধান রিয়েল ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল এবং দ্বিতীয় প্রধান ক্যামেরাটি হল- ২ মেগা পিক্সেল।
রিয়েল ক্যামেরা ফিচার: Portrait, Night Vision, Dual Capture, Panorama, Live Filter, Timer, Auto HDR, Watermark, Scan, Slow Motion, Timelapse, Macro, Video Stabilization.
ফ্রন্ট ক্যামেরা: সেলফি ক্যামেরা থাকছে ১৬ মেগা পিক্সেল।
সেলফি ক্যামেরা ফিচার: Face Beauty, Selfie Animation, Portrait, Dual Capture, Group Selfie, Timer, Efficient Videos, HDR, Auto Smile Capture.
ব্যাটারি: বন্ধুদের সাথে দীর্ঘক্ষণ ভিডিও কলে কথা বলা কংবা গেম খেলা, ইউটিউব ভিডিও দেখা। এই সব কথা মাথায় রেখে এই ফোনের ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে ৫০০০mAh ব্যাটারি। এর পাশাপাশি থাকছে ২০ ওয়াটের ফাস্ট চার্জার।
অন্যান্য: উপরে যে তথ্য গুলি তুলে ধরা হয়েছে এগুলি ছাড়াও এই ফোনে থাকছে। Operating System- Android 14, Water Protection-IP52 Rating, Body- PU Vegan Leather, Ports- Type- c, Item Weight- Around 183g, Headphone Jack- 3.5mm headset jack, Bluetooth- 5.1, Sensors- Sensor Hub, Side Fingerprint reader, E-Compass, Proximity, SAR sensor, Ambient Light, Gyroscope, Accelerometer.
বন্ধুরা আপনারা নিশ্চয় জানতে পেরেছেন আপকামিং Moto g45 5G ফোনটির সম্পর্কে। আপনারা যদি আরো তথ্য পেতে আগ্রহী থাকেন তবে কমেন্ট করে জানান। আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।