Poco F6 ৫জি এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে ২৩ মে ২০২৪। এটি একটি মিড বাজেটের ফোন এই ফোনে রয়েছে একাধিক উন্নতমানের ফিচার। এই ফোনে উন্নতমানের ফিচার থাকার কারনে ভারতের বাজারে এই ফোনটির বেশ ভালোই চাহিদা রয়েছে। এই ফোনে যে সমস্ত ফিচার গুলি থাকছে- ৫০ মেগা পিক্সেল সনি ডুয়াল ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8s Gen3 প্রসেসর, রিফ্রেশ রেট- ১২০Hz, এমোলেড ডিসপ্লে, এছাড়াও রয়েছে একাধিক ফিচার। আসুন এবার তবে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক কি কি ফিচার রয়েছে এই ফোনে।
Poco F6 ফোনের ভারতের মার্কেটে দাম
ভারতের বাজারে Poco F6 মডেলের এই ফোনটি তিন রকমের স্টোরেজের সাথে পাওয়া যাবে। প্রথম স্টোরেজটি হল- ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং দ্বিতীয় মডেলের ফোনে স্টোরেজ রয়েছে- ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম, এবং তৃতীয় ফোনে স্টোরেজ রয়েছে- ১২ জিবি Ram + ৫১২ জিবি রম।
আসুন এবার জেনে নেওয়া যাক দাম গুলি কি কি
প্রথম মডেল বলতে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এই স্টোরেজের ফোনটির দাম হল- ২৯,৯৯৯ টাকা।
দ্বিতীয় মডেল বলতে ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম এই স্টোরেজের মোবাইলটির দাম- ৩১,৯৯৯ টাকা।
তৃতীয় মডেলের ফোনে থাকছে ১২ জিবি Ram + ৫১২ জিবি রম এই স্টোরেজের স্মার্টফোনের দাম- ৩৩,৯৯৯ টাকা।
Poco F6 ফোনের বিস্তারিত স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি স্ক্রিন ১.৫কে এমোলেড ডিসপ্লে। ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে দেওয়া হয়েছে- কর্নিং গরিলা গ্লাস ভিক্টস। রিফ্রেশ রেট ১২০Hz, রেজ্যুলেশন- ২৭১২ x১২০ পিক্সেল, ব্রাইটনেস- ২৪০০ নিটস পিক ব্রাইটনেস।
প্রসেসর: এই ফোনের সমস্ত রকম কাজ যাতে সঠিক ভাবে করতে পারা যায় তার জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮s gen৩ প্রসেসর।
স্টোরেজ: এই ফোনের প্রথম ভেরিয়েন্টের স্টোরেজ হল- ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম দ্বিতীয় ভেরিয়েন্টের স্টোরেজ হল- ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং তৃতীয় ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ১২ জিবি Ram + ৫১২ জিবি রম।
কালার: Poco F6 মডেলের এই ফোনটি দুই রকম কালার সহ ভারতের বাজারে পাওয়া যাবে। 1. Black, 2. Titanium.
মেইন ক্যামেরা: এই মোবাইলে থাকছে দুটি রিয়েল ক্যামেরার সেটআপ। প্রধান রিয়েল ক্যামেরা হল- ৫০ মেগা পিক্সেল সনি ডুয়াল ক্যামেরা, এবং দ্বিতীয় ক্যামেরাটি হল- ৮ মেগা পিক্সেল সনি আলট্রা ওয়াইড ক্যামেরা।
রিয়েল ক্যামেরা ফিচার: Night Mode, Portrait Mode, Voice shutter, Movie Frame, 50MP mode, Timed burst, tilt shift, Macro, VLOG, Panorama, Pro photo, Documents, Timelapse AI watermark,
ফ্রন্ট ক্যামেরা: এই মোবাইলে দেওয়া হয়েছে সেলফি ও ভিডিও কল করার জন্য ২০ মেগা পিক্সেল ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা ফিচার: Portrait, movie frame, Night mode, Timelapse, Voice Shutter, Palm Shutter, Panorama, VLOG mode Watermark, AI Watermark, Short Video, Timed Burst.
ব্যাটারি: এই ফোনের ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে ৫০০০mAh (typ) লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। মোবাইলটি ইউজাররা যারা খুব শিগ্রই চার্জ করতে পারে তার জন্য থাকছে ৯০ ওয়াটের turbo চার্জার। এই ফোনের সব থেকে মাজার বিষয় হল যে এই ফোনটি ৫০% চার্জ করতে সময় লাগবে মোট ১১ মিনিট। এবং ১০০% চার্জ করতে সময় লাগবে মোট ৩৫ মিনিট।
অন্যান্য: অপারেটিং সিস্টেম- Android 14, display fingerprint sensor, Bluetooth 5.4, WiFi 6, Electronic compass, Proximity Sensor, IR blaster, Ambient light sensor, Gyroscope, USB Type-C cable, Power adapter 120W, 90W Turbo Charger, Refresh rate- 120Hz, Colors- Black, Titanium, camera- 50MP Sony Dual Camera, Battery- 5000mAh.
বন্ধুরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে Poco F6 মোবাইলটির সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। আমরা আশাবাদী যে আপনারা নিশ্চয় জানতে পেরেছেন এই মোবাইলের খুঁটি নাটি তথ্য। আপনারা যদি এই ধরনের নতুন নতুন আপডেট পড়তে ভালোবাসেন তবে আমাদের www.gyanpix.com ওয়েবসাইটি ফলো করুন। ধন্যবাদ।