ভারতের বাজারে realme সংস্থা তাদের NARZO সিরিজের Realme NARZO 70 Turbo 5G ফোন লঞ্চ করে সংখ্যা বাড়িয়ে নিলো। ফোনটি তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। ৫০ মেগা পিক্সেল মেইন ক্যামেরা এবং ১৬ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা থাকছে এই ফোনে। ৫০০০mAh ব্যাটারি, এই ফোনে যুক্ত করা হয়েছে একটি শক্তিশালী প্রসেসর চিপসেট। আসুন দেখে নেওয়া যাক কি কি ফিচার থাকছে NARZO 70 Turbo 5G ফোনে। প্রথম সেলের দিন থাকছে তিনটি ভেরিয়েন্টের ফোনের উপর কুপন ২০০০ টাকার ফ্লাট ছাড়।
আরও পড়ুন:- Realme 13 5g mobile এর সম্পর্কে সমস্ত কিছু জানুন।
Realme NARZO 70 Turbo 5G ফোনটির সেল ও সেল অফার
NARZO 70 Turbo 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ হলেও সেল শুরু হয়নি। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটি লঞ্চের সাথে সাথে সেলের তারিখ নির্ধারিত করে দিয়েছে। ভারতের গ্রাহকরা ফোনটি কিনতে পারবে ১৬ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় থেকে। অনলাইন সেল সাইট গুলি হল – রিয়েলমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ষ্টোর থেকে অথবা AMAZON ই-কমার্স ওয়েবসাইট থেকে।
ফোনটি তিনটি ভেরিয়েন্টের সাথে কিনা যাবে ভারতের মার্কেটে। প্রথম ভেরিয়েন্টের ফোনে স্টোরেজ দেওয়া হয়েছে ৬ জিবি RAM + ১২৮ জিবি রম এই ফোনের লঞ্চ দাম হল- ১৬,৯৯৯ টাকা। দ্বিতীয় ফোনের স্টোরেজ হল- ৮ জিবি RAM + ১২৮ জিবি রম যুক্ত ফোনের লঞ্চ দাম হল- ১৭,৯৯৯ টাকা। টপ মডেলের ফোনের স্টোরেজ হল- ১২ জিবি RAM + ২৫৬ জিবি রম এই ফোনের লঞ্চ দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা।
এই ফোনের সমস্ত ভেরিয়েন্টের উপরেই থাকছে বিশেষ কুপুন ২০০০ টাকার ফ্লাট ছাড়। ২০০০ টাকার ছাড় পাওয়ার কারনে গ্রাহকরা প্রথম মডেলের ফোনটি কিনতে পারবে ১৪,৯৯৯ টাকায়, দ্বিতীয় ফোনের দাম- ১৫,৯৯৯ টাকা এবং টপ মডেলের ফোনটি কিনতে পারবেন ১৮,৯৯৯ টাকায়।
আরও পড়ুন:- Realme narzo 70 5g smartphone এর দাম ও স্পেসিফিকেশন ফিচার গুলি সম্পর্কে জানুন।
Realme NARZO 70 Turbo 5G মোবাইলের স্পেসিফিকেশন
ডিসপ্লে: ডিসপ্লেতে থাকছে ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রেজ্যুলেশন- ২৪০০*১০৮০ পিক্সেল, ২০০০ নিটস পিক ব্রাইটনেস, রিফ্রেশ রেট- ১২০Hz, এই ফোনের ডিসপ্লেতে বৃষ্টির জলে ভিজে থাকলে ও এই মোবাইলের স্ক্রিনে কাজ করতে পারবেন।
প্রসেসর: এই ফোনে থাকছে একটি শক্তিশালী মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর। ফোনটি স্মুথ ভাবে কাজ করার জন্য যুক্ত করা হয়েছে ৪ ন্যানো মিটার চিপসেট প্রসেস।
স্টোরেজ: তিনটি স্টোরেজের সাথে ভারতের বাজারে realme narzo 70 turbo 5g ফোনটি পেশ করা হয়েছে। প্রথম ফোনে স্টোরেজ থাকছে ৬ জিবি RAM + ১২৮ জিবি রম, এবং দ্বিতীয় মোবাইলে স্টোরেজ দেওয়া হয়েছে ৮ গিয়ে RAM + ১২৮ জিবি রম, এবং টপ বিশিষ্ট ফোনটিতে ১২ জিবি RAM + ২৫৬ জিবি রম স্টোরেজ যুক্ত করা হয়েছে।
ক্যামেরা: এই ফোনে দুটি রিয়েল ক্যামেরার সেটাপ পাওয়া যাবে। প্রধান ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল AI ক্যামেরা এবং দ্বিতীয়টি হল ২ মেগা পিক্সেল Portrait ক্যামেরা। এই ফোনে আরো একটি ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে।
ব্যাটারি: দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপ পাওয়ার জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে ৫০০০mAh ব্যাটারি। ফোনটিতে ৫০% চার্জ করতে সময় লাগবে মোট ৩০ মিনিট। ফোনটিতে চার্জার সেটআপ থাকছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার।
অন্যান্য ফিচার: অপারেটিং সিস্টেম- Android 14, সেন্সর- In-display Fingerprint Sensor, Light Sensor, Flicker sensor, Magnetic Induction Sensor, Gyro-meter, Acceleration Sensor, Proximity Sensor, USB Type-C Port, Up to 12GB+14GB Dynamic RAM, Bluetooth 5.4, Wi-Fi 6, IP65 Water & Dust Resistance.