Rose Valley Money Refund
Rose Valley Money Refund: আপনিকি চিটফান্ড সংস্থা রোজভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছেন। তবে আপনার জন্য রয়েছে একটি সুখবর। রোজভ্যালি চিটফান্ডে আমানতকারীরা টাকা ফেরত পাবেন। এই দিনের আশায় ছিলেন প্রতারিত হওয়া মানুষেরা তারা তাদের টাকা যাতে ফিরে পায়।
আপনি যদি রোজভ্যালি সংস্থায় বিনিযোগ করে প্রতারিত হয়ে থাকেন। আর আপনি বিনিযোগ করা টাকা ফেরত পেতে চান তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। আপনারা জানতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। Rose Valley Money Refund
রোজভ্যালির কর্তার নাম ছিল গৌতম কুণ্ড। ২০১৩ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারি হওয়ার পরেই রোজভ্যালির ও পর্দা ফাঁস হয়ে যায়। এর পরেই রোজভ্যালির মতো আরো অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়। এই কোম্পানি গুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে পশ্চিমবাংলার বিনিয়োগ কারীরা সংকটের মুখে পড়েছিলেন। খুব কষ্টে রোজগার করা টাকা বিনিয়োগ করে ছিলেন এই সব কোম্পানি গুলিতে।
উল্লেখিত: রোজভ্যালি সংস্থার সম্পত্তি বিক্রি করে টাকার পরিমান হয়েছে প্রায় ৮০০ কোটি। এই টাকায় বিনিয়োগ কারীদের ধাপে ধাপে দেওয়া হবে। তবে যারা ছোটো ছোটো বিনিযোগ করি ছিলেন তাদের টাকা প্রথম ফেরত দেওয়া হবে। Rose Valley Money Refund
ইতিমধ্যেই হাইকোর্টের বিচারপ্রতি দিলীপ কুমার সেট এর নেতৃত্বে rose valley asset disposal committee গঠন করেন।
প্রতারিত হওয়া জনগনের আবেদনপত্র অনলাইনে গ্রহণ করার জন্য একটি ওয়েবসাইট তৈরী করেন। আর এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ার কাজ শুরু হয়েগেছে।
আপনারা Rose Valley Money Refund পেতে এই কোম্পানি গুলিতে আবেদন করুন।
Adrija Gold Corporation Ltd. (Gold Harvest Scheme)
Brand Value Communications Ltd.
Chocolate Hotels Private Ltd.
Misal Multipurpose Co-Operative Society Ltd.
Real Estate & Landbank India Ltd.
Rose Valley Airlines Limited.
Rose Valley Chain Marketing System Ltd.
Rose Valley Fashions Private Limited.
Rose Valley Films Ltd.
Rose Valley Finance & Investment Company Limited.
Rose Valley Food & Beverage Ltd.
Rose Valley Health Trust
Rose Valley Hotels & Entertainment Ltd
Rose Valley Housing Development Finance Corporation Ltd.
Rose Valley Industries Ltd.
Rose Valley Infotech (Pvt.) Ltd.
Rose Valley Marketing India Ltd.
Rose Valley Microfinance Ltd.
Rose Valley Network Private Limited.
Rose Valley Patrika Ltd.
Rose Valley Projects Ltd.
Rose Valley Real Estates & Constructions Ltd
Rose Valley Realcon Ltd.
Rose Valley Towers Private Limited.
Rose Valley Travels (Pvt.) Ltd.
Silver Valley Communications Ltd.
Rose Valley Money Refund আবেদন পদ্ধতি:-
- আপনারা প্রথমে গুগলটি ওপেন করুন তারপর Rose Valley Refund Apply অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করুন।
সার্চ করার পরে Rose Valley ADC ওয়েবসাইট এ ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে ওয়েবসাইটটির হোম পেগ ওপেন হয়ে চলে আসবে।
ওপরের ডানদিকে Upload Certification Option এ ক্লিক করুন।
এরপর Upload এর জন্য একটি ফর্ম আসবে।
Investor, Nominee এবং Others অপশন প্রথমে দেখতে পাবেন।
আপনি যদি বিনিয়োগ করি হন তাহলে ইনভেস্ট সিলেট করে ফর্মটি পূরণ করুন।
বিনিয়োগ করি যদি মারা যান সেক্ষেত্রে বিনিয়োগ করি যাকে নোমিনী রেখেছিলেন এক্ষেত্রে নোমানী অপশনটি সিলেট করে ফর্মটি ফিলাপ করুন।
আপনি যদি ইনভেস্টর অথবা নোমিনী কোনোটাই না হন সেক্ষেত্রে others সিলেট করুন।
আপনি রোজভ্যালি সংস্থার যে কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন সেটি বেছে নিন।
এরপর আপনাকে ফর্মটি ফিলাপ করতে হবে।
সবশেষে আপনাকে অপমার বিনিয়োগ সম্পর্কে সমস্ত তথ্য দিতে হবে।
আপনার বিনিয়োগের সময় একটি সার্টিফিকেট দেওয়া হয়েছিল। সেই সার্টিফিকেটে সমস্ত তথ্য পাবে সেটা দেখে দেখে ফিলাপ করে নিন।
investment no/bond no বসান
সার্টিফিকেটে যে নামটি আছে সেটি বসান।
বিনিয়োগ করার তারিখ বসান
বিনিয়োগ করা টাকার পরিমান লিখুন।
বিনিয়োগ করা টাকা লভ্যাংশ সহ ফেরত পাওয়ার তারিখ লিখুন।
আপনি যদি কোম্পানির কাছ থেকে টাকা পেয়ে থাকেন সেই টাকার পরিমান লিখুন। আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এটি এড়িয়ে চলুন।
কত টাকা ফেরত পাবেন তা লিখুন।
সমস্ত তথ্য নির্ভুল ভাবে পূরণ করে continue for document upload এ ক্লিক করুন।
তারপরে আবারো একটি নতুন পেজ আসবে। এখানে আপনাদের অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে উপলোড করতে হবে। আপলোড কমপ্লিট হয়ে গেলে নিচে একটি সাবমিট বলে অপসন আসবে সেখানে ক্লিক করে সাবমিট করে দিবেন।
সাবমিট কমপ্লিট হয়ে গেলে একটি acknowledgement নাম্বার পাবেন।
আপনারা এই acknowledgement নাম্বার এর সাহায্যে আবেদনপত্র টি ডাউনলোড বা প্রিন করে নিজের কাছে রাখতে পারেন।
আবেদন করার পরে আপনার আবেদন যাচাই প্রক্রিয়া শুরু করবে। অনুমোদন পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।
আমরা আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা শিখতে পারলেন কিভাবে Rose Valley Money Refund পেতে অনলাইনে আবেদন করতে হয়। আপনারা যদি আজকের আরটিকেল পড়ে উপকৃত হন তবে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।
Read More