Redmi 13 5G
ভারতের বাজারে Redmi 13 5G লঞ্চ হতে চলেছে ৯ জুলাই। রেডমি সংস্থা এই ফোনটির স্পেসিফিকেশন সম্পূর্ণ প্রকাশ না করলে ও কিছু কিছু ফিচার সামনে এসেছে। এই ফোনটি কিনতে পারবেন অনলাইন ই- কমার্স ওয়েবসাইট Amazon থেকে এবং রেডমি কোম্পানির অফিসিয়াল ষ্টোর ওয়েবসাইট থেকে। এই ফোনে পাবেন ব্যাটারী- 5030, 33 ওয়াট ফাস্ট চার্জার, 108 মেগা পিক্সেল সুপার ক্লিয়ার মেইন ক্যামেরা। আপনারা এই মোবাইলটির স্পেসিফিকেশন সম্পর্কে জানতে আগ্রহী থাকলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। চলুন এবার তাহলে জেনে নিই স্পেসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য।
ভারতের মার্কেটে Redmi 13 5G লঞ্চের তারিখ কবে?
রেডমি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে নতুন রেডমি 13 5G ফোনটি জুলাই মাসের ৯ তারিখ লঞ্চ করা হবে। এই ফোনে রয়েছে দুর্দান্ত লুক ও ফিচার গ্রাহকদের মুগ্ধ করার মতো। ভারতের বাজারে ৯ তারিখ ১২ টার সময় লঞ্চ হলে ও এখন পর্যন্ত রেডমি সংস্থার পক্ষ থেকে ফোনটির কোনো দাম ঘোষণা করেনি। এই ফোনের দাম ও সমস্ত ডিটেলস জানতে হলে ৯ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবেই সমস্ত তথ্য সামনে আসবে।
Redmi 13 5G ফোনের বিবরণ:-
ক্যামেরা:- রেডমি 13 5G স্মার্টফোনে ডুয়েল ক্যামেরার সেটআপ পাওয়া যাবে। এই ফোনে থাকছে একটি ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা রিং ফ্ল্যাশ সহ।
প্রসেসর:- রেডমি 13 5G মোবাইল থাকছে Snapdragon 4 Gen 2 প্রসেসর।
ব্যাটারি:- দীর্ঘক্ষণ চার্জ ব্যাকআপের জন্য রেডমি 13 5G ফোনে দেওয়া হয়েছে 5030 mAh ব্যাটারি। তার সাথে থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার যার মাধ্যমে খুব তারাতারি ফোনটি চার্জ করতে পারেবন।
Redmi 13 5G আমরা আশা করছি আপনারা নিশ্চয় উপকৃত হবেন আজকের প্রতিবেদনটি পড়ার পরে। আপনারা যদি মোবাইল সম্পর্কিত সবার আগে নতুন নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ফল করুন। ধন্যবাদ।
আরও পড়ুন:- VIVO T3 LITR 5G
আরও পড়ুন:- MOTOROLA G85 5G MOBILE
আরও পড়ুন:- VIVO V30e 5G PRO PHONE
আরও পড়ুন:- OPPO F27 PRO 5G PLUS
Redmi 13 5G FAQ
রেডমি 13 5G ফোনের মূল ফিচার গুলি কি কি?
রেডমি 13 5G ফোনের মূল ফিচার গুলি হল- এই ফোনে থাকছে একটি শক্তিশালী 5030 mAh ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের চার্জার, এছাড়া ও থাকছে ডুয়েল মেইন ক্যামেরার সেটআপ।
রেডমি 13 5G ফোনে কোন ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে?
রেডমি 13 5G ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
রেডমি 13 5G এই ফোনে সম্ভবত কি কি স্টোরেজ থাকতে পারে?
রেডমি 13 5G স্মার্টফোনে সম্ভবত স্টোরেজ থাকতে পারে 4GB RAM + 64 GB ROM | 6 GB RAM+ 128 GB ROM | 8 GB RAM + 256 GB ROM