HomeTECHRealme 13 Pro 5g|এবং 13 Pro Plus 5G লঞ্চ হল ভারতের বাজারে

Realme 13 Pro 5g|এবং 13 Pro Plus 5G লঞ্চ হল ভারতের বাজারে

Realme সংস্থা দূর্দান্ত ফিচার যুক্ত মিড বাজেটের বেশ কোয়ালিটির একই দিনে দুটি ফোন লঞ্চ করলো। Realme ১৩ প্রো ৫জি এবং Realme ১৩ প্রো প্লাস ৫জি নামে দুটি স্মার্টফোন পেশ করেছে ভারতের বাজারে। এই ফোন দুটিতে থাকছে AI যুক্ত ফিচার সহ বেশ কোয়ালিটির স্পেসিফিকেশন, 50MP Sony মেইন ক্যামেরা, ব্যাটারি- ৫২০০mAh, চার্জার- ৪৫ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জার, রিফ্রেশ রেট- ১২০, রেজ্যুলেশন- ২৪১২*১০৮০ ফুল HD প্লাস। আসুন এবার আমরা জেনে নিই এই দুটি ফোনের স্পেসিফিকেশন বিস্তারিত ভাবে কি কি রয়েছে। Realme 13 Pro 5g

Realme 13 Pro 5g
Realme 13 Pro 5g

লঞ্চ এবং সেলের তারিখ

Realme 13 Pro 5g এবং Realme13 Pro Plus 5G এই ফোন দুটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে ৩০ জুলাই ২০২৪। Realme সংস্থার পক্ষ থেকে জানা যায় ভারতের বাজারে প্রথম সেল শুরু হবে ৬ আগস্ট দুপুর ১২ তার সময়। (Realme 13 Pro 5g)

Realme 13 Pro 5g স্মার্টফোনের দাম ও অফার

Realme 13 Pro 5g এই মোবাইলটি ভারতের বাজারে তিনটি ভেরিয়েটের সাথে পাওয়া যাবে। প্রথম ফোনের স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম এবং দ্বিতীয় ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং টপ মডেলের ফোনের ভেরিয়েন্টে থাকছে ১২ জিবি Ram + ৫১২ জিবি রম। এই তিন রকমের ভেরিয়েন্টের সাথে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। (Realme 13 Pro 5g)

এই ফোনের তিনটি ভেরিয়েন্টেই থাকছে ইনস্ট্যান্ট ৩০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। এছাড়া ও থাকছে গ্রাহদের জন্য বিশেষ সুবিধা ১২ মাসের জন্য নো EMI এর ব্যবস্থা। সহজ কিস্তির মাধ্যমে গ্রাহকরা এই দুর্দান্ত ফিচার যুক্ত ফোনটি কিনতে পারবে।

৮ জিবি Ram + ১২৮ জিবি রম এই ফোনটির লঞ্চ দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা। অফার চলাকালীন এই ফোনটি পাবেন মাত্র ২৩,৯৯৯ টাকায়।

৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এই মোবাইলটির লঞ্চ দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা। অফারের দিন গুলিতে পাওয়া যাবে ২৫,৯৯৯ টাকায়।

১২ জিবি Ram + ৫১২ জিবি রম লঞ্চ দাম ৩১,৯৯৯ টাকা। লঞ্চ সেলের দিন পাবেন মাত্র ২৮,৯৯৯ টাকায়।

Realme 13 Pro Plus 5g
Realme 13 Pro 5g

Realme 13 Pro Plus 5g ফোনের অফার ও দাম

Realme13 Pro Plus 5G এই ফোনটি ও ভারতের বাজারে তিনটি স্টোরেজের সাথে পাওয়া যাবে। প্রথম স্টোরেজটি হল- ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং দ্বিতীয়টি হল- ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং টপ তৃতীয় মডেলের স্টোরেজ হল- ১২ জিবি Ram + ৫১২ জিবি রম।

এই মোবাইলের ও তিনটি ভেরিয়েন্টেই থাকছে লঞ্চ সেল অফার ৩০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়। এছাড়া ও থাকছে ১২ মাস পর্যন্ত নো EMI এর ব্যবস্থা।

৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এই ভেরিয়েন্টের ফোনের লঞ্চ দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা। লঞ্চ সেলের অফারে কিনলে এই ফোনটি পাবেন ২৯,৯৯৯ টাকায়।

১২ জিবি Ram + ২৫৬ জিবি রম এই দ্বিতীয় ভেরিয়েন্টের ফোনের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। সেল অফারে পাবেন ৩১,৯৯৯ টাজায়।

১২ জিবি Ram + ৫১২ জিবি রম এই টপ মডেলের ফোনটির দাম ৩৬,৯৯৯ টাকা। এই ফোনটি অফারের মাধ্যমে পাবেন ৩৩,৯৯৯ টাকায়।

Realme 13 Pro 5g ফোনের বিস্তারিত স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই মোবাইলে থাকছে ৬.৭ ইঞ্চির একটি ফুল হেড প্লাস Oled কার্ভ ডিসপ্লে। রেজুলেশন- ২৪১২*১০৮০ পিক্সেল, রেজুলেশন টাইপ- ফুল HD প্লাস, রিফ্রেশ রেট- ১২০Hz, ব্রাইটনেস- লোকাক পিক ব্রাইটনেস ২০০০

প্রসেসর: এই ফোনে থাকছে ৪ ন্যানো মিটার চিপসেট সহ স্নাপড্রাগন 7s gen 2 প্রসেসর।

স্টোরেজ: ভারতের বাজারে এই ফোনটি তিনটি স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। প্রথম স্টোরেজ ৮ জিবি Ram + ১২৮ জিবি রম ও দ্বিতীয় স্টোরেজ ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং তৃতীয় স্টোরেজ ১২ জিবি Ram + ৫১২ জিবি রম।

মেইন ক্যামেরা: এই স্মার্টফোনে থাকছে তিনটি প্রধান ক্যামেরার সেটআপ। মেইন ক্যামেরা- ৫০ মেগা পিক্সেল সনি LYT-600 পেরিস্কোপ ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরা- ৫০ মেগা পিক্সেল সনি LYT-701 OIS ক্যামেরা এবং তৃতীয় মেইন ক্যামেরা হল- ৮ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।

মেইন ক্যামেরা ফিচার: Photo, Night, Video, Pro, Portrait, Pano, Hi-Res, Duel- View Video, Movie, Time Lapse, Doc Scanner, Starry Mode, Long Exposure, Google Lens.

ফ্রন্ট ক্যামেরা: এই ফোনে সেলফি ক্যামেরা থাকছে ৩২ মেগা পিক্সেল।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Portrait, Photo, Night, Video, Pano, Duel- View Video, Face Beauty, Fill Light, Time Lapse.

কালার: ভারতের বাজারে এই ফোনটি পেশ করা হয়েছে তিনটি কালারের সাথে। 1. Monet Gold, 2. Emerald Green, 3. Monet Purple.

ব্যাটারী: ব্যাটারী ব্যাকআপের জন্য থাকছে ৫২০০mAh ব্যাটারি। ফোনটি চার্জ করার জন্য চার্জার দেওয়া হয়েছে ৪৫ ওয়াটের।

Realme 13 Pro Plus 5g স্মার্টফোনের স্পেসিফিকেশন বিস্তারিত

ডিসপ্লে: এই ফোনে থাকছে ৬.৭ ইঞ্চির বড় স্ক্রিন। ডিসপ্লে টাইপ- ফুল হেড প্লাস Oled কার্ভ ডিসপ্লে, রেজুলেশন- ২৪১২*১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট- ১২০Hz, ব্রাইটনেস- ২০০০ লোকাক পিক ব্রাইটনেস।

প্রসেসর: মোবাইলটি যাতে সব ধরনের কাজ করতে সক্ষম হয় তার জন্য দেওয়া হয়েছে- স্ন্যাপড্রাগন 7s Gen2 প্রসেসর। এছাড়া ও থাকছে অক্টা- কোর ৪ ন্যানো মিটার চিপসেট।

স্টোরেজ: তিনটি স্টোরেজের সাথে ফোনটি পাওয়া যাবে ভারতের বাজারে। বেশ মডেলের স্টোরেজটি হল- ৮ জিবি Ram + ২৫৬ জিবি রম, ও ১২ জিবি Ram + ২৫৬ জিবি রম এবং ১২ জিবি Ram + ৫১২ জিবি রম।

রিয়েল ক্যামেরা: এই ফোনে রিয়েল ক্যামেরা দেওয়া হয়েছে তিনটি। প্রধান রিয়েল ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল সনি LYT-600 পেরিস্কোপ ক্যামেরা, দ্বিতীয় প্রধান ক্যামেরাটি হল– ৫০ মেগা পিক্সেল সনি LYT-701 OIS ক্যামেরা এবং তৃতীয় প্রধান মেইন ক্যামেরা হল- ৮ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।

রিয়েল ক্যামেরা ফিচার: Photo, Pro, Night, Portrait, Video, Pano, Duel- View Video, Long Exposure, Hi-Res, Movie, Time Lapse, Doc Scanner, Starry Mode, Google Lens.

ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে মোবাইলটিতে।

ফ্রন্ট ক্যামেরা ফিচার: Portrait, Time Lapse, Photo, Face Beauty, Duel- View Video, Night, Video, Pano, Fill Light.

ব্যাটারী: ইউজাররা যাতে দীর্ঘক্ষণ ব্যাটারী ব্যাকআপ পায় তার জন্য দেওয়া হয়েছে ৫২০০mAh ব্যাটারী। এবং দ্রুত চার্জ করার জন্য থাকছে ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জার।

বন্ধুরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধারা হয়েছে Realme 13 Pro 5g এবং Realme 13 Pro Plus 5g মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন। আপনি যদি আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়েন তবে নিশ্চয় জানতে পেরেছেন ফোন দুটি সম্পর্কে। এই ধরনের নতুন নতুন তথ্য পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে থাকেন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments