HomeTECHSamsung Galaxy M35 5g phone|50mp Camera And 6000 Battery

Samsung Galaxy M35 5g phone|50mp Camera And 6000 Battery

Samsung Galaxy M35 5g phone:

Samsung Galaxy M35 5g phone: ভারতের বাজারে আবারো আসতে চলেছে Samsung কোম্পানীর নতুন 5G স্মার্টফোন। জুলাই মাসের ১৭ তারিখ Samsung কোম্পানি তাদের গ্যালাক্সি M সিরিজের 5G নতুন ফোন Samsung M35 5G নামে লঞ্চ করবে। কোম্পানির সোশ্যাল মিডিয়া এক্স এবং শপিং সাইট ই-কমার্স ওয়েবসাইট আমাজন এর মাধ্যমে লঞ্চের ডেট জানা গিয়েছে। চলুন তাহলে সবিস্তারে জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট সম্পর্কে।

Samsung Galaxy M35 5g phone
Samsung Galaxy M35 5g phone

Samsung সংস্থার নতুন Samsung M35 5G স্মার্টফোনটি ভারতের মার্কেটে লঞ্চের ডেট প্রকাশে এল। Samsung M35 5G এই ফোনে যে বিশেষ প্রধান ফিচার গুলি থাকছে- সুপার এমোলেড ডিসপ্লে, ৬০০০ ব্যাটারি, ডিসপ্লে সাইজ ৬.৬ ইঞ্চি, ৫০ মেগা পিক্সেল ক্যামেরা, তিন রকম কালার সহ ভারতের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে।

ভারতের বাজারে Samsung Galaxy M35 5g phone লঞ্চের ডেট:

আমাজন প্লাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া এক্স এর মাধ্যমে জানা যায় ১৭ জুলাই দুপুর ১২ টার সময় ভারতের বাজারে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। Samsung কোম্পানির গ্যালাক্সি M সিরিজের 5G নতুন ফোনটি ১৭ জুলাই লঞ্চ হলে ও ভারতে গ্রাহকরা কিনতে পারবে না। ভারতের গ্রাহক এই ফোনটি কিনতে পারবে ২০ এবং ২১ জুলাই আমাজন প্রাইম ডে সেলের দিন থেকে।(Samsung Galaxy M35 5g phone)

Samsung Galaxy M35 5G
Samsung Galaxy M35 5G

আরও পড়ুন:- REDMI 13 5G MOBILE

আরও পড়ুন:-infinix gt 20 pro Phone

আরও পড়ুন:- MOTOROLA G85 5G PHONE

Samsung Galaxy M35 5g phone স্পেসিফিকেশন:-

ডিসপ্লে: Samsung Galaxy M35 5g ফোনে আছে ৬.৬ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে এছাড়াও রয়েছে রিফ্রেশ রেট ১২০ Hz, রেজ্যুলেশন- ২৩৪০*১০৮০, রেজুলেশন টাইপ- ফুল HD প্লাস এবং ব্রাইটনেস- ১০০০ নিটস।

প্রসেসর:- Samsung Galaxy M35 5g ফোনটি প্রসেসিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে শক্তিশালী Exynos 1380 প্রসেসর।

স্টোরেজ:- Samsung Galaxy M35 5g এই ফোনে স্টোরেজ 8GB RAM + 256 GB ROM থাকছে। তবে পরবর্তীতে মাইক্রো SD কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়িয়ে 1TB পর্যন্ত করা সম্ভব।

মেইন ক্যামেরা:- Samsung Galaxy M35 5g এই ফোনে সেটআপ আছে তিনটি মেইন ক্যামেরা। প্রথম ক্যামেরা হল- ৫০ মেগা পিক্সেল, দ্বিতীয় ক্যামেরা হল- আলট্রা উইড ৮ মেগা পিক্সেল ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরা হল- ম্যাক্রো ন্যানো ২ মেগা পিক্সেল ক্যামেরা। এই তিন ধরনের Samsung Galaxy M35 5g ফোনে ক্যামেরা সেটআপ থাকছে।

ফ্রন্ট ক্যামেরা:- Samsung Galaxy M35 5g মোবাইলে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৩ মেগা পিক্সেল। এই ক্যামেরার সাহায্যে ইউজাররা সেলফি ও ভিডিও কল করতে পারবে।

কালার:- তিন ধরনের কালার সহ Samsung Galaxy M35 5g ফোনটি ভারতের বাজারে লঞ্চ হবে। 1. Azul Escuro, 2. Azul Claro, 3. Cinza.

ব্যাটারি:- Samsung Galaxy M35 5g মোবাইলে থাকছে একটি দুর্দান্ত শক্তিশালী ৬০০০mAh ব্যাটারি। এই ফোনটি চার্জ করার জন্য থাকছে একটি ২৫ ওয়াটের ফাস্ট চার্জার। Samsung Galaxy M35 5g স্মার্টফোন ব্যবহার কারীরা খুব তাড়াতাড়ি মোবাইলটি চার্জ করতে পারবে।

অন্যান্য:- অপারেটিং সিস্টেম – এন্ড্রোইড, এই মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক রয়েছে মোবাইলটির ডান দিকে, Bluetooth v5.3, ডিসপ্লে- সুপার এমোলেড ডিসপ্লে, এই স্মার্টফোনে সেফটির জন্য দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টস।

আমরা আশাবাদী যে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনারা নিশ্চয় জানতে পারবেন Samsung Galaxy M35 5g phone -এ থাকা সমস্ত ফিচার সম্পর্কে। বন্ধুরা আপনাদের যদি Samsung কোম্পানির এই নতুন ফোনটির সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে সবসময় সঠিক তথ্য তুলেধরার চেষ্টা করে থাকি। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।

Samsung Galaxy M35 5G FAQ:

মোট কয়টি ক্যামেরা সেটআপ আছে Samsung Galaxy M35 5G-মোবাইলে?

Samsung Galaxy M35 5G-তে পিছনে মেইন ক্যামেরার সেটআপ রয়েছে তিনটি। তার মাধ্যমে প্রধান ক্যামেরাটি হল- ৫০ মেগা পিক্সেল, দ্বিতীয় ক্যামেরাটি হল- মেগা পিক্সেল আলট্রা উইড, এবং তিন নম্বরটি হল- মেগা পিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়া ও সামনের দিকে রয়েছে একটি ১৩ মেগা পিক্সেল ক্যামেরা ভিডিও কল ও সেলফির জন্য দেওয়া হয়েছে।

Samsung Galaxy M35 5G মোবাইলটি ওয়াটারপ্রুফ কি?

Samsung Galaxy M35 5G মোবাইলটি ওয়াটারপ্রুফ নয় এই ফোনে কোনো রকমের IP রেটিং নেই। এই মোবাইল ব্যবহার কারীদেরকে সব সময় জল ও ধূলোর হাত থেকে মোবাইলটিকে সতর্ক ভাবে রাখতে হবে।

Samsung Galaxy M35 5G স্মার্টফোনের প্রধান বৈশিষ্ট গুলি কি কি?

Samsung Galaxy M35 5G স্মার্টফোনে একটি ৬.৬ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে, ৫০ মেগা পিক্সেল প্রধান ক্যামেরা সহ তিনটি ক্যামেরার সেটআপ, সংযোগ 5G, একটি শক্তিশালী ৬০০০ ব্যাটারি, ২৫ ওয়াটের একটি দ্রুত ফাস্ট চার্জিং সহ একাধিক ফিচার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments