Oppo F27 Pro Plus 5g
ভারতের বাজারে Oppo কোম্পানী F সিরিজের স্মার্টফোন Oppo F27 Pro Plus 5g নামে লঞ্চ করেছে। এই ফোনটি ভারতের বাজারে প্রথম যা ওয়াটারপ্রুফ IP69 রেটিং সাপোর্ট করে। এই ফোনটি হাত থেকে জলে পড়লে বা কাদা মাটিতে পড়ে গেলে ও কিছু হবে না।
এই ফোনটি ভারতের বাজারে দুইটি স্টোরেজ সহ লঞ্চ করেছে গ্রাহকদে কথা মাথায় রেখে। প্রথম ফোনটি হল- 8GB RAM+128GB ROM এবং অপর ফোনটি হল- 8GB RAM+256 GB ROM। এই ফোনের সম্পূর্ণ তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আরও পড়ুন:- BEST SMARTPHONE UNDER 20000
সবার আগে আমরা জেনে নিবো Oppo কোম্পানির F সিরিজের মোবাইল গুলির মধ্যে অন্যতম হল Oppo F27 Pro Plus 5g. ভারতের বাজারে তার মূল্য কত? ভারতের গ্রাহকরা কত টাকা দিয়ে কিনতে পারবেন।
মোবাইলটির দাম কত?
১. ভারতের মার্কেটে Oppo কোম্পানির F সিরিজের মধ্যে উন্নতম ফোন হলো Oppo F27 Pro Plus 5g এই ফোনটি দুইটি স্টোরেজের সাথে ভারতের বাজারে লঞ্চ করেছে।
২. দুইটি স্টোরেজের মধ্যে প্রথম ফোনটির স্টোরেজ হল- 8GB RAM+128GB ROM এই মডেলটির দাম হল- 27,999 টাকা। এবং দ্বিতীয় ফোনটির স্টোরেজ হল- 8GB RAM+256 GB ROM এই মডেলটির বাজার মূল্য হল -29,999 টাকা।
৩. স্মার্টফোনটি দুই রকম কালার সহ লঞ্চ করা হয়েছে। 1. Dusk Pink 2. Midnight Navy.
ডিসপ্লে ফিচার :-
গ্রহকরা পাবেন Oppo F27 Pro Plus 5g ফোনটিতে একটি বড়ো 6.7 ইঞ্চি Ultra-Tough 3D Curved AMOLED ডিসপ্লে। এছাড়াও স্ক্রিন পাবেন 93% স্কিন টু বডি রেশিও, রেজুলেশন- 2412*1080 পিক্সেল, রেজুলেশন টাইপ Full HD Plus, রিফ্রেশ Rate সাধারণ পরিস্থিতির জন্য 120Hz এবং গেমিংয়ের জন্য 240Hz.
ব্যাটারি ফিচার :-
Oppo F27 Pro Plus 5g স্মার্টফোনটিতে 5000MAh ব্যাটারী আছে। 100% চার্জ করতে মোট 44 মিনিট সময় লাগবে। এছাড়াও 5 মিনিট চার্জ করলে 1.7 ঘন্টা ইউটিউব ভিডিও দেখতে পারবেন।
স্টোরেজ ফিউচার:-
Oppo সংস্থা Oppo F27 Pro Plus 5g এই মডেলের স্মার্টফোনটি দুটি স্টোরেজের সাথে বাজারে লঞ্চ করেছে। এই দুটি মডেলের মধ্যে খুব বেশি তফাৎ নেই প্রথমটি হল 8GB RAM+128GB ROM অপরটি 8GB RAM+256 GB ROM
ক্যামেরা ফিচার:-
Oppo কোম্পানি F সিরিজের ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটাপ দিয়েছে। মেইন ক্যামেরা হল-64 মেগা পিক্সেল OV64B সেন্সর এবং একটি 2 মেগা পিক্সেল ক্যামেরা OV02B1B সেন্সর। এছাড়া ও ফন্ট ক্যামেরা রয়েছে সেলফিও ভিডিও কল করার জন্য 8 মেগা পিক্সেল ক্যামেরা।
চিফসেট ফিচার:-
গ্রহকদের কথা ভেবে সুন্দর পরিষেবা দেওয়ার জন্য Oppo কোম্পানী Oppo F27 Pro Plus 5g মোবাইলটিতে Mediatek Dimensity 7050 প্রসেসর লাগিয়েছে। এছাড়াও গেম প্রেমীদের জন্য একটি বড়ো সুসংবাদ এই প্রসেসরটি লাভজনক হয়ে উঠবে তাদের জন্য। গেম খেলার সময় মোবাইলটি হ্যাংক করার সম্ভাবনা খুব কম থাকছে।
অল ফিচার:-
১. অপারেটিং সিস্টেম Android 14
২. প্রসেসর Mediatek Dimensity 7050
৩. RAM 8GB+128 GB ROM / RAM 8GB+256 GB ROM
৪. ব্যাটারী 5000MAh
৫. ক্যামেরা 64 মেগা পিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগা পিক্সেল ফন্ট ক্যামেরা।
৬. 6.7 ইঞ্চি আলট্রা 3D Curved AMOLED ডিসপ্লে।
অন্যান্য ফিচার :-
এই ফোনটি একটি Waterproof Rated IP69 Damage-Proof 360° Armour Body, Ai Eraser, Ultra Night Mode, Ai Clear Voice, Bluetooth-v5.2 ইত্যাদি এই ফিচার গুলি পাবেন।
আশা করছি আপনারা নিশ্চয় জানতে পেরেছেন Oppo F27 Pro Plus 5g ফোনটি সম্পর্কে। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।