HomeELETRONICSRedmi Smart Fire Tv 32 Inch 2024:Smart Tv কিনুন ১২৪৯৯ টাকায়?

Redmi Smart Fire Tv 32 Inch 2024:Smart Tv কিনুন ১২৪৯৯ টাকায়?

Redmi Smart Fire Tv 32 Inch 2024:

Redmi Smart Fire Tv 32 Inch 2024: রেডমি সংস্থা তাদের নতুন ভার্সন Redmi Smart Fire Tv 32 Inch 2024 ভরতের বাজারে লঞ্চ করেছে। মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখে রেডমি সংস্থা নতুন ভার্সনের টিভিটি লো বাজেটের মধ্যে দাম রেখেছে। এই টিভিতে থাকছে বিশেষ ফিচার যেমন- ভিভিড পিকচার ইঞ্জিন, ২০ ওয়াট স্পিকার, ডলবি অডিও, রেজ্যুলেশন- ১৩৬৬*৭৬৮, 1GB RAM এবং 8 GB স্টোরেজ সাপোর্টের মতো একাধিক ফিচার পাওয়া যাবে এই টিভিতে। চলুন এবার তাহলে টিভিটির সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক কি কি ফিচার থাকছে।

Redmi Smart Fire Tv 32 Inch 2024
Redmi Smart Fire Tv 32 Inch 2024

Redmi Smart Fire Tv 32 Inch 2024 ভারতের বাজারে দাম

রেডমি সংস্থার নতুন ভার্সনের Redmi Smart Fire Tv 32 Inch 2024 এই টিভিটি ভারতের পাওয়া যাচ্ছে ১২,৪৯৯ টাকায়।

Redmi Smart Fire Tv 32 এই টিভিটি কিনতে পারেন ই-কমার্স ওয়েবসাইট আমাজন,ফ্লিপকার্ট এবং শাওমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ষ্টোর থেকে।

তবে Redmi Smart Fire Tv 32 এই টিভিটি যদি কোনো গ্রাহক ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করে সেক্ষেত্রে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট অফার পেতে পারেন।

Redmi Smart Fire Tv 32 Inch
Redmi Smart Fire Tv 32 Inch

Redmi Smart Fire Tv 32 Inch 2024 বিস্তারিত স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: Redmi Smart Fire Tv 32 এই টিভিতে থাকছে ৮০ সেমি, ৩২ ইঞ্চির ডিসপ্লে। স্ক্রিন টাইপ- LED, রেজ্যুলেশন- ১৩৬৬*৭৬৮, রিফ্রেশরেট- ৬০Hz, রেসপন্স টাইম- 6.5MS, ভিউইং আঙ্গেল- ১৭৮ ডিগ্রী।

স্পিকার: অডিও অউটপুট করার জন্য Redmi Smart Fire Tv 32 টিভিতে থাকছে ১০ ওয়াট করে দুটি মিলিয়ে ২০ ওয়াটের আউটপুট স্পিকার। ডলবি অডিও।

স্টোরেজ: Redmi Smart Fire Tv 32 এই টিভিতে থাকছে ১ জিবি RAM এবং ৮ জিবি ইন্টারন্যাল মেমোরি।

প্রসেসর: টিভিটি সুন্দর ভাবে পারফমেন্স করার জন্য থাকছে quad Core Cortex A35 প্রসেসর। এছাড়া গ্রাফিক্স Mali G31 MP2 থাকছে।

অন্যান্য ফিচার: অপারেটিং সিস্টেম- FireTv OS 7, Bluetooth 5.0, Fire TV Built-in, Live TV Channels, Data Monitoring, Voice Remote with Alexa, Audio power: 20W, Dolby Audio, 2 Speakers, Picture Engine: Vivid Picture Engine, Viewing Angle : 178°, Resolution : 1366 x 768, Refresh Rate : 60Hz, Earphone : 1, Antenna : 1, Alexa button, Guide Button, Playback controls, Mute Button, Power: 50W, Voltage: 100-240V ~ 50/60Hz.

আজকের আর্টিকেলের মাধ্যমে Redmi Smart Fire Tv 32 Inch 2024 টিভির সমস্ত ফিচার আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানান। তাহলে আমাদের টিম আপনাকে সাহায্য করতে পারবে। আপনারা যদি টিভি ছাড়া আরো অন্য বিষয় নিয়ে আর্টিকেল পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে থাকুন। এছাড়া ও আমাদের সোশ্যালমিডিয়া যেমন- ফেসবুক, ইউটিউব এক্স, এগুলি ফল করতে পারেন। ধন্যবাদ।

Redmi Smart Fire Tv 32 Inch 2024 FAQ

রেডমি স্মার্ট ফায়ার টিভির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী?

রেডমি স্মার্ট ফায়ার টিভিতে রয়েছে কম দামের মধ্যে হাই কোয়ালিটি ফিচার। যেমন- ডলবি অডিও সমর্থন, হাই-ডেফিনিশন ডিসপ্লে, এবং একটি মসৃণ, বেজেল-হীন ডিজাইন। এছাড়াও রয়েছে ভয়েস কন্ট্রোল, Bluetooth এবং HDMI, USB এই ধরনের একাধিক অপশন রয়েছে।

রেডমি স্মার্ট ফায়ার টিভি 32 ইঞ্চির ডিসপ্লে রেজোলিউশন কত?

রেডমি স্মার্ট ফায়ার টিভি 32 ইঞ্চি 2024 টিভিটিতে দেওয়া হয়েছে 1366 x 768 পিক্সেলের একটি HD ডিসপ্লে, ডিসপ্লে টাইপ এলসিডি। এই টিভিতে সুন্দর ভাবে পরিষ্কার ছবি দেখার অনুমোতি প্রদান করে থাকে।

রেডমি স্মার্ট ফায়ার টিভির সাথে কি আমি আমার স্মার্টফোনকে সংযুক্ত করতে পারি?

হ্যাঁ আপনারা আপনাদের স্মার্টফোনটিকে রেডমি স্মার্ট ফায়ার টিভির সাথে সংযুক্ত করতে পারবেন। আপনারা আপনাদের মোবাইল অথবা ট্যাবলেট থেকে শেয়ার করতে পারেন।

রেডমি স্মার্ট ফায়ার টিভির কানেক্টিভিটি গুলি কী কী?

রেডমি স্মার্ট ফায়ার টিভির কানেক্টিভিটি গুলি হল- Bluetooth, HDMI পোর্ট, Wi-Fi এবং USB এর মতো একাধিক কানেক্টিভিটি বিকল্প ফিচার রয়েছে।

রেডমি স্মার্ট ফায়ার টিভিতে আমি কি জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারি?

আপনারা এই টিভিতে বিভিন্ন রকমের স্ট্রিমিং পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারবেন। যেমন- অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ডিজনি প্লাস ইত্যাদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments