Oneplus সংস্থা ও ফোল্ডেবল স্মার্টফোনের বাজার কাঁপাতে Oneplus Open নামে তাদের প্রথম ফোন লঞ্চ করলো ভারতের বাজারে। এবার থেকে Oneplus সংস্থা আর স্মার্টফোনের জগতে পিছিয়ে রইলোনা বড়ো বড়ো কোম্পানীর ফোনকে টেক্কা দেবে বলে জানা যাচ্ছে। এই ফোনে থাকছে ৬৪ মেগা পিক্সেল টেলিফটো ক্যামেরা সহ তিনটি ক্যামেরার সেটআপ। এছাড়া ও এই ফোনে থাকছে শক্তিশালী প্রসেসর এবং উন্নতমানের টেকনোলজি যুক্ত ফিচার। এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে এই ফোনের সব ধরনের ফিচার, দাম ও স্পেসিফিকেন সম্পর্কে।
আরো পড়ুন:- google pixel 9 mobile এর দাম ও স্পেসিফিকেশন জানুন
Oneplus Open ফোল্ডেবল স্মার্টফোনটির সেল অফার ও দাম
Oneplus সংস্থা প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে একটি ভেরিয়েন্টের সাথে। ফোল্ডেবল স্মার্টফোনটিতে স্টোরেজ দেওয়া হয়েছে ১৬ জিবি Ram + ৫১২ জিবি রম। এই একটি স্টোরেজের সাথেই ভারতের গ্রাহকরা Oneplus সংস্থা ফোল্ডেবল স্মার্টফোনটি কিনতে পারবে।
ভারতের বাজারে Oneplus সংস্থার ফোল্ডেবল স্মার্টফোনটির লঞ্চ দাম রাখা হয়েছে ১৩৯,৯৯৯ টাকা।
ভারতের গ্রাহকরা Oneplus Open এই ফোনটি কিনতে পারবেন Oneplus সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ষ্টোর থেকে। এছাড়াও কিনতে পারা যাবে অনলাইন ই-কমার্স ওয়েবসাইট Amazon ওয়েবসাইট এর মাধ্যমে। আবার কেও যদি অফলাইনে কিনতে চান তবে অনুমোদিত রিটেলারের কাছে থেকে কিনতে পারবেন।
Oneplus সংস্থার পক্ষ থেকে লঞ্চ সেল হিসাবে থাকছে এক আকর্ষণীয় ছাড় এই ছাড় পাবেন সীমিত সময়ের মধ্যে। এই ফোনে থাকছে ২০,০০০ হাজার টাকার ইনস্ট্যান্ড ব্যাঙ্ক ডিসকাউন্ড এই অফারটি চলবে ৩১ অগাস্ট ২০২৪ পর্যন্ত। এই অফারটি পেতে গ্রাহকদের কাছে থাকতে হবে ICICI ব্যাঙ্ক, AU Small Finance ব্যাঙ্ক, OneCard ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং। এছাড়াও থাকে গ্রাহকদের সুবিধার্তে ১২ মাসের জন্য নো EMI এর ব্যবস্থা।
আরো পড়ুন:- vivo v40 pro Phone এর সমস্ত ফিচার সম্পর্কে জানুন
Oneplus Open ফোল্ডেবল স্মার্টফোনটির স্পেসিফিকেশন
প্রথম ডিসপ্লে: এই ফোনের প্রথম ডিসপ্লেতে থাকছে ৭.৮২ ইঞ্চির ফ্লেক্সি-ফ্লুইড এমোলেড ডিসপ্লে। রেজ্যুলেশন- ২৪৪০*২২৬৮ পিক্সেল (২কে), রিফ্রেশ রেট- ১২০ ডাইনামিক, পিক ব্রাইটনেস থাকছে ১৪০০ থেকে ২৮০০ নিটস, স্ক্রিন-টু-বডি অনুপাত: 89.6%, স্পর্শ প্রতিক্রিয়া: 240 Hz পর্যন্ত, প্রতিরক্ষামূলক উপাদান- অতি পাতলা গ্লাস।
দ্বিতীয় ডিসপ্লে: এই ফোনে থাকছে ৬.৩১ ইঞ্চির স্ক্রিন। পিক ব্রাইটনেস থাকছে ১৪০০ থেকে ২৮০০ নিটস, রিফ্রেশ রেট- ১০ থেকে ১২০Hz, রেজ্যুলেশন- ২৪৮৪*১১১৬ পিক্সেল (২কে) , এই ফোনের প্যানেল টাইপ থাকস- LTPO 3.0 সহ সুপার ফ্লুইড এমোলেড প্যানেল।
প্রসেসর: ফোনটিতে যাতে সব ধরনের কাজ গুলি খুব স্মুথ ভাবে করতে পারা যায় তার জন্য থাকছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ Gen ২ মোবাইল প্লাটফর্ম প্রসেসর।
স্টোরেজ: Oneplus সংস্থার ফোল্ডেবল স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ১৬ জিবি LPDDR5X RAM + ৫১২ জিবি UFS4.0 রম।
মেইন ক্যামেরা: এই ফোল্ডেবল স্মার্টফোনটিতে থাকছে তিনটি প্রধান ক্যামেরার সেটআপ। OIS সহ প্রধান ক্যামেরা ৪৮ মেগা পিক্সেল সনি LYT-T808, 1/1.43 সেন্সর যুক্ত করা হয়েছে। OIS সহ টেলিফটো ৩X অপটিক্যাল জুম সহ 64 মেগা পিক্সেল OV64B, সেন্সর 6X ইন-সেন্সর জুম, 1/2” সেন্সর, 0.7 μm, ƒ/2.6, AF যুক্ত করা হয়েছে। তৃতীয় প্রধান ক্যামেরায় থাকছে ৪৮ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড সনি IMX581 ক্যামেরা।
রিয়েল ক্যামেরা ফিচার: Portrait Mode, Dolby Vision, Hasselblad Camera for Mobile, Movie Mode, Video Nightscape, Focus Peaking, Focus Lock, Smart Scene Recognition, Dual-View Video, XPan Mode, Filters, Panorama, Pro Mode, Raw Plus file, Google Lens.
ফ্রন্ট ক্যামেরা: সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৩২ মেগা পিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় সেন্সর সাইজ দেওয়া হয়েছে 1/3.14 ইঞ্চি, লেন্সের পরিমান দেওয়া হয়েছে ৫ পিক্সেল।
ফ্রন্ট ক্যামেরা ফিচার: Time-lapse, Dual-View Video, Face Unlock, Selfie HDR, Screen Flash, Nightscape Selfie.
কালার: দুটি কালারের সাথে Oneplus Open ফোল্ডেবল স্মার্টফোনটি পাওয়া যাবে ভারতের বাজারে। 1. Emerald Dusk, 2. Voyager Black
ব্যাটারি: ফোল্ডেবল স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য যুক্ত করা হয়েছে ৪৮০৫mAh ডুয়াল সেল ব্যাটারি। এই ফোনটি ১ থেকে ১০০% চার্জ করতে সময় লাগবে ৪২ মিনিট। ফোনটি দ্রুত চার্জ করতে পাড়ার জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম।
অন্যান্য ফিচার: Bluetooth 5.3, Wi-Fi 7, NFC enabled, Sensor- Sensor Core, Infrared Sensor, Side-mounted Fingerprint Sensor, Gyroscope, Accelerometer, Flick-detect Sensor, M-sensor Electronic Compass, Proximity Sensor, Ambient Light Sensor, Dual Nano- SIM slot, Support standard Type-C earphones.