HomeTECHRealme C63 5G|IP64 রেটিং সহ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে

Realme C63 5G|IP64 রেটিং সহ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে

Realme সংস্থার সি সিরিজের Realme C63 5G নামে ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। ইউজারদের কথা মাথায় রেখে এই ফোনটির দাম রাখা হয়েছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে। এই ফোনটিতে থাকছে ধূলো ও স্ল্যাশ জলের হাত থেকে প্রতিরক্ষার জন্য IP64 রেটিং। ৫০০০mAh ব্যাটারি, ৩২ মেগা পিক্সেল AI ক্যামেরা, ৮জিবি + ৮ জিবি ডাইনামিক Ram + ১২৮ জিবি রম। আপনারা যদি এই ফোনটির স্পেসিফিকেশন জানার ইচ্ছা প্রকাশ করেন। তবে এই প্রতিবেদনটি যদি আপনারা শেষ পর্যন্ত পড়েন তবে অবশ্যই জানতে পারবেন।

Realme C63 5G
Realme C63 5G

ভারতের বাজারে দাম ও সেল সম্পর্কে জানুন

Realme C63 5G ফোনটি ভারতের বাজারে তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। ফোনটি লঞ্চ করা হলেও সেল শুরু করা হয়নি তবে কোম্পানির পক্ষে থেকে জানায় এই ফোনের সেল শুরু হবে ২০ অগাস্ট থেকে। ভারতের গ্রাহকরা ফোনটি কিনতে পারবেন Realme সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।

ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে তিনটি ভেরিয়েন্টের সাথে। প্রথম ভেরিয়েন্টের ফোনে থাকছে ৪ জিবি Ram + ১২৮ জিবি রম, দ্বিতীয় ভেরিয়েন্টের মোবাইলে দেওয়া হয়েছে ৬ জিবি Ram+ ১২৮ জিবি রম, এবং টপ ভেরিয়েন্টের ফোনে দেওয়া হয়েছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম। এই তিন ধরনের ভেরিয়েন্টের সাথে Realme কোম্পানী তাদের Realme C63 5G ফোনটি পেশ করেছে।

৪ জিবি Ram + ১২৮ জিবি রম এই বেশ ভেরিয়েন্টের ফোনটির লঞ্চ দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা।

৬ জিবি Ram + ১২৮ জিবি রম এই মিড স্টোরেজের মোবাইলের লঞ্চ দাম রেখেছে ১১,৯৯৯ টাকা।

৮ জিবি Ram + ১২৮ জিবি রম এই স্ট্র্টেজের ভেরিয়েন্টের স্মার্টফোনের দাম ১২,৯৯৯ টাকা।

প্রথম সেলের দিন তিনটি ভেরিয়েন্টের ফোনেই লঞ্চ অফার থাকছে ১০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড়।

Realme C63 5G
Realme C63 5G

স্পেসিফিকেশন Realme C63 5G ফোনের

ডিসপ্লে: এই ফোনে থাকছে ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন Eye কমফোর্ট ডিসপ্লে। রিফ্রেশ রেট- ১২০, রেজ্যুলেশন- ১৬০৪*৭২০ পিক্সেল, ৬২৫ নিটস পিক ব্রাইটনেস।

প্রসেসর: এই মোবাইলে দেওয়া হয়েছে একটি শক্তিশালী ৬ ন্যানো মিটার যুক্ত চিপসেট। প্রসেসর থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট প্রসেসর।

স্টোরেজ: তিন ধরনের স্টোরেজ থাকছে ফোনে প্রথম ফোনে ইউজাররা স্টোরেজ পাবে ৪ জিবি Ram + ১২৮ জিবি রম এবং দ্বিতীয় ফোনের স্টোরেজ ৬ জিবি Ram + ১২৮ জিবি রম, এই ভরিয়েন্টের টপ মডেলের ফোনে স্টোরেজ থাকছে ৮ জিবি Ram + ১২৮ জিবি রম।

কালার: ভারতের গ্রাহকরা Realme C63 5G ফোনটি কিনতে পারবেন দুটি কালারের সাথে। 1. Forest Green, 2. Starry Gold.

মেইন ক্যামেরা: এই মোবাইলে রিয়েল ক্যামেরা থাকছে ৩২ মেগা পিএল এই ক্যামেরা। অ্যাপারচার – f/1.85, লেন্স- ৫ পিক্সেল, সেন্সর সাইজ- ১/ ৩.১ ইঞ্চি।

মেইন ক্যামেরার ফিচার: Panorama, Photo, Night, Video, Dual-View Video, Street, Time-lapse, Pano, Movie, Slow Motion, Pro, Tilt-Shift, Hi-Res, Google Lens.
ফ্রন্ট ক্যামেরা: মোবাইলের সামনের ক্যামেরার সাহায্যে ইউজাররা খুব সহজে বন্ধুদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবে। এছাড়া যদি প্রয়োজন হয় নিজের ফটো তোলার জন্য অন্যের সাহায্য ছাড়াই একাই কাজটি করতে পারবেন।

ফ্রন্ট ক্যামেরার ফিচার: Dual-View Video, Photo, Portrait, Video, Pano, Night, Time-lapse.

ব্যাটারি: দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ ধরে রাখার জন্য এই ফোনে থাকছে ৫০০০mAh ব্যাটারি। এর পাশাপাশি মোবাইলটি যাতে ইউজাররা তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারে তারজন্য দেওয়া হয়েছে ১০ ওয়াটের সুপার ফাস্ট চার্জার।

অন্যান্য: অপারেটিং সিস্টেম- Android 14, IP64 Dust & Water Resistance, 16GB Dynamic RAM, 10W Fast Charge, Sensors- Proximity Sensor, Side Fingerprint, Magnetic Induction Sensor, Flicker Sensor, Acceleration Sensor, Gyro-meter, Light Sensor, Support Bluetooth 5.3, USB Type- C, 5000mAh ম্যাসিভ ব্যাটারি।

বন্ধুরা আপনারা নিশ্চয় জানতে পড়েছেন আজকের এই প্রতিবেদন থেকে Realme C63 5g মোবাইলটির সম্পর্কে। আপনারা যদি আরো প্রযুক্তি সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে আগ্রহী থাকেন তবে www.gyanpix.com ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments