HomeTECHOppo K12x|১১,৯৯৯ টাকায় কিনুন K12x ভারতের বাজারে সেল শুরু

Oppo K12x|১১,৯৯৯ টাকায় কিনুন K12x ভারতের বাজারে সেল শুরু

Oppo K12x 5g ফোনের সেল শুরু হয়েছে ভারতের বাজারে ২ই আগস্ট ২০২৪ দুপুর ১২ টার সময় থেকে। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হল সেল, অনলাইন সেল সাইট- ফ্লিপকার্ট ও অপ্পো সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ষ্টোর থেকে কিনতে পারা যাবে। এই ফোনটির দাম রাখা হয়েছে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে যাতে নিন্ম শ্রেণীর ইউজাররা ৫জি ফোন উপভোগ করতে পারে। এই ফোনে থাকছে- ৫১০০mAh ব্যাটারি, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ৩২ মেগা পিক্সেল সহ দুটি মেইন ক্যামেরার সেটআপ ইত্যাদি। আজকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে Oppo K12x 5g ফোনের সমস্ত ফিচার সম্পর্কে কি কি রয়েছে এই ফোনে।

Oppo K12x 5g
Oppo K12x 5g

ভারতের বাজারে সেল সাইট ও দাম

বন্ধুরা আপনারা অপ্পো সংস্থার K সিরিজের Oppo K12x 5g নামের নতুন ফোনটি কিনতে পারবেন কোথা থেকে দেখুন। এই ফোনটি কেবল মাত্র দুইটি অনলাইন সাইট থেকে কিনা যাবে- ১. অপ্পো সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ষ্টোর এর মাধ্যমে কিনতে পারা যাবে। ২. ই-কমার্স ওয়েবসাইট প্লাটফর্ম ফ্লিপকার্ট থেকে ও কিনতে পারা যাবে এই ফোনটি।

ভারতের বাজারে দুই রকম দামে ফোনটি কিনতে পারা যাবে আসুন জেনে নিই দাম গুলি সম্পর্কে।

প্রথম ভেরিয়েন্টের মোবাইলে থাকছে ৬ জিবি Ram + ১২৮ জিবি রম। এই ফোনটির লঞ্চ দাম রেখেছে- ১২,৯৯৯ টাকা।

দ্বিতীয় ভেরিয়েন্টের মোবাইলে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম। এই স্টোরেজের ফোনের লঞ্চ দাম কোম্পানীর পক্ষ থেকে রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা।

কোম্পানির পক্ষ থেকে এই ফোন দুটির উপরে লঞ্চ সেল অফার দিয়েছে ১০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ড। এই ডিসকাউন্ড পেতে গ্রাহকদের কাছে থাকতে হবে State Bank of India, HDFC Bank, Bank of Baroda এই ব্যাঙ্ক গুলির ক্রেডিট কার্ড।

Oppo K12x 5g
Oppo K12x 5g

স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনটিতে থাকছে ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন, ডিসপ্লে টাইপ- এলসিডি, রেজুলেশন- ১৬০৪*৭২০ পিক্সেল, ১০০০ নিটস ব্রাইটনেস, ১২০ রিফ্রেশ রেট, রেজ্যুলেশন টাইপ- HD.

প্রসেসর: এই ফোনে প্রস্র থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০, প্রথম ঘড়ির গতি- 2.4 GHz, এবং দ্বিতীয় ঘড়ির গতি- 2 GHz, অক্টা কোর প্রসেসর।

স্টোরেজ: ভারতের বাজারে এই ফোনটিতে স্টোরেজ পাবেন দুই রকমের। প্রথম মোবাইলে স্টোরেজ পাওয়া যাবে ৬জিবি র্যাম + ১২৮ জিবি রম এবং দ্বিতীয় মোবাইলে স্টোরেজ পাওয়া যাবে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি রম।

কালার: Midnight Violet এবং Breeze Blue এই দুই রকমের কালারে সাথে ভারতের বাজারে পাওয়া যাবে।

প্রধান মেইন ক্যামেরা: এই স্মার্টফোনে থাকছে দুটো প্রধান মেইন ক্যামেরার সেটআপ। প্রথম প্রধান মেইন ক্যামেরা হল- ৩২ মেগা পিক্সেল ক্যামেরা f/1.8, FOV 76°, 5P lens, AF এবং দ্বিতীয় প্রধান মেইন ক্যামেরা হল- ২ মেগা পিক্সেল f/2.4, FOV 89°, 3P lens, FF.

প্রধান মেইন ক্যামেরা ফিচার: Portrait, Pro, Photo, Night, Video, Slo-Mo, Dual-View Video, Hi-Res, Time-Lapse, Sticker.

ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে সেলফি ও ভিডিও কল করার মতো কাজ গুলির জন্য।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Night, Pano, Photo, Video, Portrait, Sticker, Time-Lapse, Dual-View Video.

ব্যাটারি: এই মোবাইলে ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে ৫১০০ ব্যাটারি। চার্জার থাকছে ৪৫ ওয়াটের সুপারভুক চার্জার।

অন্যান্য ফিচার: অপারেটিং সিস্টেম- ColorOS 14.0.1, USB Type-C, Bluetooth- 5.3, Wi-Fi 5, Sensors- Acceleration sensor, Geomagnetic sensor, Proximity sensor, Gravity sensor, Light sensor, Fingerprint- Supported, Facial Recognition- Supported, USB OTG- Supported, Phone Storage Card- Supported.

বন্ধুরা আমরা আপনাদের কাছ থেকে আশা করছি আজকের এই প্রতিবেদনে তুলে ধারা Oppo K12x 5G ফোনটির সম্পর্কে নিশ্চয় জানতে পেরেছেন। আপনারা জানতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের টিম আপনাদের সাহায্য করবে। আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments