HomeELETRONICSPoco Pad 5G|১০০০০mAh ব্যাটারি সহ প্রথম ট্যাবটি লঞ্চ করেছে

Poco Pad 5G|১০০০০mAh ব্যাটারি সহ প্রথম ট্যাবটি লঞ্চ করেছে

স্কুল পড়ুয়াদের জন্য খুশির খবর পোকো সংস্থার প্রথম Poco Pad 5G ট্যাব ভারতের বাজারে লঞ্চ হলো। ভারতের বাজারে দুটি ভেরিয়েন্টের সাথে পোকো ট্যাব পেশ করা হয়েছে। এই ট্যাবে দেওয়া হয়েছে একটি শক্তিশালী ১০,০০০mAh ব্যাটারি, ইন্টারন্যাল মেমোরি ১.৫ জিবি পর্যন্ত সাপোর্ট করে। ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য এই ট্যাবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ৩, এই ট্যাবে গ্রাহকরা এই ধরনের উন্নতমানের টেকনোলজি যুক্ত ফিচার পাবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা পোকো ট্যাব সম্পর্কে সমস্ত তথ্য পাবেন।

Poco Pad 5G
Poco Pad 5G

ভারতের বাজারে Poco Pad 5G এর দাম কত

ভারতের গ্রাহকরা দুটি ভেরিয়েন্টের সাথে Poco Pad 5G ট্যাবটি কিনতে পারবে। প্রথম ভেরিয়েন্টের ট্যাবে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম, এবং দ্বিতীয় ভিরিয়েন্টের ট্যাবে স্টোরেজ পাওয়া যাবে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম। এই দুটি ভেরিয়েন্টের সাথেই ভারতের মার্কেটে পেশ করেছে।

ভারতের বাজারে পোকো সংস্থার নতুন ট্যাব লঞ্চ হলে ও সেল শুরু হয়নি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয় সেল শুরু হবে ২৭ অগাস্ট ২০২৪ দুপুর ১২ টার সময় থেকে। অনলাইন সেল সাইট পোকো সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ই-কামরস ফ্লিপকার্ট ওয়েবসাইট এর মাধ্যমে কিনতে পারা যাবে।

৮ জিবি Ram + ১২৮ জিবি রম যুক্ত প্রথম স্টোরেজের ট্যাবের লঞ্চ দাম হল- ২৩,৯৯৯ টাকা।

৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এই ভেরিয়েন্টের ট্যাবের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা।

Poco Pad 5G photo
Poco Pad 5G photo

Poco Pad 5G ট্যাবের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Poco Pad 5G ট্যাবের ডিসপ্লেতে থাকছে ১২.১ ইঞ্চির স্ক্রিন এই ডিসপ্লের আকৃতির অনুপাত হল- ১৬:১০। রিফ্রেশ রেট- ১২০, রেজ্যুলেশন- ২৫৬০*১৬০০ পিক্সেল, ডিসপ্লেকে প্রতিরক্ষা করার জন্য এই ট্যাবের স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস ৩ যুক্ত করা হয়েছে।

প্রসেসর: ট্যাবটিতে ইউজাররা যাতে যে কোনো কাজ স্মুথ ভাবে করতে পারে। এই জন্য এই ট্যাবে স্ন্যাপড্রাগন ৭ যেনা ২ অক্টা কোর প্রসেসর যুক্ত করা হয়েছে।

স্টোরেজ: দুটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। প্রথম ভেরিয়েন্টে যুক্ত করা হয়েছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম। এবং দ্বিতীয় ট্যাবে দেওয়া হয়েছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম।

কালার: ভারতের গ্রাহকরা দুটি কালারের সাথে ট্যাবটি কিনতে পারবে। 1. Pistachio Green, 2. Cobalt Blue

মেইন ক্যামেরা: এই ট্যাবে থাকছে একটি ৮ মেগা পিক্সেল মেইন ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা: ফ্রন্ট ক্যামেরাতে ও যুক্ত করা হয়েছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা।

ব্যাটারি: ট্যাবটি একবার চার্জ করে ইউজাররা যাতে দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারে তার জন্য ১০০০০mAh ব্যাটারি যুক্ত করা হয়েছে। ট্যাবটি দ্রুত চার্জ করার জন্য ৩৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জার থাকছে।

অন্যান্য: অপারেটিং সিস্টেম- Xiaomi HyperOS, Bluetooth 5.2, USB Type-C, Sensors- Gyroscope, Hall sensor, Ambient light sensor, Accelerometer, Color temperature sensor, Electronic compass.

এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা ট্যাবের আশাকরি সম্পূর্ন তথ্য পেয়েছেন। আরো নতুন নতুন এই ধরনের প্রতিবেদন পড়তে ভালো লাগলে দেখতে থাকুন ওয়েবসাইট। এছাড়াও ফলো করুন জ্ঞানপিক্স এর অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলি- যেমন ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইত্যাদি। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments