HomeNEW UPDATEPVC Aadhar Card ঘরে বসে পেয়ে যান, কিভাবে আবেদন করবেন?

PVC Aadhar Card ঘরে বসে পেয়ে যান, কিভাবে আবেদন করবেন?

PVC Aadhar Card

PVC Aadhar Card

PVC Aadhar Card: আপনিকি এটিএম এর মতো পকেটে পার্শের ভিতর আধার কার্ড রাখতে চান। তাহলে বানিয়ে নিন একটি PVC Aadhar Card। এই পিভিসি আধার কার্ড বানাতে মোট ৫০ টাকা খরচ করতে হবে। এই ৫০ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন একটি PVC Aadhar Card

বর্তমানে আধার কার্ডের সব জায়গাতেই প্রয়োজন হচ্ছে। বিশেষ করে ব্যাঙ্কের পাসবুকের সাথে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক হয়েগেছে। ব্যাঙ্ক ছাড়াও সরকারি ও বেসরকারি কাজগুলিতে আধার কার্ডের প্রয়োজন হচ্ছে। এই পরিস্থিতে যদি কোনো ভাবে আপনার আধার কার্ড হারিয়ে যায়। তাহলে আপনি একেবারে চিন্তা করবেন না, আপনি বাড়িতে বসেই খুব সহজেই আধার কার্ড পেয়ে যাবেন। তারজন্য আপনাকে বাইরে কোথায় ছুটা ছুটি করে বেড়াতে হবে না। বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে পিভিসি আঁধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে করবেন? চলুন সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক। আধার কার্ড নষ্ট হয়েগেলে বা হারিয়ে গেলে পুনরায় তৈরী করার সুযোগ দিচ্ছে UIDAI. এই কাজটি করার জন্য আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই সুবিধা গুলি উপভোগ করতে পারবেন। এরজন্য আপনাকে কোনো অফিস বা আঁধার CSP তে যাওয়ার প্রয়োজন হবে না।

পিভিসি আঁধার কার্ড? (PVC Aadhar Card)

PVC ফুলফর্ম হলো পলিভিনাইল ক্লোরাইড কার্ড (Polyvinyl Chloride Card ) এটি এক প্রকার প্লাস্টিক কার্ড। এই কার্ডের উপরে আঁধার কার্ডের সমস্ত তথ্য ছাপা হয়। একটি নতুন ভাবে পিভিসি কার্ড পেতে চাইলে ৫০ টাকা ফি দিতে হবে। এই কার্ডের উপরে থাকায় সুরক্ষিত QR কোড, মাইক্রোটেক, হলোগ্রাম, ইস্যু করার তারিখ ও প্রিন্ট করার তারিখ, আধার লোগো, কার্ড হোল্ডারের ছবি ও অন্যান্য বিবরন দেওয়া থাকে।

অনলাইনে আবেদন কিভাবে করবেন?

পিভিসি কার্ড আবেদন করার আগে প্রথমে আপনাকে UIDAI এর ওয়েবসাইট এ গিয়ে ওয়েবসাইট টি ওপেন করতে হবে।

PVC Aadhar Card

এরপর একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে। স্ক্রোল করে নিচের দিকে আসুন সেখানে অর্ডার আঁধার পিভিসি কার্ড দেখতে পাবেন। তার উপরে একবার ক্লিক করুন।

ক্লিক করার পরে আপনার সামনে আবারো একটি পেজ ওপেন হয়ে আসবে। প্রথম অপশনে ১২ সংখ্যার আধার কার্ড নাম্বারটি দিতে হবে অথবা ২৮ নাম্বারের ডিজিটাল ইনরলমেন্ট আইডি নাম্বার দিতে পারেন। আধার নাম্বার দেওয়ার পরে নিচে ক্যাপচা নাম্বারটি দিয়ে দিন। তারপর সেন্ট OTP তে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি OTP আসবে। সেই OTP লিখে সাবমিট অপশনে ক্লিক করুন।

OTP সাবমিট করার পরে আপনার সামনে আবারো একটি নতুন পেজ চলে আসবে। তারপর নিচে দেওয়া পেমেন্ট অপশনে ক্লিক করুন।

ক্লিক করার সাথে সাথে পেমেন্ট করার জন্য একটি পেজ আসবে। এখানে আপনাকে ৫০ টাকা ফি জমা করতে হবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে কয়েক দিন অপেক্ষা করুন। পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌচ্ছে যাবে আবেদন করা PVC কার্ডটি।

আশাকরছি আপনারা নিশ্চয় শিখতে পেরেছেন PVC Aadhar Card কিভাবে আবেদন করতে হয়। অনলাইন এর মাধ্যমে বাড়িতে বসেই এই রকম ভাবে কার্ড গুলি পেয়ে যাবেন। নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট টি ফলো করুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।

Moj App Online Earning

Credit Card And Debit Card

ঘরে বসে অনলাইন ইনকাম করুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments