HomeBIOGRAPHYSarvepalli Radhakrishna Biography|সর্বপল্লী রাধাকৃষ্ণন জীবনী

Sarvepalli Radhakrishna Biography|সর্বপল্লী রাধাকৃষ্ণন জীবনী

Sarvepalli Radhakrishna Biography: স্বাধীন ভারতের ১৯৫২-১৯৬২ সালে প্রথম উপরাষ্ট্রপতি এবং ১৯৬২-১৯৬৭ সালে দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান। তিনি সোভিয়েত ইউনিয়নে ভারতের দ্বিতীয় রাষ্ট্রদূত ছিলেন ১৯৪৯ থেকে ১৯৫২ সাল পর্যন্ত। রাধাকৃষ্ণান ছিলেন হিন্দু চিন্তাবিদ, মহান দার্শনিক, ও আদর্শ শিক্ষক। রাধাকৃষ্ণান বিংশ শতাব্দীর বিশিষ্ঠ প্রভাবশালী পন্ডিতদের মধ্যে তিনি ছিলেন সবার শীর্ষে। ৫ সেপ্টেম্বর এই মহান ব্যক্তির জন্ম দিনে সারা ভারতবর্ষে পালন করা হয় শিক্ষক দিবস। আসুন আজকের এই প্রতিবেদন থেকে আমরা সবিস্তারে জেনে নিই সর্বপল্লী রাধাকৃষ্ণান স্যারের আত্মজীবনী সম্পর্কে। (Sarvepalli Radhakrishna Biography)

Sarvepalli Radhakrishna Biography
Sarvepalli Radhakrishna Biography

Table of Contents

টেবিলের মাধ্যমে দেখুন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর সংক্ষিপ্ত জীবনী

Sarvepalli Radhakrishna Biography

জন্মস্থান ও পরিবার সম্পর্কে জানুন (Sarvepalli Radhakrishna Biography)

৫ সেপ্টেম্বর ১৯৮৮ সালে তামিলনাড়ুর তিরুতানি গ্রামের এক দারিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। পিতার নাম- সর্বপল্লী বিরস্বামী তিনি দারিদ্র হলে ও সেখানকার একজন নামকরা বিদ্বান ব্রহ্মান ছিলেন। মাতার নাম ছিল- সীতাম্মা তিনি বাড়ির গৃহবধূ হিসেবে বাড়ীর কাজ দেখাশোনা করতেন। পরিবারের আর্থিক বন্টন অবস্থা খুব একটা ভালো না থাকায় রাধাকৃষ্ণনের শৈশব কাল খুব একটা ভালো কাটেনি। আর্থিক দারিদ্রতার কারনে তার পিতা সর্বপল্লী বিরস্বামী তার শিক্ষার জন্য বিরোধিতা করে ছিলেন। তিনি চেয়েছিলেন মন্দিরে পুরহিত হয়ে উঠলে কিছুটা হলে ও দারিদ্রতা কমবে তাই শিক্ষার বিরোধিতা করেছিলেন।

শিক্ষা জীবন (Sarvepalli Radhakrishna Biography)

সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল তিরুতানি গ্রামের স্কুল থেকেই। উচ্চ শিক্ষার জন্য তার পিতা তিরুপতি লুথারাম মিশন স্কুলে ভর্তি করান। তারপর তিন ভেলুরের কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি মাদ্রাজ থেকে পরবর্তী শিক্ষা সম্পূর্ণ করে ছিলেন। তিনি ছোট বেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। তিনি কোনো ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় স্থানে পৌচ্ছাননি। ১৯০৬ সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন দর্শনশাস্ত্রে M.A শিক্ষা সম্পূর্ণ করে ছিলেন।

বিবাহ জীবন (Sarvepalli Radhakrishna Biography)

সেই সময়ের দিন গুলিতে ছেলে ও মেয়েদের অল্প বয়সেই বিবাহ হত। সর্বপল্লী রাধাকৃষ্ণন এর বিবাহ হয় ১৯০৪ সালে সেই সময় তার বয়স ছিল ১৬ বছর। তার বিবাহ হয়েছিল দূর সম্পর্কের বোনের সাথে তার নাম ছিল- শিবকামু, তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর। তারা বৈবাহিক জীবন যাপন করে ছিলেন ৫১ বছর। তাদের মোট ছয়টি সন্তান ছিল তার মধ্যে ৫টি কন্যাসন্তান এবং ১টি পুত্র সন্তান তার নাম ছিল সর্বপল্লী গোপাল।

Sarvepalli Radhakrishna
Sarvepalli Radhakrishna

কর্মজীবন (Sarvepalli Radhakrishna Biography)

মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শন শিক্ষক হিসেবে ১৯০৯ সালে যুক্ত হয়ে ছিলেন। পরবর্তীতে ১৯১৬ সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হিসেবে নিয়োগ হয়ে ছিলেন। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মহীশূর বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, চিকাগো বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে ছিলেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন শিক্ষক হন। সর্বপল্লী রাধাকৃষ্ণন মহীশূর কলেজ থেকে পড়াশোনা সম্পূর্ণ করেছিলেন। এবং পরবর্তীতে সেই কলেজের উপাচার্য হয়েছিলেন। উপাচার্য থাকা কালীন দর্শনের উপরে বেশ কয়েকটি বি লিখেছিলেন।

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর রাজনীতি জীবনে প্রবেশ

১৯৪৭সালে ভারত স্বাধীনতা লাভ করে, স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রী ছিলেন জহললাল নেহেরু। তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণন এর কাছে অনুরোধ করেন সোভিয়েত ইউনিয়নের সাথে রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য। সর্বপল্লী রাধাকৃষ্ণন জহললাল নেহেরুর কথা অমান্য করতে না পেরে তিনি তার প্রস্তাবে রাজি হয়ে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হয়েছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন তার শিক্ষা জীবনের পরে রাজনীতিতে এসেছিলেন।

স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৯৫২ থেকে ১৯৬০ পর্যন্ত। তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ১৯৬২ সালে। সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি থাকাকালীন ভারত, চীন. পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারতকে চীনের কাছে পরাজিত হতে হয়েছিল।

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জীবনে পুরস্কার ও সন্মান

১. ১৯৩১ সালে নাইট উপাধিতে ভূষিত হন ব্রিটিশ সরকারের কাছ থেকে।
২. ১৯৩৩-১৯৩৭ সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন পাঁচবার, সাহিত্য বিভাগের জন্য।
৩. ১৯৩৮ সালে ফেলো হিসেবে মনোনীত হন ব্রিটিশ একাডেমিতে।
৪. ১৯৫৪ সালে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ভারতরত্ন ও সর্বোচ্চ সন্মান প্রদান করা হয়।
৫. ১৯৬১ সালে শান্তি পুরস্কার পেয়েছিলেন “জার্মান বুট ট্রেড” তত্ত্বাবধানে।
৬. ১৯৬৩ সালে “Order Of Merit” পুরস্কার পেয়েছিলেন ব্রিটেনের কাছ থেকে।
৭. ১৯৬৮ এই সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

১৯৬৭ সালে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন দেশের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় জানিয়ে ছিলেন। এটিই তার রাষ্ট্রপতি হিসেবে শেষ ভাষণ আর কোনো অধিবেশনের জন্য রাষ্ট্রপতি হতে চাননা।

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর মৃত্যু (Sarvepalli Radhakrishna Biography)

দীর্ঘদিন ধরে অসুস্থতার কারনে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৭ এপ্রিল ১৯৭৫ সালে মৃত্যু হয়। শিক্ষা ক্ষেত্রে তার দিয়ে যাওয়া অবদান গুলিকে চিরস্মরণীয় করে রাখার জন্য, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় এবং ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Sarvepalli Radhakrishna Biography: বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনী প্রতিবেদনটি আমাদের ওয়েবসাইট থেকে, আপনার মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য। সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনী পড়ে নিশ্চয় উপকৃত হয়েছেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনাদের যদি কোনো উত্তর জানার থাকে তবে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। আমাদের টিম আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে যথাযত ভাবে সাহায্য করবে। আমাদের এই gyanpix.com ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নতুন নতুন আপডেট পেতে থাকবেন। তাই আমাদের gyanpix.com ওয়েবসাইটটি ফল করুন এর পাশাপাশি আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলিও ফলো করতে পারেন। ধন্যবাদ।

সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনীর FAQ:

কার জন্মদিনকে কেদ্র করে শিক্ষক দিবস পালন করা হয়?

ভারতের প্রথম উপরষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষক দিবস পালন করা হয়।

শিক্ষক দিবস প্রথম কোন সাল থেকে পালন করা হয়?

ভারতে শিক্ষক দিবস প্রথম পালন করা হয় ৫ সেপ্টেম্বর ১৯৬২ সাল থেকে।

সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম কত সালে হয়েছিল?

সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম হয়েছিল ৫ সেপ্টেম্বর ১৮৮৮ সালে।

সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর মৃত্যু কত সালে হয়েছিল?

সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর মৃত্যু হয়েছিল ১৭ এপ্রিল ১৯৭৫ সালে।

সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর মৃত্যু হয়েছিল কিভাবে?

সর্বপল্লী রাধাকৃষ্ণণ দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

সর্বপল্লী রাধাকৃষ্ণণ কত বছর বয়সে বিবাহ করেছিলেন?

১৯০৪ সালে ১৬ বছর বয়সে সর্বপল্লী রাধাকৃষ্ণণ বিয়ে করেন তার দূর সম্পর্কের বোনকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments