বন্ধুরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে Oneplus 12R VS Xiaomi 14 Civi ফোনের তফাৎ। আজ আমরা জানবো দুটি ফোনের মধ্যে বেস্ট ফোন কোনটি। দুটি ফোনেই রয়েছে উন্নতমানের একাধিক ফিচার চলুন এক এক করে দেখে নেওয়া যাক। oneplus 12R ফোনটি ভারতের বাজারে তিনটি স্টোরেজের সাথে পেশ করেছে। অন্যদিকে Xiaomi 14 Civi ফোনটি দুটি স্টোরেজের সাথে ভারতের বাজারে লঞ্চ করেছে। দুটি ফোনের স্পেসিফিকেশন ও তফাৎ কোথায় কোথায় রয়েছে দেখুন।
Oneplus 12R ফোনের দাম কত
ভারতের বাজারে তিনটি স্টোরেজের সাথে Oneplus 12R ফোনটি পাওয়া যাবে। বেশ মডেলের ফোনে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম এবং মিড ফোনের স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং টপ মডেলের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ১৬ জিবি Ram + ২৫৬ জিবি রম।
৮ জিবি Ram + ১২৮ জিবি রম ফোনের ভারেটর বাজারে লঞ্চ দাম ৩৯,৯৯৯ টাকা।
৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এই স্টোরেজের ফোনের লঞ্চ দাম রাখা হয়েছে ৪২,৯৯৯ টাকা।
১৬ জিবি Ram + ২৫৬ জিবি রম এই টপ স্টোরেজের মোবাইলটির দাম রাখা হয়েছে ৪৫,৯৯৯ টাকা।
Xiaomi 14 Civi ফোনের দাম কত
Xiaomi সংস্থার Xiaomi 14 Civi মডেলের ফোনটি ভারতের বাজারে দুটি স্টোরেজের সাথে পাওয়া যাবে। বেশ মডেলের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে- ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং দ্বিতীয় ভেরিয়েটের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ১২ জিবি Ram + ৫১২ জিবি রম।
৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এই ভেরিয়েটর ফোনের দাম রাখা হয়েছে- ৪২,৯৯৯ টাকা।
১২ জিবি Ram + ৫১২ জিবি রম এই টপ মডেলের ফোনের দাম ৪৭,৯৯৯ টাকা।
Oneplus 12R ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে থাকছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন, এমোলেড ProXDR ডিসপ্লে। রিফ্রেশ রেট- ১২০, রেজুলেশন- ২৭৮০*১২৬৪ পিক্সেল, ডিসপ্লেকে ড্যামেজের হাত থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টস ২।
প্রসেসর: মোবাইলটিতে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন ৮ gen ২, ১৬ জিবি ram.
স্টোরেজ: এই স্মার্টফোনে থাকছে তিনটি স্টোরেজ। প্রথম ফোনে স্টোরেজ থাকছে ও দ্বিতীয় ফোনে স্টোরেজ থাকছে এবং তৃতীয় ফোনে থাকছে স্টোরেজ
কালার: এই ফোনটি ভারতের বাজারে চারটি কালারের সাথে লঞ্চ করা হয়েছে। ১.
মেইন ক্যামেরা: এই ফোনে থাকছে তিনটি মেইন ক্যামেরার সেটআপ। প্রধান ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল Sony IMX890 সেন্সর যুক্ত দ্বিতীয় প্রধান ক্যামেরাটি হল- ৮ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড আঙ্গেল, তৃতীয় প্রধান ক্যামেরাটি হল- ২ মেগা পিক্সেল।
ফ্রন্ট ক্যামেরা: এই মোবাইলে সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি: ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫৫০০mAh ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য থাকছে ১০০ ওয়াটের সুপারভুক চার্জার।
Xiaomi 14 Civi ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে থাকছে ৬.৫৫ ইঞ্চির স্ক্রিন, 1.5K Quad কার্ভ এমোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট- ১২০Hz, ব্রাইটনেস- ৩০০০ নিটস পিক ব্রাইটনেস, মোবাইলটি হাত থেকে নিচে পড়ে গেলে যাতে কোনো রকমের ক্ষতি না হয়। তার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টস ২।
প্রসেসর: এই ফোনে থাকছে ৪ ন্যানো মিটার চিপ যুক্ত একটি শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮s gen ৩ মোবাইল প্লাটফর্ম প্রসেসর।
স্টোরেজ: Xiaomi 14 Civi মডেলের মোবাইলে থাকছে দুটি স্টোরেজ। প্রথম মোবাইলের স্টোরেজ হল- ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং দ্বিতীয় ভেরিয়েন্টের ফোনের স্টোরেজ হল- ১২ জিবি Ram + ৫১২ জিবি রম।
মেইন ক্যামেরা: এই ফোনে থাকছে Leica professional optical lens যুক্ত তিনটি প্রধান ক্যামেরার সেটআপ। মেইন ক্যামেরা- ৫০ মেগা পিক্সেল লাইট হান্টার ৮০০ ইমেজ সেন্সর যুক্ত, দ্বিতীয়- ৫০ মেগা পিক্সেল টেলিফোটো ক্যামেরা, তৃতীয়- ১২ মেগা পিক্সেল লেইকা আলট্রা ওয়াইড ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা: এই ফোনে থাকছে কল ও সেলফি তোলার জন্য ৩২ মেগা পিক্সেল প্রাইমারি সেলফি ক্যামেরা।
ব্যাটারি: এই মোবাইলে ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে ৪৭০০ ব্যাটারি। দ্রুত চার্জের সুবিধার জন্য থাকছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট।
Oneplus 12R VS Xiaomi 14 Civi: বন্ধুরা আশা করছি আপনারা নিশ্চয় বুজতে পেরেছেন দুটি ফোনের মধ্যে আপনার জন্য উপযুক্ত ফোন কোনটি।