HomeELETRONICSOnePlus Pad 2 :ভারতের বাজারে দারুন ফিচার সহ লঞ্চ করা হয়েছে

OnePlus Pad 2 :ভারতের বাজারে দারুন ফিচার সহ লঞ্চ করা হয়েছে

টেক সংস্থা OnePlus ভারতের বাজারে আবারো একটি নতুন ট্যাব লঞ্চ করলো OnePlus pad 2 নামে। এই ট্যাবটি ভারতের বাজারে ১৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হয়েছে। এই ট্যাবে থাকছে হাই কোয়ালিটির ফিচার দুই রকম স্টোরেজের সাথে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। প্রথম মডেলের স্টোরেজে থাকছে ৮ জিবি RAM + ১২৮ জিবি রম এবং ১২ জিবি RAM + ২৫৬ জিবি ROM, এবং প্রসেসর দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3, এছাড়া থাকছে আরো একাধিক ফিচার। এই ট্যাবের স্পেসিফিকেশ ফিচার ও দামের সবিস্তারিত ভাবে বিবরণ নীচে দেওয়া হয়েছে।

OnePlus Pad 2
OnePlus Pad 2

ভারতের বাজারে OnePlus Pad 2 ট্যাবের দাম

OnePlus সংস্থার OnePlus pad 2 নামের নতুন ট্যাবটি দুটি স্টোরেজের সাথে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। বেশ মডেলের স্টোরেজের ট্যাবটিতে থাকছে 8 GB RAM + 128 GB ROM এই ট্যাবটি ভারতের গ্রাহকরা কিনতে পারবে ৩৯,৯৯৯ টাকায়। এবং টপ মডেলের 12 GB RAM + 256 GB ROM এই স্টোরেজের ট্যাবটির দাম রাখা হয়েছে ৪২,৯৯৯ টাকা। ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে পেতে পারেন ২০০০ টাকার ডিসকাউন্ড। এই ট্যাবটি ভারতের বাজারে মুক্তি পাবে জুলাই মাসের ৩১ তারিখ।

  • OnePlus pad 2 বেশ মডেলের ট্যাবের দাম- 8 GB RAM + 128 GB ROM – 39,999
  • OnePlus pad 2 Tablet-এর টপ মডেলের স্টোরেজ ট্যাবের দাম- 12 GB RAM + 256 GB ROM – 42,999
OnePlus Pad 2
OnePlus Pad 2

স্পেসিফিকেশ ফিচার

ডিসপ্লে: এই ট্যাবলেটে থাকছে ১২.১ ইঞ্চির 3K একটি বড় ডিসপ্লে। এই ট্যাবের রেজ্যুলেশন হল- ৩০০০ x ২১২০ পিক্সেল, ডিসপ্লে টাইপ- এলসিডি, রিফ্রেশ রেট- ১৪৪ Hz, ব্রাইটনেস- 900 নিটস।

প্রসেসর: ট্যাবটি যাতে সুন্দর ভাবে পারফমেন্স করতে পারে তার জন্য দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর।

স্টোরেজ: ভারতের বাজারে এই ট্যাবটি পাওয়া যাবে দুই রকম স্টোরেজের সাথে। প্রথম স্টোরেজটি হল- 8 GB RAM + 128 GB ROM এবং দ্বিতীয়টি হল- 12 GB RAM + 256 GB ROM।

ব্যাটারি: দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য এই ট্যাবে দেওয়া হয়েছে ৯৫১০ mAh ব্যাটারি। ইউজাররা যাতে অপ্ল সময়ের মধ্যে ফুল চার্জ করতে পারে তার জন্য থাকছে ৬৭ ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এক বার ফুল চার্জ করলে ১২ ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিও দেখতে পারা যাবে, ৩৫ ঘণ্টা স্পটিফাই ও ৬ ঘন্টা গেম খেলা সম্ভব।

মেইন ক্যামেরা: এই ট্যাবে মেইন ক্যামেরা থাকছে ১৩ মেগা পিক্সেল। এই ক্যামেরাতে পাওয়া যাবে- ভিডিও জুম সাপোর্ট, EIS Stabilization সাপোর্ট, ভিডিও কোয়ালিটি- 4K 30fps, 1080p 30fps, 720p 30fps.

ফ্রন্ট ক্যামেরা: ভিডিও কল ও সেলফি তুলার মতো কাজ গুলির জন্য এই ট্যাবে থাকছে একটি ৮ মেগা পিক্সেল ক্যামেরা। এছাড়া ও ফন্ট ক্যামেরাতে পাওয়া যাবে EIS Stabilization সাপোর্ট, ভিডিও কোয়ালিটি পাবেন- 720p 30fps, 1080p 30fps.

আপনারা আজকের প্রতিবেদন থেকে আশাকরছি oneplus pad ২ ট্যাবলেটের স্পেসিফিকেশন ও দামের সঠিক তথ্য পেয়েছেন। আপনারা আমাদের কাছ থেকে কি ধরনের প্রতিবেদন আশা করেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের টিম অবশ্যই আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করবে। ধন্যবাদ।

OnePlus Pad 2 ট্যাবের FAQ

OnePlus Pad 2 Tablet-এর রেজোলিউশন এবং ডিসপ্লে সাইজ গুলি কি কি?

OnePlus Pad 2 এর রেজোলিউশন ৩০০০ x ২১২০ পিক্সেল এবং ১২.১ ইঞ্চির 3K ডিসপ্লে।

OnePlus Pad 2 Tablet-এর RAM ও স্টোরেজ গুলি কি কি?

আপনাদের আগেই জানানো হয়েছে এই নতুন ট্যাবে থাকছে দুই ধরনের স্টোরেজ। প্রথম স্টোরেজটি হল- 8 GB RAM + 128 GB ROM এবং দ্বিতীয়টি হল- 12 GB RAM + 256 GB ROM.

ব্যাটারি ক্যাপাসিটি কত?

এই ট্যাবে ব্যাটারি দেওয়া হয়েছে ৯৫১0 mAh.

এই ট্যাবে ফাস্ট চার্জ করা যাবে কি?

হ্যাঁ, এই ট্যাবে ফাস্ট চার্জ করা যাবে তার জন্য থাকছে ৬৭ ওয়াটের সুপার ফাস্ট চার্জার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments