HomeTECHPoco M6 Plus 5G|৫০০০ ব্যাটারি, 108MP ক্যামেরা সহ লঞ্চ হল

Poco M6 Plus 5G|৫০০০ ব্যাটারি, 108MP ক্যামেরা সহ লঞ্চ হল

Poco সংস্থা আবারো M সিরিজের Poco M6 Plus 5G নামে ফোন ভারতের বাজারে লঞ্চ করলো। দুটি ভেরিয়েন্টের স্টোরেজের সাথে ভারতের বাজারে পেশ করা হয়েছে। এই ফোন দুটিতে থাকছে ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা, ৫০৩০mAh ব্যাটারি, ব্যাটারি টাইপ- লিথিয়াম পলিমার, জল ও ধুলোর হাত থেকে বাঁচার জন্য থাকছে IP53 রেটিং। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক Poco M6 Plus 5G ফোনে থাকা স্পেসিফিকেশন ফিচার ও দাম সম্পর্কে।

Poco M6 Plus 5G
Poco M6 Plus 5G

Poco M6 Plus 5G ফোনের ভারতের বাজারে দাম ও অফার

Poco সংস্থা তাদের Poco M6 Plus 5G এই ফোনটি ভারতের বাজারে দুটি স্টোরেজের সাথে লঞ্চ করেছে। প্রথম ফোনে স্টোরেজ থাকছে ৬জিবি Ram + ১২৮ জিবি রম এবং অন্যদিকে দ্বিতীয় ফোনে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম।

ভারতের বাজারে গ্রাহকদের প্রথম স্টোরেজের ফোনটি কিনতে খরচ করতে হবে ১৩,৪৯৯ টাকা।

৮ জিবি Ram + ১২৮ জিবি রম এই স্টোরেজের ফোনটি কিনতে খরচ করতে হবে ১৪,৯৯৯ টাকা।

ভারতের গ্রাহকদের জন্য থাকছে আরো একটি খুশির খবর দুটি ভেরিয়েটের ফোনেই থাকছে ১০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

Poco M6 Plus 5G
Poco M6 Plus 5G

স্পেসিফিকেশন বিস্তারিত ভাবে পড়ুন

ডিসপ্লে: ফোনটিতে থাকছে ৬.৭৯ ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট- ১২০Hz, রেজুলেশন- ২৪৬০*১০৮০ পিক্সেল, ব্রাইটনেস- ৫৫০ পিক ব্রাইটনেস, এছাড়াও থাকছে ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য কর্নিং গোরিলা গ্লাস।

প্রসেসর: এই ফোনে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৪ gen ২ এক্সিলারেটেড এডিশন।

স্টোরেজ: মোবাইলে থাকছে দুটি স্টোরেজ। প্রথম ফোনটির স্টোরেজ হল- ৬ জিবি Ram + ১২৮ জিবি রম এবং দ্বিতীয় ফোনটির স্টোরেজ হল- ৮ জিবি Ram + ১২৮ জিবি রম। পরবর্তীতে ৮ জিবি Ram যুক্ত করে ১৬ জিবি পর্যন্ত করা সম্ভব। এছাড়া ও Expandable এর মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে ১ টিবি পর্যন্ত করতে পারা যাবে।

কালার: ভারতের বাজারে মোবাইলটি তিন রকমের কালারের সাথে পেশ করা হয়েছে। ১. Misty Lavender, ২. Graphite Black, ৩.
Ice Silver.

মেইন ক্যামেরা: ১০৮ মেগা পিক্সেল মেইন ক্যামেরা সহ দুটি রিয়েল ক্যামেরার সেটআপ থাকছে এই ফোনে। দ্বিতীয় ক্যামেরাটি হল- ২ মেগা পিক্সেল।

মেইন ক্যামেরা ফিচার: Photo, 3X In Sensor Zoom, Portrait, 108MP, Timelapse, Smart Night Mode, HDR, Macro, Google Lens, Film Filters.

ফ্রন্ট ক্যামেরা: এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ১৩ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Portrait Mode, Beautify, Front Video Recording, Timed Burst, Palm Shutter, Movie Filters, Screen Softlight Timelapse,

ব্যাটারি: ব্যাটারি ব্যাকআপের জন্য এই মোবাইলে দেওয়া হয়েছে ৫০৩০mAh ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।

অন্যান্য: Operating System- Android 14, Processor Core- Octa Core, Sensors- Electronic Compass, Side Fingerprint Sensor, IR Blaster, Accelerometer, Bluetooth Version- v5.0, Corning Gorilla Glass.

আশা করছি আপনারা নিশ্চয় জানতে পেরেছেন Poco M6 Plus 5G ফোনের ফিচার সম্পর্কে। এই ধরনের রীতিমতো আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।

Poco M6 Plus 5G ফোনের FAQ

Poco M6 Plus 5G ফোনে ফাস্ট চার্জ করা সম্ভব কি?

ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে ৫০৩০mAh ব্যাটারি। হ্যাঁ এই ফোনে ফাস্ট চার্জ করা সম্ভব তার জন্য থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।

Poco M6 Plus 5G ফোনে IP রেটিং থাকছে কি?

জল ও ধুলোর হাত থেকে মোবাইলটিকে রক্ষা করার জন্য এই মোবাইলে থাকছে IP53 রেটিং।

Poco M6 Plus 5G ফোনের স্টোরেজ Expandable করা সম্ভব কি?

এই মোবাইল Expandable এর অপশন রয়েছে। Expandable এর মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে ১টিবি পর্যন্ত করা সম্ভব

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments