HomeNEW UPDATEReliance Jio New Recharge Plan-2024(Jio Recharge Plan)

Reliance Jio New Recharge Plan-2024(Jio Recharge Plan)

Reliance Jio New Recharge Plan-2024:


JIO NEW RECHARGE PLANS 2024
JIO NEW RECHARGE PLANS 2024

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর প্রিপেড এবং পোস্ট পেইড রিচার্জের দাম বাড়লো। প্রিপেড এবং পোস্টপেড মিলিয়ে মোট ১৯টি রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে বলে জানা যাচ্ছে। এই দুটি প্লানের মধ্যে ১৭টি প্রিপেড রিচার্জ প্ল্যান এবং ২টি পোস্টপেড রিচার্জ প্ল্যান রয়েছে। নতুন রিচার্জ প্ল্যান জুলাই মাসের ৩ তারিখ থেকে ধার্য্য করা হবে বলে জানিয়েছে জিও সংস্থা। নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে সমস্ত বিবরণ জানতে চাইলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। রিলায়েন্স জিও সংস্থার প্রিপেড এবং পোস্টপেড মিলিয়ে ১৯টি রিচার্জ প্লানের তালিকা দেওয়া হল। (Reliance Jio New Recharge Plan-2024)

জিও ব্যবহারকারী গ্রহকদের মাথায় পড়ল হাত। কারন জিওর নতুন রিচার্জ প্লানের কথা শুনলে আপনিও চমকে উঠবেন। জুলাই মাসের ৩ তারিখ থেকে দিতে হবে রিচার্জের জন্য অতিরিক্ত টাকা। এখন কত টাকা বেশি দিয়ে রিচার্জ করতে হবে জিও গ্রাহকদেরকে। জিও সংস্থার পক্ষ থেকে জানিয়েছেন যারা আনলিমিটেড ৫জি ডেটা পেতে চান তারা ১.৫ জিবি ডেটা প্ল্যান রিচার্জ করলে পাবেন না। বিনামূল্যে ৫ জি পরিষেবা পেতে হলে ২জিবি দৈনিক ডেটা কিংবা তার বেশি ডেটা রয়েছে এমন প্ল্যান গুলি রিচার্জ করতে হবে, তবেই ৫ জি ব্যবহার কারীরা বিনামূল্যে ৫ জি চালাতে পারবেন। (Reliance Jio New Recharge Plan-2024)

রিলায়েন্স জিও গ্রাহকদের জুলাই মাসের ৩ তারিখ থেকে কত টাকা বেশি দিয়ে রিচার্জ করতে হবে দেখুন।

Reliance Jio New Recharge Plan-2024
Reliance Jio New Recharge Plan-2024

মাসিক রিচার্জ প্ল্যান গুলি:- Reliance Jio New Recharge Plan-2024

১. ১৫৫ টাকার রিচার্জ করলে পাওয়া যেত মোট ২জিবি ডেটা ২৮ দিনের জন্য। ৩ জুলাই থেকে সেই রিচার্জ প্ল্যান বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছে।

২. আগে ২০৯ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পেত দৈনিক ১জিবি করে ডেটা। এখন এই রিচার্জ প্ল্যান বেড়ে হয়েছে ২৯৯ টাকা। এই রিচার্জ করলে গ্রহকদের এখন বাড়তি টাকা দিতে হবে ৪০ টাকা।

৩. ২৩৯ টাকার রিচার্জ করলে পাওয়া যেত আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০ SMS, সঙ্গে ১.৫জিবি করে ডেটা। আর এই প্ল্যানের রিচার্জ যদি আপনারা জুলাই মাসের ৩ তারিখ করেন সেক্ষেত্রে আপনাকে ২৯৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। মানে ৬০ টাকা বেশি দিয়ে।

৪. যে সকল গ্রাহকরা মোবাইল রিচার্জ করতেন ২৯৯ টাকা দিয়ে তারা পেতেন ২জিবি প্রতিদিন ডেটা ২৮ দিনের জন্য। ২জিবি ডেটা ছাড়া ও পেতেন আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ SMS। এখন এই রিচার্জ প্ল্যান বেড়ে হয়েছে ৩৪৯ টাকা। জুলাই মাস থেকে এই রিচার্জ প্ল্যানটি করতে হলে ৫০ টাকা বেশি দিয়ে করতে হবে।

৫. ৩৪৯ টাকা দিয়ে রিচার্জের বিনিময়ে পেতেন ২৮ দিনের জন্য দৈনিক ২.৫ জিবি করে ডেটা। এই রিচার্জ প্ল্যানে থাকতো আরো ১০০ SMS প্রতিদিন, এবং আনলিমিটেড ভয়েস কল। এই রিচার্জ প্ল্যান বাড়িয়ে করা হয়েছে ৩৯৯ টাকা।

৬. ৩৯৯ টাকার রিচার্জ করলে ২৮ দিনের জন্য ৩ জিবি করে ডেটা পেতেন গ্রাহকরা। এই রিচার্জ প্ল্যানটি বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে।

দুই মাসের রিচার্জ প্ল্যান:- Reliance Jio New Recharge Plan-2024

১. আগে ৫৬ দিনের জন্য রিচার্জ করতে হত ৪৭৯ টাকা দিয়ে। পাওয়া যেত- দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০ SMS, আনলিমিটেড ভয়েস কল। নতুন রিচার্জ প্ল্যান আসার পরে বেড়ে হয়েছে ৫৭৯ টাকা।

২. আগে ৫৩৩ টাকার রিচার্জে গ্রাহকরা পেতেন ৫৬ দিনের জন্য আনলিমিটেড কল, ২ জিবি করে ডেটা, ১০০টি করে SMS প্রতিদিন। এই রিচার্জ প্ল্যানটি বেড়ে হয়েছে ৬২৯ টাকা।

Reliance Jio New Recharge Plan-2024
Reliance Jio New Recharge Plan-2024

তিন মাসের রিচার্জ প্ল্যান:- Reliance Jio New Recharge Plan-2024

১. ৮৪ দিনের রিচার্জ করতেন ৩৯৫ টাকায় সঙ্গে পেতেন মোট ৬ জিবি ডেটা, আনলিমিটেড কল। এই রিচার্জটি করতে এখন গ্রাহকদেরকে দিতে হবে ৪৭৯ টাকা।

২. ৬৬৬ টাকা দিয়ে যে সকল গ্রাহকরা রিচার্জ করতেন তারা পেতেন ৮৪ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। জুলাই মাস থেকে আর এই টাকায় রিচার্জ করতে পারবেন না, ১৩৩ টাকা বেশি দিয়ে রিচার্জ করতে হবে। আর রিচার্জ প্ল্যান খরচ এসে দাঁড়াবে ৭৯৯ টাকা।

৩. ৭১৯ টাকা রিচার্জে গ্রাহকরা পেতেন ২ জিবি করে দৈনিক ডেটা, ভয়েস আনলিমিটেড কল। যারা জুলাই মাস থেকে এই প্ল্যানটি রিচার্জ করবেন তাদেরকে ১৪০ টাকা বেশি দিয়ে রিচার্জ করতে হবে। নতুন রিচার্জ প্ল্যান অনুযায়ী এই প্ল্যানের দাম ৮৫৯ টাকা .

৪. ৮৪ দিনের জন্য যারা রিচার্জ করতেন ৯৯৯ টাকায় তারা পেতেন প্রতিদিন ৩ জিবি করে ডেটা। আর এই রিচার্জ ৯৯৯ টাকায় করা যাবে না। এই রিচার্জটি করতে এখন খরচ হবে ১১৯৯ টাকা।

এক বছরের রিচার্জ প্ল্যান:- Reliance Jio New Recharge Plan-2024

১. এখন ৩৩৬ দিনের জন্য রিচার্জ করলে খরচ হাত ১৫৫৯ টাকা। সঙ্গে পাওয়া যেত মোট ২৪ জিবি ডেটা। কিন্তু ৩ জুলাই থেকে এই রিচার্জ করলে গুনতে হবে গ্রাহকদেরকে ১৮৯৯ টাকা।

২. জিও গ্রাহকরা এতদিন ২৯৯৯ টাকা দিয়ে রিচার্জ করে পেতেন- প্রতিদিনের জন্য ২.৫ জিবি করে ডেটা। এই রিচার্জটিও ৩ জুলাই থেকে করা যাবেনা, রিচার্জটি করলে ৩৫৯৯ টাকা দিতে হবে।

ডেটা অ্যাড অন:- Reliance Jio New Recharge Plan-2024

১. আগে ১ জিবি ডেটা পাওয়া যেত মাত্র ১৫ টাকায়। কিন্তু এখন এই প্ল্যানটি রিচার্জ করলে খরচ করতে হবে ১৯ টাকা।

২. ২ জিবি ডেটা পেতেন ২৫ টাকায়। আর এই প্ল্যানটি বেড়ে হয়েছে ২৯ টাকা।

৩. ৬১ টাকায় ৬ জিবি ডেটা পাওয়া যেত। এই প্ল্যানটি রিচার্জ করতে খরচ করতে হবে ৬৯ টাকা।

Reliance Jio New Recharge Plan-2024
Reliance Jio New Recharge Plan-2024

পোস্টপেড রিচার্জ প্ল্যান :- Reliance Jio New Recharge Plan-2024

১. পোস্টপেড রিচার্জের ক্ষেত্রে ২৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে পাওয়া যেত ৩০ জিবি ডেটা। নতুন রিচার্জ প্ল্যান ঘোষনার পরে এই প্ল্যানটি রিচার্জ করতে খরচ হবে ৩৪৯ টাকা।

২. ৭৫ জিবি ডেটা পাওয়া যেত ৩৯৯ টাকা রিচার্জের বিনিময়ে। ৩ জুলাই থেকে এই রিচার্জ ও হাত ছাড়া হয়ে যাবে, ৪৪৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে।

Reliance Jio New Recharge Plan-2024 সম্পূর্ণ তালিকা:-

Jio New Recharge Plan 2024

আশা করছি আপনারা নিশ্চয় জানতে পড়েছেন Reliance Jio New Recharge Plan-2024 রিচার্জ সম্পর্কিত সমস্ত বিবরন। এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কারন তাদের কেও জানার সুযোগ করে দিন। ধ্যনবাদ।

Vivo T3 Lite 5G

Oppo F27 Pro Plus 5G

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments