HomeELETRONICSOnePlus Nord Buds 3 Pro|IP55 রেটিং যুক্ত স্পেসিফিকেশন জানুন

OnePlus Nord Buds 3 Pro|IP55 রেটিং যুক্ত স্পেসিফিকেশন জানুন

Oneplus সংস্থা ভারতের বাজারে OnePlus Nord Buds 3 Pro ইয়ারবাড লঞ্চ করেছে। এই ইয়ারবাডে থাকছে গ্রাহকদের নজর কারা ফিচার। যেমন- জল ও ঘামের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ইয়ারবাডে দেওয়া হয়েছে IP55 রেটিং। আসুন দেখে নেওয়া যাক এই ইয়ারবাডে স্পেসিফিকেশন ফিচার গুলি কি কি রয়েছে।

OnePlus Nord Buds 3 Pro
OnePlus Nord Buds 3 Pro

ভারতের বাজারে দাম ও অফার

ভারতের বাজারে OnePlus Nord Buds 3 Pro ইয়ারবাডের লঞ্চ দাম রাখা হয়েছে ৩,২৯৯ টাকা।

এই ইয়ারবাডের উপরে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে ২০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ড। ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ড এই অফারটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এই অফারটি পেতে যেসব ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড থাকা প্রয়োজন। 1. ICICI Bank Credit And Debit Card, 2. IDFC Bank, 3. HDFC Bank, 4. Bank Of Broda Bank, 5. OneCard Bank.

OnePlus Nord Buds 3 Pro
OnePlus Nord Buds 3 Pro

স্পেসিফিকেশন

কালার: Oneplus সংস্থার OnePlus Nord Buds 3 Pro মডেলের ইয়ারবাডটি ভারতের বাজারে লঞ্চ করেছে দুটি কালার সহ। 1. Soft Jade 2. Starry Black.

ব্যাটারি: ব্যাটারি ব্যাকআপের জন্য এই ইয়ারবাডে থাকছে ৫৮mAh ব্যাটারি এবং ইয়ারবাড কেশে থাকছে ৪৪০mAh ব্যাটারি। গ্রাহকরা যদি শুধু ইয়ারবাডকে ১০ মিনিট চার্জ করে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ পাবে ৪ ঘন্টা। এবং একই সাথে যদি ইয়ারবাড প্লাস কেশ ১০ মিনিট চার্জ করে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ১১ ঘন্টা।

নয়েস বাতিল: নয়েস বাতিল করার জন্য এই ইয়ারবাডে থাকছে Up to 49dB Active Noise Cancellation সিস্টেম। এছাড়া ও থাকছে- ট্রান্সপারসেন্সি মোড, Frequency Range- 4kHz.

কানেক্টিভিটি: এই ইয়ারবাডে যে সব কানেক্টিভিটি গুলি পাওয়া যাবে- Bluetooth- 5.4, Google Fast Pair, Bluetooth Codec- AAC/SBC, একই সাথে দুটি ডিভাইসের সঙ্গে আক্টিভ থাকতে পারা যাবে। ১০ মিটার দূরত্ব পর্যন্ত ইয়ারবাড ডিভাইসের সাথে পেয়ার করা সম্ভব দূরত্ব বেশি হলে আপনা আপনি ক্যানসিল হয়ে যাবে।

ঘাম ও জল প্রতিরোধ: ইউজাররা দীর্ঘ সময় ধরে কানে ইয়ারবাড রাখার ফলে ঘেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ইউজাররা কানে ইয়ারবাড রেখে বাইরে ঘুরতে যাওয়ার পারে হাঠৎ বৃষ্টির জলে ভিজতে পারে। এই সবের হাত থাকে বাঁচার জন্য ইয়ারবাডে ঘাম ও জল প্রতিরোধ করার জন্য থাকছে রেটিং।

অন্যান্য ফিচার: চার্জিং ইন্টারফেস- USB Type-C, Microphones- Two analog and one digital, Weight Charging Case- 38.2 g, Weight Earbuds- 4.4 g, Touch Control- Single tap– Play/Pause None(default), Double tap– Play/Pause, Music, Voice Assistant, Previous, Game mode, Next. Triple tap– Voice Assistant, Next, Previous, Music, Game mode, Touch and hold– Transparency, Noise cancellation, Long touch and hold– Volume up, Volume down, None(default).

OnePlus Nord Buds 3 Pro এই ইয়ারবাডের স্পেসিফিকেশন আজকের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধার হয়েছে। আপনি যদি আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পারেন তবে নিশ্চয় জানতে পেরেছেন Nord Buds 3 Pro ইয়ারবাডের ফিচার গুলি সম্পর্কে। এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের www.gyanpix.com ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments